দেশভাগের ঠিক মাস দুয়েক আগে মেয়েটির জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত রাজশাহী শহরে। মেয়েটি যখন পৃথিবীর প্রথম আলো-বাতাসে হাত-পা মেলে, তখন সেখানকার আকাশ-বাতাস, একদিকে যেমন দেশভাগের তীব্র যন্ত্রণার আশংকায় কুঁকড়ে উঠছে, তেমনি আরেকদিকে কৃষক আন্দোলনের এক সর্বোচ্চ পর্যায়কে বুকে ধারণ করে বাংলা ও বাঙালির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
পাবনার ভারেঙ্গা ভেঙে হওয়া নতুন ভারেঙ্গা থেকে রাজশাহী শহরে পাড়ি জমানো ঘটকেরা যেন হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানের সেই চির পরিযায়ী ভাবনার নিগড়ে, ছোট্ট একটি বাসা খোঁজার তাড়নায়, মানুষের ধন, মানের প্রাকৃতিক তৃষ্ণার থেকেও, তীব্র করে তুলছে জীবনের সংকটকে। তেভাগার উত্তাপ তখন গোটা বাংলায়, বিশেষ করে উত্তরবঙ্গে এক জ্বালাময়ী উত্তরণের দিকে গোটা বাঙালি সমাজকে উপনীত করছে।
রাজশাহী বিভাগের নাটোরের নাচোলের কৃষক বিদ্রোহ ঘিরে মানুষের মধ্যে প্রচার ও জনপ্রিয়তার একটা শীর্ষবিন্দু থাকলেও, তেভাগার উত্তাপ গোটা উত্তরবঙ্গ, হ্যাঁ, অবিভক্ত উত্তরবঙ্গ, পূর্বতন সমস্ত কৃষক আন্দোলনের ভিত্তিকে ছাপিয়ে, এক নতুন ইতিহাস তৈরি করছে।
সেই ইতিহাসের মর্মমূল থেকে উঠে আসছে এই চরম সত্য যে, ছেচল্লিশের দাঙ্গা কলকাতা, নোয়াখালী এইসব জায়গাতে ছড়ালেও হিন্দু বা মুসলমান কোনো সম্প্রদায়েরই, সাম্প্রদায়িক শিবির, আপামর বাংলায়, সাম্প্রদায়িকতার বিষ-বিদ্বেষের ভয়াবহ হলাহল সেভাবে ছড়িয়ে দিতে পারছে না। এটা পারছে না, এই তেভাগা আন্দোলনজনিত উত্তাপের দরুন ভেতর থেকে উৎসারিত হয়েছিল আলোর বিচ্ছুরণের ফলেই। হিন্দু-মুসলমানের সম্প্রীতির একটা অন্য ধরনের এই চেতনাতে এটা সম্ভবপর হয়েছিল।
পরবর্তীকালে বিভাগ-উত্তর পূর্ব পাকিস্তানে, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতাবিরোধী মানসিকতার বীজ বপন করা হয়েছিল, এইরকম একটি মাটিতে জন্ম সেলিনা হোসেনের ১৯৪৭ সালের ১৪ই জুন। রাজশাহী, বগুড়ার আবহমান সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের পরিবেশে সেলিনার বেড়ে ওঠা। এই রাঢ়-বিধৌত বাংলার, আপাত লাল গাম্ভীর্য, যেন এক ধরনের প্রেমের মানসিকতা মেয়েটির মনে খুব শৈশবকেই আবৃত করে দিয়েছিল, রেশমি সুতোর আবরণ।
পদ্মার অববাহিকা আর করতোয়া, যমুনার আপামর গাম্ভীর্য, মহাস্থানগড়, নাটোর, মহাস্থানগড়ের সন্ন্যাসী ফকিরের মেলা – এইসব সেলিনার মানসলোকে খুব শৈশবেই ফেলে ছিল এক সুগভীর ছায়া। সেই শান্ত শীতল স্নিগ্ধতাই হয়ে উঠেছে পরবর্তীকালে বাংলা 888sport live footballের কালজয়ী লেখিকা সেলিনা হোসেনের ব্যক্তি, মনন এবং সার্বিক দর্শনে, কৈশোর-যৌবনের উপবন, বার্ধক্যের বারানসি।
সেলিনা হোসেন সেই অববাহিকায় বাঙালিকে শুধু মননশীল চিন্তা-চেতনার জগতেই স্থিত করেননি। একটি সমাজ888sport apkের ধারণার ভেতর দিয়ে, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক, সমস্ত ধরনের পরিপ্রেক্ষিতকে অবলম্বন করে, একটি জাতির মননশীলতার সার্বিক গড়ে ওঠার মেরুদণ্ডজনিত যে-বৈশিষ্ট্য, তাকে একটা শক্ত বুনিয়াদে দাঁড় করানোর ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গিয়েছেন। যাচ্ছেনও। এবং আগামী দিনেও যাবেন।
