শীতনিদ্রা ভঙ্গ হয় প্রার্থিত পুরুষ
অঝোর কান্নায় জাগে মাটির ময়ূর।
শাদা বরফের বাড়ি লীন হয়ে যায়
রোদ্দুর উৎসবে আজ বরফ ঘুমায়।
বরফ কুচির শব্দ নেই যে কোথাও!
শীতার্ত শরীরে সব কুয়াশা পালায় …
শীতার্ত শরীরে সব কুয়াশা পালায়।
সাদা জল ভেসে যায় জন্ম নেয় নদী
জলদ্যুতি পাখি ওড়ে কাল নিরবধি।

Leave a Reply
You must be logged in to post a comment.