মহাপ্রস্তুতি

আরো এক হাজার বিস্ময়কর 888sport app download apk লেখার প্রস্তুতি চলছে

এবং এক হাজার পিরামিড তৈরির পরিকল্পনা

যে-সমস্ত বই এখনো লেখা হয়নি সেগুলো

মুদ্রণের কার্যাদেশ চূড়ান্ত

কারাগারের ফটকগুলো ফাঁক যেন বন্দিরা ইচ্ছেমতো ঢুকতে কিংবা বেরুতে পারে

আর লাইব্রেরির দরোজা বন্ধ কেননা পৃথিবীর শ্রেষ্ঠ সব বই না পড়ে কেউ বেরুতে না পারে

ব্যাংকগুলো তার প্রয়োজন হারিয়েছে ফলে

এখন সবার বাড়িতে টাকা ছাপার মেশিন থাকবে

প্রতিটি বাড়ির সিংহদ্বারে

ধাতব নাইটিংগেলের গান

রাষ্ট্র বছরে বিতরণ করবে

মৃত্যুনিরোধক পোশাক

সত্তর হাজার বছর ধরে হোমোস্যাপিয়ান্সের

শ্রমে এই সভ্যতা

এখন তারা ঘুমাবে, সঙ্গমনৃত্যে বুঁদ হবে

আর আনন্দে ডুবে থাকবে

শ্রম দেবে রোবট আর তাদের ছেলেমেয়েরা

গল্প 888sport app download apk লিখবে – কৃত্রিম প্রতিভার কবিরা

মানুষ শুধু দেখবে আর হাসবে

হাসবে আর চুমু খাবে

নদীতে নামবে না

গাছে উঠবে না

মাছ ধরবে না

পাহাড়ে পা দেবে না

পথে দাঁড়িয়ে প্রতীক্ষা করবে না

এলিয়ন ঈগল ঠোঁটে করে পৌঁছে দেবে গন্তব্যে

থাকবে পৃথিবীর সাথে মহাকাশের

সংযোগ সিঁড়ি এস্কেলেটর

স্বর্গের অপ্সরী আর অপ্সরাগণের

যাতায়াত শুরু হবে পৃথিবীতে

প্রেমের চেয়ে বেশিকিছু মনে হবে

স্বপ্নের চেয়ে অধিককিছু

কিন্তু কোনো উত্থান নেই

স্বর্গীয় পাপ নেই

এ-মহাজীবন মিশে যাবে অন্য এক ধরণির সাথে