বৃষ্টির মাতলামি
প্রকাশনী : ভাষাচিত্র
সাকিরা পারভীন
জন্ম ২৪ জানুয়ারি ১৯৭৮
888sport app download apk শাখায় বৃষ্টির মাতলামি গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd, ২০১৪’ অর্জন করেছেন তরুণ কবি সাকিরা পারভীন। বৃষ্টির মাতলামি সাকিরার অন্তরঙ্গ জীবনের নিপুণ 888sport live chatভাষ্য। জীবনের নানামাত্রিক সংকট ও সংঘর্ষ, স্বপ্নভঙ্গ আর রিক্ত আশা, বেদনা আর বিষন্নতার স্নিগ্ধ নিনাদ বৃষ্টির মাতলামি। সাকিরার 888sport app download apkয় থাকে অন্তরমথিত এক বেদনার সুর, থাকে মর্মকোষ থেকে উঠে আসা ভালো লাগা আর ভালোবাসার কিছু সোনালি-রুপোলি যন্ত্রণাকথা। টানা গদ্যে কি ছন্দোময় পঙ্ক্তিতে নিজের কথা বুনতে সমান স্বচ্ছন্দ সাকিরা। যন্ত্রণা-বেদনা আর শূন্যতাকে কীভাবে 888sport live chat করে তুলতে হয়, তার প্রাথমিক প্রতিশ্রুতিতে উজ্জ্বল বৃষ্টির মাতলামি। আমরা আশা করব, ভবিষ্যতে এই প্রতিশ্রুতি পূর্ণতা পাবে সাকিরার সৃষ্টিতে।
888sport app download apk শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd, ২০১৪’ লাভ করায় কবি সাকিরা পারভীনকে কালি ও কলমের পক্ষ থেকে অবারিত শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন।


Leave a Reply
You must be logged in to post a comment.