শৈল্পিক আত্মপ্রকাশ

জাহিদ মুস্তফা

888sport live chatের সঙ্গে ঘর করছেন চার দশক ধরে। দেশ-বিদেশে আয়োজিত নানা দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন, গ্রম্নপ-শো করেছেন, কিন্তু একক প্রদর্শনী করেননি। এবারই প্রথমবার 888sport appর আলিয়ঁস ফ্রঁসেজে তাঁর একক প্রদর্শনী আয়োজিত হয়। প্রচারবিমুখ এই 888sport live chatী হলেন – সিদ্ধার্থ তালুকদার। তিনি 888sport app বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮৪ সালে চিত্রকলায় স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতায় যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। ১৯৯৯ সালে 888sport live chatের ইতিহাস বিষয়ে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বর্তমানে তিনি এই অংকন ও চিত্রায়ণ, প্রাচ্যকলা এবং ছাপচিত্র বিভাগের একজন অধ্যাপক।

888sport live chatী সিদ্ধার্থ তালুকদারের প্রথম একক প্রদর্শনীর শিরোনাম – ‘আত্মপ্রকাশ’। তিনি এটি উৎসর্গ করেছেন তাঁর সদ্যপ্রয়াত পিতা জামালপুরের প্রগতিশীল রাজনীতিক ক্ষিতিশ তালুকদারের 888sport sign up bonusর উদ্দেশে।

প্রৌঢ় বয়সে এসে 888sport live chatীর প্রথম ‘আত্মপ্রকাশ’ প্রদর্শনী 888sport live chatীমহলে আলোচিত হয়েছে। আমাদের অগ্রজ এই 888sport live chatীকে খুব কাছ থেকে দেখেছি চারুকলায় একাডেমিক কাজে, 888sport live chatের চর্চায় সেই ১৯৭৯ সাল হতে পুরো আশির দশক অবধি, রাজশাহীতে তাঁর শিক্ষকতা করতে যাওয়ার আগ পর্যন্ত। তখন তাঁর একাডেমিক কাজ দেখেছি। বিষয়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সেটিকে যথাসম্ভব ফুটিয়ে তুলতে তিনি সচেষ্ট থাকতেন। ফলে তাঁর তখনকার একাডেমিক আঁকায় একপ্রকার পরিশীলিত সৌন্দর্য আমরা দেখেছি।

একক আত্মপ্রকাশে বিলম্ব ঘটলেও তাঁর সৃজনকর্মের ধারাবাহিকতার সঙ্গে আমাদের পরিচয় অব্যাহত আছে। কারণ দেশে-বিদেশে নানা যূথবদ্ধ প্রদর্শনী আয়োজনে তাঁর অংশগ্রহণ বরাবরই ছিল। নানা মাধ্যমে কাজ করেছেন, তবে তাঁর 888sport live chatভাবনা স্বাচ্ছন্দ্য পায় পেইন্টিংয়ে।

সিদ্ধার্থ তালুকদার মূলত প্রকাশবাদী বিমূর্ত ধারার 888sport live chatী। বিমূর্ত বলতে চেনা মূর্তিময়তাকে অগ্রাহ্য করা। যত বস্ত্তনিরপেক্ষ বিমূর্ত ঘরানার 888sport live chatী আছেন দুনিয়ায়, তাঁরা সবাই সবার থেকে আলাদা – ব্যক্তিজীবনে, চিত্রভাষায়, অভিজ্ঞতায়, 888sport live chatের ইতিহাসপাঠে, রুচিতে, বর্ণপ্রয়োগে, ফর্ম ব্যবহারে। বিমূর্ততায় মুগ্ধ কজন 888sport live chatী নির্মাণ করেছেন এই 888sport live chatের মানদ-। তাঁরা হলেন – কান্দিনিস্কি, জ্যাকসন পোলক ও মার্ক রথকো। তাঁদের দেখানো পথ ধরে আধুনিক এই 888sport live chatরীতি আত্মস্থ করে আমাদের দেশের প্রকৃতি ও রঙের দ্যোতনায় নতুন করে তুলে ধরেছেন এদেশে বিমূর্ত888sport live chatের পথিকৃৎ 888sport live chatী মোহাম্মদ কিবরিয়া। তারপর আরো অনেক 888sport live chatীই বিমূর্তরীতির অনুসারী হয়েছেন। এই রীতির অনুশীলন ও চর্চা নানা প্রজন্মের 888sport live chatীরা চালিয়ে যাচ্ছেন এবং নিজ নিজ সৃজনে মূর্ততার চেনা প্রতিবেশ থেকে চেনা-অচেনা বিমূর্ততার রহস্যময়তায় অবগাহন করেছেন। 888sport live chatী সিদ্ধার্থ তালুকদার অনুরূপ একজন।