সেলিনা হোসেন, সব্যসাচী বাঙালি লেখিকা হিসেবে, বাঙালির বা সমগ্র মানবজাতির মননজগতের এমন কোনো বিষয় নেই, যে বিষয়গুলি নিয়ে একটা মরমি চিত্রকলা আঁকেননি। এইসব সত্ত্বেও সেলিনা হোসেনের সামগ্রিক সৃষ্টির মধ্যে আমার মনে হয় সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে দেশভাগজনিত কারণে, ভারতবর্ষ থেকে, একটি বাঙালি পরিবার, যাঁরা জন্মসূত্রে মুসলমান, তাঁদের, তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসার সময়কালকে ঘিরে, রাজনীতির আবর্তে, সামাজিকতার ঘূর্ণাবর্তের ভেতর দিয়ে, সংস্কৃতিক দ্যোতনায়, একটা পরিপূর্ণ সমাজ888sport apkের চিত্র-অংকন, তাঁর গায়ত্রী সন্ধ্যা 888sport alternative linkের ভেতর দিয়ে।
দেশভাগকে ঘিরে, বহু মানুষ, বহু রকম রচনা করেছেন বাংলায়। বহু লেখা আছে বাংলার বাইরে। সাদত হোসেন মান্টোর এই সম্পর্কিত লেখাগুলি গোটা 888sport live football পরিমণ্ডলের এক চিরকালীন সম্পদ। ঋত্বিকের ছবিকে আমরা শুধু ফিল্ম বলব, না এক একটা 888sport app download apk বলব, না এক একটা 888sport alternative link বলব, এই বিতর্ক বোধহয় চিরকালই বাঙালি সমাজের থেকে যাবে, যতদিন বাঙালি টিকে থাকবে, সেই কালক্ষেপ পর্যন্ত।
তবু এই সমস্ত পর্যায়কে ছাপিয়ে সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যার নতুন আঙ্গিক, একটি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে, একটি ছিন্নমূল পরিবারকে উপস্থাপিত করে, তাকে খণ্ডিত ভারতের প্রেক্ষাপটে স্থাপন করে, আমাদের কাছে পরিবেশিত হয়েছে, যেখান থেকে আমরা সমস্ত ধরনের মানবিক বোধ এবং সেই বোধের, যেখানে তাপ আছে, উত্তাপ আছে, সেই তাপ থেকে গরল অনুসৃত হয়, আবার অমৃতের ফল্গুধারাও প্রবাহিত হয়, সেসব আমরা পাই।
হাসান আজিজুল হকের লেখার মধ্যেও দেশভাগজনিত যন্ত্রণা ফুটে উঠেছে। পশ্চিমবঙ্গের রাঢ়বঙ্গে যে-অংশটি পড়ে সেই অংশের মানুষ হাসান আজিজুল হক। তাঁর আগুনপাখি 888sport alternative linkের ভেতরে রাঢ়বঙ্গ থেকে ছিন্নমূল একটি মানুষের যন্ত্রণা ফোটে অত্যন্ত সুচেতনায়। এটা বাঙালি সমাজকে শুধু নয়, সার্বিকভাবে মানবসমাজকে অনুরণিত করে।
আরো বহু মানুষের লেখার মধ্যেই দেশভাগজনিত এই যন্ত্রণাগুলি ফুটে ওঠে। তা সত্ত্বেও বলতে হয়, সেলিনা হোসেন তাঁর গায়ত্রী সন্ধ্যা 888sport alternative linkের ভেতর দিয়ে যেভাবে ভারতের 888sport free betলঘু হয়ে যাওয়া কিছু মানুষ, কিছু পরিবার, 888sport free betগুরু হওয়ার প্রত্যাশায়, না বেঁচে থাকার তাগিদে, না জীবন-জীবিকাকে সুরক্ষিত রাখার প্রয়াসে, 888sport free betগুরুর দেশ বলে, সেই 888sport free betলঘুরা যে-দেশটিকে মনে করেছিল, অর্থাৎ; সেই পাকিস্তানে চলে যাওয়া, তাঁদের ভেতর যে-যন্ত্রণা, তাকে উপস্থাপিত করেছেন তাঁর গায়ত্রী সন্ধ্যার ভেতরে।
হাসান আজিজুল হক রাঢ়বঙ্গের মানুষ। এখান থেকে পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার প্রত্যক্ষ যন্ত্রণার এক ধরনের অংশীদার। তাঁর সেই দেখার চোখটা কিন্তু এখানে উপস্থাপিত। কিংবা অতীন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ। তাঁর পূর্ববঙ্গ থেকে চলে যাওয়ার যন্ত্রণার কথা তাঁর লেখাতে ব্যক্তিগত অনুভূতি হয়েই মিলেমিশে উপস্থাপিত। কিন্তু সেলিনা হোসেন নিজে একজন পূর্ববঙ্গের মানুষ হয়ে, পশ্চিমবঙ্গের একটি ছিন্নমূল পরিবারের যন্ত্রণাকে যেভাবে উপলব্ধি করেন তা এক কথায় অনবদ্য।
