যাপিত জীবনের বিচিত্রতা

ইব্রাহিম ফাত্তাহ্

শৈল্পিক দক্ষতা প্রকাশের হাত ধরে ক্ষুদ্রকায় 888sport live chatসৃজনের সূত্রপাত সভ্যতার আদিকাল থেকে। চিত্র888sport live chatীর দক্ষতার উৎকর্ষ-নিদর্শন হিসেবে সারাবিশ্বেই ক্ষুদ্রকায় 888sport live chatসৃজনের গুরম্নত্ব যেমন আগেও ছিল, এখনো আছে। 888sport appsের 888sport live chatীরাও ক্ষুদ্রকায় চিত্রপটে ছবি আঁকেন, ভাস্কর্য গড়েন। বেশ কিছুকাল ধরে লক্ষ করা যাচ্ছে – নানাবিধ কারণে সারাবিশ্বেই 888sport live chat-সংগ্রাহকদের কাছে ক্ষুদ্রকায় 888sport live chatকর্মের চাহিদা বেড়ে গেছে। ফলে গত শতকের নববইয়ের দশকে নানা উদ্যোগ নিয়ে গ্যালারি টোন মিনিয়েচার আর্ট খুদে 888sport live chatসৃজনের আন্দোলনকে আমাদের 888sport live chatীদের মাঝে ছড়িয়ে দিতে সচেষ্ট ছিল। এক্ষেত্রে চারম্ন888sport live chatীদের অনুপ্রাণিত করতে তারা প্রতিযোগিতার আয়োজন ও 888sport app download bdের ব্যবস্থাও করেছিল। এমনসব ধারাবাহিক উদ্যোগের ফলে দেখা যাচ্ছে অনেক 888sport live chatীই আজকাল খুদে ছবি অাঁকছেন।

তরম্নণ 888sport live chatী আমিনুল ইসলাম আকন নিজের 888sport live chatানুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ৫ গুণিতক ৬ ইঞ্চি আকৃতির খুদে চিত্রপট। কালি-কলম, জলরং আর অ্যাক্রিলিক রঙে এঁকেছেন যাপিত জীবনের নানা অনুষঙ্গ, ভালোবাসা, বিরহ, আনন্দ-বেদনা, কত কি! নিসর্গ রূপের নানা দিকও উঠে এসেছে তাঁর চিত্রপটে। অনুভূতিপ্রবণ এই চিত্রকরের অাঁকাঅাঁকির সঙ্গে লেখালেখিরও সংযোগ আছে। প্রসঙ্গত বলা যায়, আকন পদ্যও লিখেন। যে-কথা লেখায় আর অাঁকায় প্রকাশ করা যায় না, তাকে তিনি তুলে ধরেন চিত্রপটের পরিসরে। এভাবেই চিত্র আর চিত্রকল্প মিলে গড়ে উঠেছে আকনের আপন ভুবন।

‘আলোয় অাঁধারে’ শীর্ষক 888sport live chatী আমিনুল ইসলাম আকনের একক ক্ষুদ্র চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চারম্নকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গত ১১ থেকে ১৬ অক্টোবর, ২০১৫ পর্যমত্ম। এটি তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী। ছোট-ছোট কাজ বলে পাশাপাশি অনেক ছবি দিয়ে গ্যালারির দেয়াল সাজিয়েছেন 888sport live chatী। এক ছবি দেখতে-দেখতেই আরেক ছবির দিকে চলে যায় চোখ। রং-রেখা-গঠন আর আলো-অাঁধারি মিলিয়ে একটি ছবি যেন আরেকটির জোড়া হয়ে উঠেছে।

