শিরোনামহীন 888sport app download apk

বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একঝাড় কলকাসুন্দা ফুটে থাকুক পথের ধারে, চেয়েছিলাম বুনো ঝোপঝাড়ে কিছু কিছু থাকুক শহুরে জীবনের সাথে – এ সবই এখন আকাশ কুসুম কল্পনা মাত্র। তেমনি প্রেমময় একটি জীবন হবে – এ কথা ভুলতে বসেছি। শুধু মন কষাকষি চলে, প্রেম যেন কাঠফাটা রোদ্দুর। প্রেমিক-প্রেমিকারা সবচেয়ে বেশি প্রেমের অভিনয় করে। প্রেম যেন বাঘের চোখ, দিনকে দিন হয়ে উঠছে দুষ্প্রাপ্য। লবণও সস্তা নয়, জীবন বড্ড বেশি আলুনি। দড়িছেঁড়া গরুর মতো প্রেম গেছে পালিয়ে, মধ্যরাতে কার ভালো লাগে গরু খুঁজতে। প্রেমহীন জীবন নিয়েই নগরবাসী গেল ঘুমাতে।