ছিন্নমূলের সেই যন্ত্রণাকে আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিতের ওপর প্রতিষ্ঠিত করে, তাকে বিচার-বিশ্লেষণ করেছেন সেলিনা হোসেন একদম নির্মোহ দৃষ্টিভঙ্গিতে। সেখানে মৌলবাদীদের তাণ্ডব যেমন আছে, তেমনি আছে পূর্ব পাকিস্তানের যে সমস্ত পূর্ববঙ্গীয় মুসলমান থেকে গেছেন তাঁদের বাঙাল শভিনিজম বনাম পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল থেকে যাওয়া পরিবারের ঘটি শভিনিজমকে তিনি উপস্থাপিত করেছেন। এটি বাংলা 888sport live footballে এক চিরন্তন সম্পদ হিসেবে পরিগণিত হয়ে থাকবে।
পূর্ব পাকিস্তান থেকে যেসব ছিন্নমূল মানুষ পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের যে সংঘাত, সেই সংঘাতকে ঘিরে 888sport live footballগত উপাদান প্রায় নেই বললে চলে। এ প্রসঙ্গে অত্যন্ত 888sport apk download apk latest versionর সঙ্গে উল্লেখ করতে হয় প্রতিভা বসুর ‘দুকূলহারা’ নামক একটি ছোটগল্পের। এই ধরনের দু-একটি ছোটখাটো 888sport live footballগত উপাদান ছাড়া, পশ্চিমবঙ্গে আসা, পূর্ববঙ্গের হিন্দুদের ওপর, পশ্চিমবঙ্গের হিন্দুদের সামাজিক নির্যাতনকে কেন্দ্র করে কিন্তু 888sport live footballগত উপাদান আমরা পাই না।
এই দিক থেকে সেলিনা হোসেন তাঁর গায়ত্রী সন্ধ্যা 888sport alternative linkে যে-ধরনের নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়ে, পশ্চিমবঙ্গ থেকে যাওয়া একটি ঘটি, অথচ মুসলমান পরিবার, যাঁরা ধর্মপরিচয়ে মুসলমান কিন্তু ভাষা পরিচয়ে বাঙালি – এমন একটি কান্নাহাসির-দোল-দোলানো, পৌষ-ফাগুনের পালার ভেতর দিয়ে, কেবল তদানীন্তন পূর্ব পাকিস্তানের সংকটই নয়, বা পরবর্তীকালে, স্বাধীন-সার্বভৌম 888sport appsের উৎপত্তিগত যে-ধরনের লড়াই, তার প্রতি কাকুতিই কেবলমাত্র নয়, সামগ্রিকভাবে গোটা মানবসমাজের সংকটকে তুলে ধরেছেন, তা অনবদ্য।
যে মানব সমাজ, দেশ-কাল-সময়- জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-ভাষা, নির্বিশেষে, একটা সার্বিক পরিচয়ে মানুষ বলে আমাদের সামনে উপস্থাপিত হয়। যুগের সামনে উপস্থাপিত হয়। কালের সামনে নিজেদের মেলে ধরে। সেই মানুষকে চেনার, জানার, একধরনের আখ্যান সেলিনা হোসেন-কৃত, তা শুধু বাংলা 888sport live footballে কেন, বিশ্ব888sport live footballের ক্ষেত্রেই একটা অভিনব ধারা, অভিনব চিন্তা এবং সর্বোপরি একটি দার্শনিক মূল্যবোধ স্থাপন করেছে।
দেশভাগকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি; সম্প্রীতি বোঝাতে গিয়ে কিছু কিছু 888sport live footballিক একধরনের মোটা দাগের আখ্যান উপস্থাপিত করেন। তাঁদের উদ্দেশ্য যে অসৎ এ-কথা বলা না গেলেও এটা বলতেই হয় যে, সেই সমস্ত মোটাদাগের আখ্যানের ভেতরে সামাজিক ইতিহাসের উপাদান খানিকটা বিকৃতভাবে থাকে।
উদাহরণ হিসেবে উল্লেখ করতে হয় প্রফুল্ল রায়ের লেখা কেয়াপাতার নৌকা 888sport alternative linkটির কথা। এই 888sport alternative linkটির পটভূমিকা সুনামগঞ্জ এলাকা। এই এলাকার বর্ধিষ্ণু হিন্দু অভিজাত পরিবারকে কেন্দ্র করে সেখানে বিষয়বস্তু আবর্তিত হলেও সেখানে দেখা যাচ্ছে, এই বর্ধিষ্ণু অভিজাত হিন্দু পরিবার তাদের বাড়ির নিম্নবর্গীয় কামলা কিষানের আত্মীয়ের সঙ্গে এক পঙক্তিতে বসে বাড়িতে মধ্যাহ্নভোজ, নৈশভোজ সারছেন।
