কেটে গেছে অনেকগুলো বছর
পদ্মদিঘির পাড়ে জমে উঠেছে
শ্যামলা রঙের দিনগুলো
নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে হেরে যাচ্ছি সমাজ-বন্ধুর কাছে অযথা
নিজেকে লুকিয়ে রাখার নির্মম বাসনায় পালিয়ে বেড়াই।
গভীর থেকে গভীরতার মধ্যেও তলিয়ে যায়, সে কি আশ্রয় চেয়েছিল
হাতের তালুতে, জানি না তবে সে ফিরেছে নৈর্ব্যক্তিক আঙ্গিকে
ঘন কুয়াশার ভেতরে মিশে যাচ্ছে দুধসাদা জোছনার পথে
ধানরঙা শরীর নিয়ে কোথায় কোন কুয়াশায় মিশে যাচ্ছে, কে জানে?
আসলে 888sport promo code খুব শক্তিশালী রহস্যময়ী।

Leave a Reply
You must be logged in to post a comment.