যেতে যেতে কত কিছু

যেতে যেতে কত কিছু যে ফেলে যাই

কলম, চাবি কখনো ওয়ালেট বা মানিব্যাগ

ভুলে যাওয়া কত কিছু যে হাতড়াই

ক্ষয়ে যাওয়া মেমোরিসেলে বিদ্যুচ্চমকের মতো আসে কিংবা যায়

কত যে প্রতীতি ছিল সেইসব প্রতিহত হয়

বানানো ক্লিশে বোধগুলো তীব্রতায় জ্বলে উঠে নিভে যায়

কত যে মূর্ত মুহূর্তে বিমূর্ত হয়ে যায়

পূর্ণতার দিকে যেতে যেতে কত ইচ্ছে অপূর্ণ থেকে যায়!

বিস্ময় বিস্ময় থাকে না। বি888sport sign up bonusর অতল তলে ধুলোবালি হয়।

সরলরৈখিক নয়, বক্ররেখার মতো কি এক নিউরন খেলা করে

যেতে যেতে কত কিছুই যে ফেলে যেতে হয়।