এটি কিন্তু বিভাগপূর্ব বাংলার বিকৃত চিত্র। অভিজাত ও হিন্দুরা যতই পরমতসহিষ্ণু হিসেবে নিজেদের দেখাতে চেষ্টা করুন না কেন, মুসলমানদের প্রতি বা নিম্নবর্গীয়দের প্রতি তাঁদের স্নেহ-ভালোবাসা ইত্যাদি দেখানোর চেষ্টা করুন না কেন, নিজের বাড়ির মধ্যাহ্নভোজ বা নৈশভোজ, তারা তাদের কোনো নিম্নবর্গীয় কামলা কিষানের পরিবারের আত্মীয়-পরিজনের সঙ্গে এক পঙক্তিতে বসে সারছেন – এটা সম্পূর্ণ অবাস্তব চিত্র।
এই ধরনের বিষয় সমাজ888sport apkে একটা আরোপিত সোনালি দিন হিসেবে দেখানোর চেষ্টা করলেও বাস্তব কিন্তু তা ছিল না কোনো অবস্থাতেই। এই ধরনের 888sport alternative link পড়তে ভালো লাগলেও এই ধরনের 888sport alternative linkের ভেতর থেকে আমরা কোনো সামাজিক ইতিহাসের উপাদান কখনো খুঁজে পাই না। বরং উচ্চবর্ণ অভিজাত ও হিন্দু সম্প্রদায়ের লোকের শ্রেণিস্বার্থকে সুরক্ষিত রাখার তাগিদ, তাদের প্রতি একটা আনুগত্য এবং তাদের ‘ভালো’ হিসেবে দেখিয়ে নিম্নবর্গীয়দের দিকে বা মুসলমান সম্প্রদায়ের মানুষদের দিকেই একধরনের নেতিবাচক মানসিকতা এই ধরনের দৃষ্টিভঙ্গির ভেতর দিয়ে ফুটিয়ে তোলা হয়।
সেলিনা হোসেন কিন্তু একটিবারের জন্য এই ধরনের বিকৃত, অর্ধসত্য, সামাজিক আখ্যানকে তাঁর একটি লেখার মধ্যেও নিয়ে আসেননি। গায়ত্রী সন্ধ্যাতে তো আনেনই নি। এমনকি হিন্দু-মুসলমানের সম্প্রীতি বোঝাতে গিয়ে কিছু আরোপিত বিষয়বস্তুর সাহায্য গ্রহণ সিরিয়াস 888sport live footballিকদের ভেতরে দেখা যায় না। এটা চতুর 888sport live footballের উদাহরণ হতে পারে। অতীন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ বা হাসান আজিজুল হক কিংবা সেলিনা হোসেন কিংবা আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী – এঁদের ভেতরে এমন প্রবণতা নেই।
এঁরা কোনো চটুল, বাজারচলতি বিষয়বস্তুকে ঘিরে খুব একটা তাঁদের সৃষ্টিকে পরিচালিত করেননি। এঁদের ভেতরে অনুরণিত হয়নি চটুল হয়ে জনপ্রিয় হওয়ার তাগিদ। এই প্রবণতাটা, পরবর্তীকালে যাঁরা আরোপিত একধরনের সত্যকে বিশ্বাস করে, একধরনের আত্মশ্লাঘা অনুভব করতে চান, তাঁদের 888sport live footballে খুব বেশিভাবে ফুটে ওঠে। সেলিনা হোসেন বা তাঁর সমসাময়িক সৃষ্টিশীল মানুষদের মধ্যে কখনো এই ধরনের বিকৃত কোনো দৃষ্টিভঙ্গি দেখা যায় না।
নিজের সমাজ বা নিজের পরিপ্রেক্ষিতকে অহেতুক আলোকিত করার একটা প্রবণতা, যে প্রবণতার মধ্য দিয়ে আত্মতৃপ্তি অনুভব করতে পারা যায়, কিন্তু তার ভেতরে কোনো অবস্থাতেই ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থাকে না। দেশকালের প্রতি তো নয়ই।
সমাজ-সংস্কৃতি, সামাজিক পরিপ্রেক্ষিতের কোনো অংশের প্রতি কোনোরকম দায়বদ্ধতার পরিচয় ফুটে ওঠে না। তেমনটা কিন্তু দেখতে পাওয়া যায় না সেলিনা হোসেন বা ইমদাদুল হক মিলনদের ভেতরে।
এই দিক থেকে বিচার করে বলতে হয়, গায়ত্রী সন্ধ্যার সামগ্রিক পটভূমিতে সেলিনা হোসেন যেভাবে বিভাগ-উত্তর দুই বঙ্গের আর্থ-সামাজিক অবস্থার একেবারে চুলচেরা বিশ্লেষণ করেছেন, 888sport live footballের সুষমাকে এতটুকু বিনষ্ট না করে, তা এককথায় অনন্যতার দাবি রাখে।
