মুখোমুখি-২

888sport live chatী মোহাম্মদ ইকবাল নববইয়ের দশকে তাঁর সৃজনী ভাবনা ও বিষয়ের গুণে এ-দেশের 888sport live chatানুরাগী মহলে সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই সময়ে তিনি বিষয় হিসেবে বেছে নেন উন্মূল, গৃহহীন ও অধ্যাত্মভাবনায় তাড়িত সমাজবিচ্ছিন্ন সন্ন্যাসী মানুষজনকে। তাঁর পঞ্চম একক প্রদর্শনীতে এই বিষয়কে ঘিরে যে-চিত্রগুচ্ছ ছিল তা চিত্রানুরাগী মহলে আদৃত হয়েছিল। এই প্রদর্শনী শুধু বিষয়ের ভিন্ন মেজাজের জন্যে নয়, পরিপ্রেক্ষিতজ্ঞান এবং রং-ব্যবহারের কৌশলেও এক চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করেছিল। মোহাম্মদ ইকবাল ১৯৯৯ সালে চিত্রবিদ্যায় বৃহত্তর পাঠ গ্রহণের জন্য জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান যান। জাপানের উচ্চতর 888sport live chat-পরিমন্ডল তাঁর মানসভুবনকে সমৃদ্ধ করে। এই সময়ে চোখ মেলে দেখেন আন্তর্জাতিক পরিমন্ডলের আবহ। এই অবস্থান তাঁর 888sport live chat-অভিযাত্রাকে আরো পরিণত করলেও তিনি এই ভুবন থেকে কিছু পরিগ্রহণ করেননি। বরং নিজস্ব চিত্রভাষা ও শৈলীকে আরো পুষ্টি ও বৃদ্ধির জন্য সচেষ্ট হন। এই সময়ে তাঁর ভাবনার ও জিজ্ঞাসার বৃত্তে সাম্প্রতিককালের সভ্যতার সংকট, যুদ্ধ ও তার পরিবেশ আলোড়িত করে। এই বৃহত্তর পরিপ্রেক্ষিতকে বিষয় করে তিনি ছবি অাঁকেন। যুদ্ধ ও সন্ত্রাস শিশুকে যে অনিশ্চয়তা, বিষাদ ও হতাশায় নিক্ষেপ করছে তা তাঁর ছবির বিষয় হয়ে ওঠে। মোহাম্মদ ইকবাল যুদ্ধবিরোধী অঙ্গীকার থেকেই নির্মাণ ও সৃষ্টির এই উদ্দামতায় মেতে ওঠেন। মোহাম্মদ ইকবাল ১৯৮৯ সালে 888sport app বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ ডিগ্রি এবং ২০১০ সালে জাপানের টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে পিএইচ-ডি অর্জন করেন। প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০১৫ সালে তেলরঙে করা, শিরোনাম ‘তোমার মুখোমুখি-২’। মোহাম্মদ ইকবাল ১৯৬৭ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।