মুস্তাফা মনোয়ার জলরঙে সিদ্ধহস্ত এক চিত্রকর। জলরঙের সৃষ্টির মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন এদেশের একজন শীর্ষ888sport live chatী। নিসর্গ ও 888sport appsের শ্যামল রূপ তাঁর সৃষ্টিতে মনোগ্রাহী এক অবয়ব নিয়ে প্রতিবিম্বিত হয়। এই চিত্রাবলিতে দেশ আত্মার মর্মবেদনাও কখনো পরিস্ফুট হয়। তিনি তেলরঙের কাজেও পারদর্শী।
পঞ্চাশের দশকের মধ্য পর্যায়ে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন। ১৯৫৯ সালে এই কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং গোল্ড মেডেল পান। কলকাতা আর্ট কলেজে অধ্যয়নকালে তাঁর সৃষ্টি শিক্ষক ও 888sport live chatানুরাগীদের মনোযোগ আকর্ষণ করে। এই চিত্রবিদ্যা চর্চাকালে তাঁর মানসে আন্তর্জাতিকতা বোধ প্রখর হয় এবং সংস্কৃতির বিভিন্ন শাখা সম্পর্কে তিনি আগ্রহী হয়ে ওঠেন।
কলকাতায় শিক্ষা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং 888sport app চারু ও কারুকলা কলেজে কিছুদিন শিক্ষকতা করেন।
পরবর্তীকালে তিনি 888sport apps টেলিভিশনে যোগ দেন এবং অচিরেই শীর্ষপদ অর্জন করেন।
মঞ্চস্থাপত্য ও নাটকের আলোকসম্পাত সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান গভীর। তারই স্বাক্ষর রয়েছে টেলিভিশনে রবীন্দ্রনাথের নাটক রক্তকরবী ও রেসকোর্সের উন্মুক্ত মঞ্চে অভিনীত মুক্তধারা নাটকে। মঞ্চস্থাপত্যে তিনি নতুন মাত্রা যোগ করেছেন নানা ধরনের নিরীক্ষায়।
মুস্তাফা মনোয়ারের জন্ম ১৯৩৫ সালে 888sport appsের ঝিনাইদহে।


Leave a Reply
You must be logged in to post a comment.