সেলিনা হোসেন প্রত্যক্ষভাবে দেশভাগের দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো পরিবারের সন্তান নন। কিন্তু দেশভাগ যে সার্বিকভাবে কেবল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার মতো বিষয় নয়, দেশভাগ যে একটা সভ্যতাকে, একটা সংস্কৃতিকে, গোটা সামাজিক পরিমণ্ডলকে তার শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া, এটা শৈশব-কৈশোরের পটভূমিকায় সেলিনা হোসেন যেভাবে উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধি উপস্থাপিত করেছেন এই 888sport alternative linkের প্রতিটি চরিত্রে, প্রতিটি পরিপ্রেক্ষিতে, প্রতিটি ঘনঘটায়, প্রবহমান দৃশ্যাবলিতে তা অভিনবত্বের দাবি রাখে।
এই দৃশ্যগুলি কখনো আমাদের কোনো চরিত্রের প্রতি একটু পক্ষপাতী করে তোলে। কখনোবা করে তোলে বিরক্ত। কখনোবা করে তোলে প্রেমে আপ্লুত। কিন্তু সেই প্রেম, বহু বাজারচলতি লেখকের মতো নিছক দেহজ প্রেম নয়। কারণ সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর পূর্ব-পশ্চিম বা প্রথম আলোর মতো 888sport alternative linkে ঐতিহাসিক ভূমিকাকে মুখ্য বিষয় হিসেবে রাখা আখ্যানেও প্রেমকে গুরুত্ব দিতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেহজ উপাদানকে 888sport live footballের উপাদানকে ছাপিয়ে বড় করে ফেলেছেন।
এটা মনে হয় তিনি পাঠকদের একটা অংশকে মনে রেখে করেছেন। বিশেষ করে সেই পাঠকের কথা মনে রেখে, যাঁরা বাজারচলতি কিছু উপাদানকে প্রধান বিনোদন বলে মনে করেন। এভাবেই সুনীলেরা কিছু উপাদান সেখানে দেওয়ার একটা জোরদার তাগিদ দেখিয়েছেন। এভাবেই একধরনের যৌনতাকে, বিশেষ করে অবৈধ যৌনতাকে, সেখানে বেশি মাত্রায় গুরুত্ব দিয়েছেন সুনীল।
সেলিনা হোসেন কিন্তু গায়ত্রী সন্ধ্যা থেকে শুরু করে, তাঁর কোনো 888sport live footballেই, কোনো অবস্থাতেই অনাবশ্যক যৌনতাকে এনে তাঁর 888sport live footballকে তাঁর সৃষ্টিকে বাজারচলতি করতে চাননি। এটিও কিন্তু সেলিনা হোসেনের একটি অত্যন্ত বড় বৈশিষ্ট্য। সেলিনা হোসেন কিন্তু অত্যন্ত গভীর মমতায় উপলব্ধি করেছেন, ছিন্নমূল মানুষ যখন নতুন মাটিতে আবার চেষ্টা করে শেকড় বিস্তারের, সেই মাটির উপাদানজনিত নানা ধরনের পরিপ্রেক্ষিত থেকে শেষে গ্রহণ করার ক্ষেত্রে কতখানি সুবিচার পায় – এই প্রেক্ষাপট সেলিনার গায়ত্রী সন্ধ্যার অন্যতম প্রধান উপজীব্য।
এইরকম প্রেক্ষাপট কিন্তু বাংলা 888sport live footballে সেভাবে আগে আসেনি। বাংলা 888sport live footballে সেভাবে এই ধরনের প্রেক্ষাপটকে ঘিরে আলাপ-আলোচনাও হয়নি। সেলিনা হোসেন কিন্তু একটিবারের জন্য তাঁর সমস্ত ইতিহাসনির্ভর 888sport alternative link যেমন ধরা যাক হাঙর নদী গ্রেনেড থেকে শুরু করে যাপিত জীবন বা পোকামাকড়ের ঘরবসতি কিংবা কাঁটাতারে প্রজাপতি, ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে লেখা এই সমস্ত 888sport alternative linkের ভেতরে, কখনো কখনো পরিপ্রেক্ষিত, কখনো অর্থনীতি, সমাজনীতি, ধর্ম বা সাংস্কৃতিক পরিমণ্ডলকে এমনভাবে উপস্থাপিত করেছেন, যা অচিরেই হয়ে উঠেছে কালোত্তীর্ণ ইতিহাসনির্ভর, ইতিহাস-আশ্রিত, ইতিহাসকে বুকের গহিনে যাপন করা একটি কথা888sport live football। কিন্তু সেইসব ইতিহাস বর্ণনার ক্ষেত্রে, সমাজ888sport apkকে ইতিহাসের গহিনে উপস্থাপিত করার ক্ষেত্রে, সেলিনা হোসেন যেভাবে ক্ষেত্রসমীক্ষাকে একটা বিশেষ মর্যাদায় উপনীত করেছেন, সেই পরিপ্রেক্ষিতে, তাঁর এই ধরনের 888sport alternative link এবং 888sport alternative linkের ক্ষেত্র নির্মাণজনিত পরিশ্রমের সঙ্গে তুলনা করা যেতে পারে একমাত্র আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে।
