তোমার চোখের জলে নদী নয়, বদ্ধ জলাশয়
আমাকে ডোবায় শুধু, বলে – ডুব দিয়ে দেখো তলে,
888sport sign up bonusর ভাগাড়ে জমা কত প্রেম, বিরহ-প্রণয়
আরো কত ছাইপাশ মিশে আছে এই নোনাজলে।
তোমার চুলের খোঁপা কালো নয়, মেঘের আঁধার
ঢাকে দিকচক্রবাল, আলোরেখা নিয়েছে যে ছুটি,
লোমশ কেশর নিয়ে অন্ধকার সাম্রাজ্য বাড়ায়
অরণ্যের পাশ ছুঁয়ে গেঁথে রাখে কাপালিক খুঁটি।
পৃথিবীর সব রং নিভে গেলে ভালোবাসা হায়!
পাতার শোকের মতো কেঁদে কেঁদে শুধু ঝরে যায়।
তোমার বুকের মাঝে জমা সে তো ভালোবাসা নয়,
আমি বলি সব মিছে, পাঁজরের খাঁচা আছে শুধু,
আলস্যে জাবর কাটে ভালোবাসা, ঘুণে ধরা প্রেম।
বুকের পাঁজর ধরে নাড়া দাও, মরুভূমি ধু-ধু
কেঁপে কেঁপে নেচে ওঠে, দীর্ঘশ্বাস শুধু ঝরে পড়ে,
বুকের ভেতর যেন চিনচিন ব্যথা এক নড়ে।
তোমার চোখের জল, ভালোবাসা, ঘন চুল কালো
সব যাবে, শুধু তুমি জ্বেলে রেখো দু-চোখের আলো।

Leave a Reply
You must be logged in to post a comment.