সখী তোমার সব নেবোনা ভয় কোরোনা
নীলায়ত আকাশটুকু
মুখে ফোটা কুন্দ কুসুম ভরা বুকের ঘামের গন্ধ
বুকের সাথে বুক মেলানোর পুলক রাশি
গালের সাথে গাল মেলানোর তপ্ত খুশি
সখী তোমার সব নেবোনা ভয় কোরোনা
হাতটা না হয় হাতের পরে আলতোভাবে
ঠোঁটে না হয় ঠোঁট ডুবানোর বিভোর তৃষ্ঞা
বাগান থেকে ফুল তুলোনা ফুল দিয়োনা
ফুল তো তোমার দেহেই ফোটে শিথিল গন্ধে
সখী তোমার ঘুম নেবোনা যদি বা নিই
অল্প পরেই ফেরত পাবে
সখী তোমার কালো ভুরুর স্পর্শটুকু নেবো শুধু
আমার বুকে, একটু পরেই ফেরত দেবো
নেবো তোমার বাহুর বাঁধন যাতে তুমি বাঁধতে পারো
এই আমাকে এবং আমার ঘাড়ের নিচে তোমার বাহু
তুমি আমার কণ্ঠ জুড়ে শরীর জুড়ে
তোমার বাঁধন ফেরত পাবে অল্প পরেই
সখী তোমার সব নেবোনা ভয় কোরোনা
নেবো তোমার চোখের চাওয়া আমার চোখে
ভালোবাসার প্রদীপ জ্বেলে দেখবে শুধু
সখী তোমার ভালোবাসার প্রদীপটাতে পুড়বো আমি
সেতো শুধু তোমার জন্যে সখী শুধু তোমার জন্যে…

Leave a Reply
You must be logged in to post a comment.