তাঁর সমসাময়িককালে এইরকম পরিশ্রমসাধ্য 888sport alternative link লেখার ভাবনাচিন্তা একমাত্র ইলিয়াস করেছিলেন। সেই ক্ষেত্রসমীক্ষার অনবদ্য ফসল আমরা দেখতে পাই ইলিয়াসের খোয়াবনামার ভেতরে। সেখানে নিজের বোধজনিত সমস্ত ধরনের পরিপ্রেক্ষিতের সঙ্গে সময়-পটভূমিকা- রাজনীতি এবং নানা ধরনের কল্পকাহিনি, সেই কল্পকাহিনির ভেতর থেকে উঠে আসা ইতিহাস, এগুলিকে ইলিয়াস যেভাবে উপস্থাপিত করেছিলেন তাঁর খোয়াবনামা 888sport alternative linkে তেমনটাই যেন আমরা সেলিনা হোসেনের মধ্যেও লক্ষ করি।
একই ধরনের একটা সাযুজ্য, যে- সাযুজ্য কিন্তু বাংলা 888sport live footballের ইতিহাসের সাম্প্রতিককালের পরিপ্রেক্ষিতে অত্যন্ত অভিনব, সেটা দেখতে পাই এই দুজনের ভেতরে। 888sport appsের প্রত্যন্ত অঞ্চলের হাটগুলিতে একটা সময়ে নানা ধরনের চটি পুস্তিকা বিক্রি হতো। আমাদের এপার বাংলার পরিপ্রেক্ষিতে যেগুলিকে ‘বটতলার বই’ বলা হয়, সে-ধরনের বই বিক্রি হতো। সেই ধরনের হাজারো পুস্তিকার ভেতরে একটি ছিল স্বপ্ন বৃত্তান্তের নানা ব্যাখ্যা। এই ধরনের খাবনামা বা খোয়াবনামা থেকে কিন্তু ইলিয়াসের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু করে পোড়াদহ মেলা, সমাজ-সংস্কৃতি এবং সেই সমাজ-সংস্কৃতির ভেতরে লুকিয়ে থাকা হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের, বিশেষ করে আর্থিকভাবে নিম্নবর্গীয় অংশের যে-ধরনের একটা সাধারণ সমস্যা, তার প্রতি দৃষ্টিপাত। তার পরিপ্রেক্ষিতের সঙ্গে সঙ্গে সমসাময়িক দেশভাগজনিত নানা ধরনের ঘটনা। মুসলিম লীগ রাজনীতির নানা ধরনের ওঠাপড়া। হিন্দু সাম্প্রদায়িক শক্তির নানা ধরনের কালবিলম্ব – এই সমস্ত খোয়াবনামা 888sport alternative linkের পরিপ্রেক্ষিত রচনার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। ব্যক্তিগত অধ্যয়নের সঙ্গে সঙ্গে ইলিয়াসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ক্ষেত্রসমীক্ষা। যে-কারণে এই 888sport alternative linkটি রচনা করতে চিলেকোঠার সেপাইয়ের পর ইলিয়াসের প্রায় এক দশক সময় লেগেছিল। এই এক দশক সময়কাল ধরে বলা যেতে পারে ইলিয়াস ক্ষেত্রসমীক্ষা এবং ব্যক্তিগত অধ্যয়নে নিবদ্ধ থেকেছেন।
খোয়াবনামা রচনার পরিপ্রেক্ষিতে এমনটাই কিন্তু আমরা সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যাজনিত গবেষণা এবং সেই সময়কালকে ঘিরে তাঁর ব্যক্তিগত ক্ষেত্রসমীক্ষার পরিপ্রেক্ষিতকে খুব সহজেই উপস্থাপিত করতে পারি। কারণ সেলিনা হোসেন কিন্তু ক্ষেত্রসমীক্ষা ছাড়া কোনো ইতিহাসনির্ভর ব্যক্তি চরিত্র, সময়, সমাজকে কখনো উপস্থাপিত করেন না। সেই কারণেই সেলিনা হোসেনের প্রতিটি চরিত্রের মধ্যে একটা নির্ভরতা কাজ করে। নিষ্ঠুর বাস্তবতাও কাজ করে। যে-বাস্তবতার পরতে পরতে, সময়ের বিবর্তনকালের বিবর্তন, অর্থনীতি-রাজনীতি, সমস্ত কিছু টানাপড়েনের একধরনের বিনি সুতোয় গাঁথা মালা আমরা দেখতে পাই।
এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে নয়ের দশকের শেষদিকে, কোনো একটি সময় 888sport app শহরে বসে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আড্ডার একটি পরিপ্রেক্ষিত। ঘটনাটি এমনই, যেদিনের আড্ডার কথা বলা হচ্ছে, সেদিন সকালবেলায়, বর্তমান নিবন্ধকার, 888sport app শহরের মগবাজারের এলিফ্যান্ট রোডে, শহিদ জননী জাহানারা ইমামের শূন্য কাকলি ঘুরে এসেছেন। বিকেলবেলা একটি আড্ডায় সুনীলের সঙ্গে সেই বিষয়ে কথোপকথনের সময় সুনীল বললেন : হ্যাঁ, আমি একবার গিয়েছিলাম বটে ওঁর বাড়িতে, তিনি মারা যাওয়ার অনেককাল পরে।
সেই সুনীলই কিন্তু জাহানারা ইমামকে, তাঁর একাত্তরের লড়াইকে, এপারের বাজারচলতি পাঠকদের কাছে জনপ্রিয় করেছেন নিজের পূর্ব পশ্চিম 888sport alternative linkে। এই সুনীল কিন্তু এ-বাড়ি ও-বাড়ি যাওয়ার মতো 888sport appsে যেতেন। 888sport appsের ঘূর্ণায়মান রাজনৈতিক নানা পরিপ্রেক্ষিত কিন্তু সুনীলকে কখনো 888sport apps যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে ফেলেনি।
সেই সুনীল কিন্তু জাহানারা ইমামকে ঘিরে তাঁর 888sport alternative linkের প্রেক্ষাপট রচনার সময় একটি বারের জন্য জাহানারা ইমামের বাসস্থান কাকলি, যেখান থেকেই জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নামক মুক্তিযুদ্ধের টেস্টামেন্টের যাবতীয় পরিপ্রেক্ষিত, সামাজিক অবস্থান, অর্থনৈতিক পটভূমিকা, হানাদার পাক বাহিনীর বীভৎসতা – এই সমস্ত হয়েছে, সেটা দেখার কখনো আগ্রহ অনুভব করেননি। সুনীল নিজের অনুকরণীয় লেখনীর মাধ্যমে জাহানারা ইমামের চরিত্রটিকে বাজারচলতি পাঠকের কাছে জনপ্রিয় করে তুলেছেন ঠিকই, কিন্তু সেই কাকলি বাড়ির পরতে পরতে জাহানারা ইমামের 888sport sign up bonus, জাহানারা ইমামের প্রতিদিনের সংগ্রাম এবং ব্যক্তি জাহানারা ইমাম জীবিত থাকাকালে তাঁর ভেতরে যে-উত্তাপ, সেই উত্তাপ গ্রহণ করার প্রয়োজনীয়তা কখনো অনুভব করেননি। তাই জাহানারা ইমামের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বকে যাঁরা খুব কাছ থেকে দেখার, চেনার, বোঝার সুযোগ পেয়েছিলেন, তাঁদের কাছে কিন্তু সুনীলের পূর্ব পশ্চিম 888sport alternative linkে জাহানারা ইমামকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, মাঝে মাঝে সেই উপস্থাপনার মধ্যে একটা আরোপিত, মেকি কর্মকাণ্ডের আভাস ফুটে ওঠে।
এমনটা কিন্তু সেলিনা হোসেনের একটি চরিত্রের মধ্যে কখনো দেখতে পাওয়া যায়নি। গায়ত্রী সন্ধ্যার পরিপ্রেক্ষিতে সেলিনা হোসেনের মননের পটভূমি কিন্তু আলগা নয়। সেই সেলিনা হোসেনই যখন কাঁটাতারে প্রজাপতি লিখছেন, যেখানে ইলা মিত্রের নাচোলকে ঘিরে সমস্ত কর্মকাণ্ড বর্ণিত হচ্ছে, সেখানে একটিবারের জন্য আমাদের ইলা মিত্রকে অনুপস্থিত বলে মনে হয়নি। একটিবারের জন্য সেই 888sport alternative linkের চরিত্রগুলির ভেতর দিয়ে আমরা, সেই চরিত্রগুলির রক্তমাংসের শরীরটাকে স্পর্শ করতে পারছি না, এমনটা কিন্তু মনে হয়নি। যেটা কিন্তু সুনীল, শীর্ষেন্দু, সমরেশ মজুমদারদের অনেক সৃষ্টি এবং সৃষ্ট চরিত্রগুলির মধ্যে আমরা খুব বেশিভাবে দেখতে পাই।
