রুবী রায় 

আপনি আমার গা ঘেঁষে দাঁড়ালে শীত শীত অনুভব করি। আপনার জলপাই রঙের জ্যাকেট, খোলা চুল, চোখে চোখ রেখে দাবি নিয়ে কথা বলা দেখে আমি থতমত খেয়ে যাই। আপনি আমাকে অবাক করেই হাতে ধরিয়ে দেন গরম চায়ের কাপ। তারপর নদী আর 888sport promo codeর সৌন্দর্য নিয়ে আমার ভাবনা জানতে চান। 

আপনি আমার খোঁজ রাখছেন। এ-কথা ভাবলে আমি মোহাচ্ছন্ন হই। আপনার মতো ওভার স্মার্ট মেয়ে আমার 888sport alternative linkে প্রবেশ করবে একদিন। জানি, এই নিয়ে আপনার কোনো মাথাব্যথা নেই। আপনার ব্যস্ততার নাম লাইট, ক্যামেরা, অ্যাকশন …।

আপনি আমার কেউ না। তবু আপনি আমার সব। আপনি আমার রাতজাগা পাখি, নেইল পলিশের ঘ্রাণ, গোপন চিঠির খাম। আপনি আমার আরো কত কী।

ও মডেল কন্যা, ও আমার আদুরে ম্যাডাম, 

আপনি আমাকে ভালোবাসবেন?