জিতু মণ্ডল আমার বাবার দাদা
বাবা জানতেন না ঠিক কোন জায়গায় তার
দাদার কবর
মনিরউদ্দিন মুন্সী আমার দাদা
আমিও জানি না, ঠিক কোথায় দাদার কবর!
আমার নাতি-নাতনিও একসময় জানবে না
ঠিক কোথায় আমার কবর
ওগো অকথ্য সম্পদ
তোমার সাথে এই সম্পর্ক কতদিনের?
কাঁহাতক যায়?
তোমাকে ধ্যানজ্ঞান করে কী লাভ হলো আজ
যদি খুইয়েছি তোমার জন্য চরিত্র ভীষণ!
মনিরউদ্দিন মুন্সী, মানে আমার দাদা
যদি কোনোদিন এসে বলেন, আমার সম্পদ
আমায় ফিরিয়ে দে
ভেঙে ফেল আমার জমিতে গড়া অট্টালিকা তোর
আমি কি দাদাকে ফিরে পেয়ে আনন্দে নাচবো?

Leave a Reply
You must be logged in to post a comment.