888sport live chatীরা বিমূর্ত ছবি আঁকায় আশ্রয় নেন প্রকৃতির। এর রূপ-রং-রস নিয়ে ছবি আঁকতে আঁকতে মনের ভেতরের অনুভূতিকে মেলে ধরেন চিত্রপটের ওপর, তারপর চলে পরিমার্জনা। আমাদের দেশের বিমূর্তরীতির 888sport live chatীরা আঁকেন প্রকৃতিকেন্দ্রিক ভাবনা ও চেতনাকে সঙ্গে করে। 888sport appsের ছয় ঋতুতে প্রকৃতির সদরে-অন্দরে যে পরিবর্তন ঘটে তার সঙ্গে 888sport live chatীমনেও এই পরিবর্তন দৃশ্যমান হয়। এই প্রকৃতির মাঝেই জীবনব্যাপী মানুষের অধিবাস। এখানেই জন্মেছেন সিদ্ধার্থ। এ দেশের প্রকৃতি, জল-হাওয়া, কাদামাটিতে বেড়ে ওঠার অভিজ্ঞতা; এই নিসর্গের রং ও ফর্ম তাঁকে দিয়েছে 888sport live chatের চৈতন্য।

পলিমাটির দেশে জনম, সেখানে শৈশব-কৈশোর কাটানো  তারপর বরেন্দ্রভূমিতে দীর্ঘকাল বসবাস – এ দুই অঞ্চলের সঙ্গেই তাঁর সখ্য। তাঁর ছবির দিকে তাকাই, দেখি পলিমাটির পেলব চেহারা। আবার চৈত্রের নিদাঘে সেই মাটির রুক্ষতা কী রূপ নেয় সেটিও তিনি বিবৃত করেছেন তাঁর আঁকায়। বরেন্দ্র অঞ্চলের ভারিমাটির কাঠিন্যকেও স্থৈর্যের প্রতীক হিসেবে 888sport live chatী তুলে এনেছেন তাঁর চিত্রকর্মে।

আকাশনীল বর্ণযোজনায় চাঁদের আলোয় পরি888sport slot gameের সৌন্দর্যময় অনুভূতি আমরা অবলোকন করি 888sport live chatী সিদ্ধার্থের চিত্রপটে। এ-কাজটির শিরোনাম রেখেছেন – চন্দ্রালোকে নিসর্গ। আকাশে গোলচাঁদ, তার নিচে শস্যক্ষেত্র পেরিয়ে দিগন্তরেখা আর একেবারে নিচে স্ফীত এক নদীবক্ষ। বিমূর্ততার ঘেরাটোপে 888sport live chatী তো নিসর্গচিত্রই এঁকেছেন।

ভূ-দৃশ্য শিরোনামে মিশ্রমাধ্যমে 888sport live chatী রাঢ়বঙ্গের সেচনির্ভর শস্যক্ষেত্র এঁকেছেন। জমিনে নানাবর্ণে নানা রেখার কারিকুরি ও গতায়াত, 888sport live chatী সেই মাটির বৈশিষ্ট্য তার রূপবৈচিত্র্যের সঙ্গে তুলে ধরেছেন। কখনো কাগজে, কখনো ক্যানভাসে হালকা রঙের ওয়াশ দিয়ে জমি তৈরি করে খড়িরঙের প্রলেপ দিয়েছেন, এরপর দিয়েছেন চারকোল রেখার আঁকাবাঁকা টান। কম সময়ে, স্বল্প ফর্ম ও রেখায় ভূমির অবয়ব তুলে ধরেছেন 888sport live chatী এই সিরিজে।

কতক চিত্রের গড়ন গঠন এমন যে, মনে হয় এসব চিত্র যেন জড়জীবনের বিন্যাসে আঁকা। যেমন শিরোনামহীন সিরিজের কাজগুলোর কথাই ধরা যাক, পুরনো স্থাপনা ভেঙে যাওয়ার মতো রূপ তুলে ধরেছেন 888sport live chatী এই চিত্রমালায়। ক্যানভাসে তেলরঙে ভেতরের আঁধার থেকে সামনের ফর্মকে 888sport live chatী তুলে এনেছেন উজ্জ্বল রঙের বাহারি স্ট্রোকে। অ্যাক্রিলিক রঙে আঁকা শিরোনামহীন-৮ শীর্ষক চিত্রটি আলোছায়ার চমৎকারিত্বে, বর্ণবিভায় ভারি মিষ্টি একটি কাজ। ক্যানভাসের কেন্দ্রস্থলে সোনালি আভার এক বর্ণমাস্ত্তলের ওপর বড় গোল চাকতির ফর্ম, সেটির মাঝামাঝি অনুভূমিক আলোর উৎসারণ আর ওপরে ও নিচে নীলাভ বর্ণের অতল গভীরতা।

সমান দুটি ক্যানভাস জোড়া দিয়ে জেনোসাইড শিরোনামে সাদাকালো, লাল-হলুদ আর সবুজের প্রয়োগে ছবি এঁকেছেন, যেটি দর্শক অনুভূতিকে নাড়া দেওয়ার মতো। এটি মনে করায় বাঙালির রক্ত আর ত্যাগের স্বাধীনতা, গণহত্যার একাত্তর। বেশ কতক অবয়বিক ছবিও এঁকেছেন 888sport live chatী। ফলে বৈচিত্র্য এসেছে দেয়ালে। r