কখনও কখনও মৌনই হতে পারে মানুষের

প্রকৃত আশ্রয়,

তার যোগ্য পথ হতে পারে সম্পূর্ণ নীরব

হয়ে যাওয়া;

যদি হয়ে যেতে পারো থেমে-যাওয়া বাঁশির

সংগীত

হতে পারো নিস্তরঙ্গ সমুদ্রের ঢেউ,

নৃত্য থেমে যাওয়া প্রশান্ত ঘুঙুর,

শুধু তাহলে করতে পারো সব দুঃখ ভোলার প্রার্থনা।

মানুষ বোঝে না, কখনও কখনও তার মৌনই

হতে পারে একমাত্র ভাষা

এই নিঃশব্দ নির্বাক মন্ত্র হতে পারে শ্রেষ্ঠ সমর্পণ,

তবে কেন শব্দ, কেন ক্রোধ? হও নিরুত্তর, হও মৌন বাক্যহীন হেমন্তের ঘুমন্ত প্রান্তর।