888sport live chatী আকনের জন্ম ১৯৭৮ সালে 888sport appয়। 888sport app বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা অনুষদের গ্রাফিক ডিজাইন থেকে সণাতকোত্তর করেছেন ২০০১ সালে। এখন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত আছেন। কর্মজীবনের ব্যসত্মতার পর যেটুকু অবসর পান, তাকে কাজে লাগান কাগজে-কলমে-জলরঙে ছোট-ছোট ছবি অাঁকায়।  ফলে দেখা যাচ্ছে, তাঁর অনেক ছবির ভেতর কলম দিয়ে লাল নীল হলুদ সবুজ রঙের অাঁকিবুঁকি আছে। মনের ভাব প্রকাশের তাড়নায় হাতের কাছে থাকা সহজ উপাদান তুলে নিয়েছেন 888sport live chatী। এভাবে কাজ করতে-করতে ক্ষুদ্রচিত্রের সঙ্গে ভাব জন্মেছে তাঁর। টানা সাড়ে তিন বছরের 888sport live chatিত প্রয়াস 888sport live chatী হাজির করেছেন দর্শক-সমক্ষে।

সৃজন888sport live chatীর মানসলোকের অনুভব বিচিত্র কায়দায় নানা ধরনে পলস্নবিত হয় তাঁর সৃজন-পসরায়। দর্শক-বোদ্ধাদের কাছে 888sport live chatীর পরিচয় তাঁর কাজের ধরনে-গড়নে। আকনের চিত্রকর্মে 888sport live chatীর যে-স্বভাবের সুলুক-সন্ধান আমরা পেয়ে যাই, তাতে তাঁকে স্বপ্নচারী বলে মনে হয়। চোখের ভেতর স্বপ্নঘোর নিয়ে স্বপ্নের পথে পা বাড়িয়ে স্বপ্নভঙ্গের বেদনাকে যখন স্পর্শ করেছেন, সে-যন্ত্রণাও যেন প্রতিফলিত হয়েছে তরম্নণ এই চিত্রকরের পটে, রেখা ও রঙের আলিম্পনে। ব্যক্তিগত সুখ-দুঃখকে 888sport live chatী মেলে ধরেছেন দশজনের আনন্দ-বেদনার সঙ্গে ভাগ করে নেওয়ার আকাঙক্ষায়।

তাঁর চিত্র গঠনে একদিকে যেমন পরাবাসত্মব ও পাশ্চাত্য অভিব্যক্তিবাদের সঙ্গে অমত্মর্নিহিত মিল খুঁজে পাওয়া যায়, অন্যদিকে প্রাচ্যের রেখা ও অলংকরণধর্মী শৈলীর সন্নিবেশও দেখা যায়। তাঁর কাজ মানুষকে নিয়ে। বলা ভালো, মানুষের মনের ভেতরের ভাবনা যেন উঠে আসে এই চিত্রকরের ছোট-ছোট ছবিতে। সেই ভাবনা প্রকাশের অনুষঙ্গ হয়ে চিত্রপটে জায়গা নেয় নিসর্গের নানা ফর্ম ও মোটিফ। তাঁর বেশিরভাগ চিত্রকর্মে আলোছায়ার প্রয়োগ দেখে মনে হয়, 888sport live chatীর উপস্থাপিত সময় গোধূলি-সন্ধ্যা থেকে চন্দ্রালোকিত রাতের আবহময়। যেমন – ‘গোধূলির মিলন’, ‘ছায়াবীথি’, ‘আলোয় অাঁধারে’, ‘তৃতীয় পক্ষ’, ‘নীরব উলস্নাস’, ‘নক্ষত্রের পতন’, ‘পূর্ণিমা রাত’ – এসব চিত্রকর্মে আসন্ন সন্ধ্যা থেকে রাত গভীরের সময় উপলব্ধি করা যায়। সময় ব্যবস্থাপনার পেছনের কারণ বিষয়বস্ত্ত নির্বাচন ছাড়াও বোধকরি রাতের বেলা 888sport live chatীর ছবি অাঁকার সময়ের সঙ্গে ছবির ভেতরের সময় মিলে গেছে।

