তোমার মহল তোমার দিকেই নত- কুর্নিশরত।
তাতেই সে উন্নত? তারই সুখ্যাতি যতো?
পিঁপড়েপ্রতিম যারা,
ক্ষুদে আর ছেঁড়াখোড়া,
তারা ঠিক মাপকাঠি,
প্রবল-বেহুঁশ কল ছেড়ে দিয়ে
বেসিনে ভাসাও অহেতুক শত-শত পিঁপড়েকে
স্নিগ্ধ বিহানবেলা,
তারা ঠিক মাপকাঠি
সভ্যতা কার কতো বর্বরতার রূপ!
তবে, তারও কি মিলবে পার?
হেলাফেলা করে কারও কি মিলেছে ভেলা?

Leave a Reply
You must be logged in to post a comment.