(১)

বেদেবউ সাপের শরীর নিয়ে

            গাঁয়ের পথে

উত্থিত যুবকেরা বাঁশঝাড়ে ডাকে

            বল, কত চাও

নগ্ন শিশুটি নৌকায় কাঁদে

            মা, ভাত দাও

(২)

নলখাগড়ার জলে দুটি হাঁস

            আপন মনে ভাসে

দূরে শিকারির বন্দুকের

            শব্দ ভেসে আসে

(৩)

 যৌবনবিদ্ধ যুবকেরা পুঁটিমাছের মতো অস্থির

            নীড়সন্ধানী যুবতী   বিলে বকের মতো

এক পায়ে ধীর

(৪)

ব্যক্তি স্বপ্ন দেখে জাতি জেগে ওঠে

ব্যক্তির পতন হয় জাতি জেগে রয়

(৫)

গোলাপ ফোটে বাজারে ওঠে

            লোকে দরদাম করে

   ঘাসফুল নিভৃতে থাকে

            সূর্য উঠে বলে

            ভালো আছ, মেয়ে