এবার ছবির ভেতরে ঢোকার চেষ্টা করা যাক। ‘নস্টালজিয়া’ শিরোনামের চিত্রটির মধ্যে ভাবুক এক 888sport promo codeর অবয়ব। তার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাখি। এর বিপরীত দিকে জলাধারে বড়শি ফেলে মাছ শিকারের অপেক্ষায় আছেন কেউ একজন। যেন     ফেলে-আসা দিনের আনন্দ888sport sign up bonus ফুটিয়ে তোলার প্রয়াস এখানে। ‘বর্ণচোরা’ শিরোনামে আরেকটি চিত্রে দেখা যাচ্ছে বহুরঙা এক 888sport promo codeর অবয়ব, তার প্রায় নিরাভরণ দেহ ঘিরে আছে নবীন লতানো এক গাছ ও ফুল। এই 888sport promo code নিজের জীবনের অন্ধকার বাইরের রঙের আলোয় ভরিয়ে তুলছে বলেই কি তিনি বর্ণচোরা!

আমিনুল ইসলাম আকনের আরেকটি চিত্রের শিরোনাম – ‘অন্যগ্রহ’। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহের প্রাণী ও প্রকৃতি 888sport live chatীর কল্পনা হয়ে চিত্রপটে জায়গা নিয়েছে। ‘আলোর সন্ধানে’ শিরোনামের চিত্রটিতে দেখা গেল এর ভেতরে থাকা মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাইছেন। ‘নক্ষত্রের পতন’ শীর্ষক চিত্রে নক্ষত্ররা যেন নেমে এসেছে মাটিতে আর আলো যেন পড়ছে গলে-গলে। আরেকটি চিত্র ‘পূর্ণিমার রাত’; তাতে 888sport live chatী তুলে ধরেছেন ভরা চন্দ্রালোকে দুজন মানব-মানবীর 888sport slot game, নিচেই নতমুখ এক 888sport promo code যেন সেই সুখ888sport sign up bonusচারণ করছেন। ‘গোধূলির মিলন’ নামে আরেক চিত্রে দুটি গো-শাবকের অপত্য ঘনিষ্ঠ প্রতীকের পাশেই দুজন প্রেমাস্পদের ছায়ামূর্তি দেখে মনে হয়, তরম্নণ এই 888sport live chatী যেন প্রাকৃতিক নিয়মে মিলনের মানবিক বার্তাই তুলে ধরেছেন।

আমাদের ভেতর যেমন মাঝে-মাঝে হতাশা ভর করে, তেমনি একজন সৃজন888sport live chatীর ক্ষেত্রেও প্রযোজ্য। আমিনুলের সেই মনোভাব প্রতিফলিত হয়েছে কয়েকটি খুদে চিত্রে। যেমন – ‘বৃষ্টির বিষণ্ণতা’, ‘স্খলন’, ‘ঝরে পড়ার অপেক্ষা’, ‘আলোয় অাঁধারে’, ‘ঘৃণা’ প্রভৃতি শিরোনামের চিত্রগুলোয় তারম্নণ্যের বিষণ্ণতা ভর করেছে। প্রযুক্তির এই যুগে তরম্নণদের রাত জেগে ফেসবুকে নানা আপডেট দেখার চিত্র উঠে এসেছে ‘বিভোর’ শিরোনামের  ছবিতে। একটা দ্বন্দ্বের আভাসও মেলে এতে। মুঠোফোন-হাতে রাতজাগা তরম্নণী স্ত্রীর পাশেই বেঘোরে ঘুমুচ্ছেন তার স্বামী। তারম্নণ্যের এরকম আরো নানা ব্যক্তিক ও পারিবারিক সমস্যার খ–খ- চিত্র পেয়ে যাই আমরা আকনের এসব ছবিতে। আকারে ছোট হলেও এসব ছবিতে ইঙ্গিত আছে অনেক বড় কিছুর। আর এখানেই এ-তরম্নণের কাজের সার্থকতা।

ক্রমাগত চর্চা আর অনুশীলনের মধ্য দিয়ে 888sport live chatীর এই নিরীক্ষা কতটুকু সিদ্ধিলাভ করল তার কিছুটা ফল হয়তো পাওয়া যাবে তাঁর এই প্রদর্শনীলব্ধ মতামত ও অভিজ্ঞতা থেকে।