একধরনের আরোপিত বিষয়বস্তুর কথা এখানে প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকাকে ঘিরে উল্লেখ করা হয়েছে। হেম কর্তা নামক চরিত্রটির ভেতর দিয়ে যে আরোপিত, ভালো মানুষের পটভূমিকা, প্রফুল্ল রায় উপস্থাপিত করেছেন সেই উপস্থাপনার ভেতরে কিন্তু ইতিহাসের উপাদান প্রায় নেই বললেই চলে। কারণ জাতপাতের আঘাতে বিদীর্ণ পূর্ববঙ্গের, অভিজাত হিন্দুসমাজ কোনো বীভৎস জায়গায় নিজেদের উপস্থাপিত করেছিল, কী ভয়ংকর অত্যাচার তারা মুসলমান এবং নিম্নবর্গীয় হিন্দুদের ওপরে একই সঙ্গে, ধারাবাহিকভাবে, যুগের পর যুগ ধরে চালিয়ে এসেছিল, তার ইতিহাস আমাদের কারো অজানা নয়।
সেই জায়গা থেকে কিন্তু সেলিনা হোসেনের চরিত্রগুলিকে একটু গভীরভাবে যদি পাঠক অনুধাবন করেন, তাহলেই বুঝতে পারবেন আরোপিত চরিত্রের অবাস্তব স্বপ্ন সেলিনা দেখাননি কখনো। সেলিনা হোসেনের লেখার ভেতর দিয়ে যেমন আমরা ইলা মিত্রকে ছুঁতে পারি, তেমনি তাঁর কিন্তুপোকামাকড়ের ঘরবসতিতে সেই প্রান্তিক, মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার – এই অঞ্চলের আর্থ-সামাজিক বৈশিষ্ট্যগুলিকে আমরা খুব বিশেষভাবে ছুঁতে পারি।
এই প্রসঙ্গে সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি 888sport alternative linkের সঙ্গে তুলনা করা যেতে পারে সাম্প্রতিককালের 888sport appsের অনবদ্য কথা888sport live footballিক হরিশংকর জলদাসের জলপুত্র নামক 888sport alternative linkটির। নদী ও নদীকে কেন্দ্র করে জীবন-জীবিকা সম্পাদন করা মানুষ, মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের যে-অংশটি, তাদের যে আর্থ-সামাজিক-সাংস্কৃতিক যন্ত্রণা এবং বৈশিষ্ট্যগুলিকে অদ্বৈত মল্লবর্মণ যেভাবে ধরেছিলেন তিতাস একটি নদীর নামে, যেভাবে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদীর মাঝিতে ধরেছেন, একদম এপার বাংলার পটভূমিকায় সমরেশ বসু ধরেছিলেন তাঁর গল্প-888sport alternative linkের ভেতর দিয়ে, সেই রকমই একটি আঙ্গিক, সেই রকমই একটি পর্যায়ক্রম কিন্তু সেলিনা হোসেন রচনা করেছেন তাঁর পোকামাকড়ের ঘরবসতি 888sport alternative linkের ভেতর দিয়ে।
সেলিনা হোসেনের উপলব্ধির মতোই একধরনের অনুরণন আমরা পাই হরিশংকরের সৃষ্টির ভেতরেও। এইভাবে বাংলা 888sport live footballের আধুনিক পটভূমিকাকে যে-ধরনের সাবালকত্বের মধ্যে সেলিনা হোসেন উপস্থাপিত করেছেন, যে-সাবালকত্ব কখনো আরোপিত নয়, যে-সাবালকত্বের ভেতরে ইতিহাস-সমাজতত্ত্ব-অর্থনীতি এবং রাজনীতির একটা নির্মোহ দৃষ্টি আছে। যেখানে নেই কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনের এতটুকু ইন্ধন। উস্কানি। নেই কোনোরকম বিশেষ সম্প্রদায়ের মানুষ হিসেবে সেই সম্প্রদায়ের প্রতি অত্যধিক পক্ষপাতিত্ব দেখিয়ে সেই সম্প্রদায়কে একধরনের নায়ক বা দেবত্বে উন্নীত করার কৌশল। এই বৈশিষ্ট্যগুলির জন্যই কাজী আবদুল ওদুদের নদী বক্ষে থেকে শুরু করে শহীদুল্লা কায়সারের সারেং বউ কিংবা সৈয়দ ওয়ালীউল্লাহ্র 888sport alternative linkগুলির ভেতর দিয়ে আমাদের চেতনা জীবন্ত হয়ে আছে। সেভাবেই সবসময় আমাদের প্রতিটি বাস্তবতার ভিত্তিতে, সময়কে বিচার করার পরিপ্রেক্ষিতে, সেলিনা হোসেনের সৃষ্টি যেন এক অত্যন্ত নির্ভুল দাঁড়িপাল্লা।


Leave a Reply
You must be logged in to post a comment.