সাক্ষাৎকারে কবি আল মাহমুদের 888sport live footballচিন্তা

বাংলা 888sport live footballের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। একাধারে 888sport app download apk, গল্প, 888sport alternative link, ছড়া, 888sport live প্রভৃতির মাধ্যমে তিনি আধুনিক বাংলা 888sport live footballকে করেছেন সমৃদ্ধ। এছাড়া বিভিন্ন

পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে অনেক সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। সাক্ষাৎকারগুলিতে নানাবিধ বিষয়ের সঙ্গে 888sport live football নিয়ে তিনি তাঁর চিন্তা-ভাবনার কথা বলেছেন। সেসবের একটি সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরা হলো।

সাধারণ্যে এমন একটি ধারণা প্রচলিত আছে যে, আধুনিক 888sport app download apk দুর্বোধ্য। আপনি এ-ধারণাকে কীভাবে খণ্ডন করবেন – এমন একটি প্রশ্নে 888sport live football পত্রিকা কবির জন্য দেওয়া এক সাক্ষাৎকারে (মে ১৯৮৬) আল মাহমুদ বলেন, ‘একজন পাঠক হিসেবে আমার কাছে আধুনিক 888sport app download apk দুর্বোধ্য নয়। একেবারেই বুঝতে পারি না – এমন রচনার 888sport free bet খুবই কম। প্রচলিত আঙ্গিক ও উপমা ইত্যাদি পরিত্যক্ত হলেই এক ধরনের অসহিষ্ণু পাঠক আছেন যারা 888sport app download apk দুর্বোধ্য বলে পরিহাস করতে চান। সুযোগ পেলেই তারা সমকালীন কবিদের বিদ্রƒপ করেন এবং আবেগভরে রবীন্দ্রনাথ আবৃত্তি করতে থাকেন। আধুনিক কবি ও দৈনন্দিন 888sport live chatচেতনা এদের মুখাপেক্ষী নয়। যে জাতি নগর গড়ে তোলে এবং এর গঠনশৈলী সম্বন্ধে সচেতন, যারা চিত্রকলা ও সংগীতের স্বাদ গ্রহণে পরাক্সমুখ নয়, যারা অ্যাবসার্ড নাটকের জন্য লাইনে দাঁড়িয়ে টিকেট কাটে, টেলিভিশনে ‘ডাইনেস্টি’ কিংবা ‘ডালাস’ দেখে উল্লসিত হয়, বর্ণবাদবিরোধী কবি বেঞ্জামিন মলয়েসেকে ফাঁসির দণ্ড দিলে যে জাতি আতঙ্কগ্রস্ত হয়, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতি তৃতীয় বিশ্বের জাতিসমূহের মধ্যে সবচেয়ে সতর্ক তারা কেন আধুনিক 888sport app download apkকে দুর্বোধ্য বলবে তা আমার জানা নেই।’

প্রশ্ন করা হয় ‘ছন্দ’ বিষয়ে। প্রচলিত ‘পয়ার’ বা ‘অক্ষরবৃত্ত’ নয় – আমাদের প্রাণছন্দকে খুঁজতে হবে 888sport appsেরই লোকছন্দে – এ-ব্যাপারে তাঁর অভিমত জানতে চাওয়া হলে তিনি উল্লেখ করেন, ‘আমার ধারণা শুধু ছন্দগত আঙ্গিক পরিবর্তনে 888sport app download apkকে প্রচলিত চক্ষুগ্রাহ্য ধরন-ধারণ থেকে অন্যদিকে মোড় ফেরানো যায় না। প্রচলিত পয়ার বা অক্ষরবৃত্ত আমারও আর ভালো লাগে না। এর হাত থেকে মুক্তি দরকার। তবে এই মুক্তি গদ্যছন্দে প্রতিষ্ঠা করা যাবে বলে আমার মনে হয় না। লোকছন্দও একটু দীর্ঘ লয়যুক্ত। মনে হবে যেন জোর করে প্রান্ত মিলে পৌঁছা গেল। লোকছন্দের বাঁধুনিতে দার্ঢ্য আনা সম্ভব হলে তা অবশ্যই বাংলা 888sport app download apkর প্রাণছন্দ হয়ে উঠতে পারে। বিষয়টা ভেবে দেখতে হবে। তবে আমি মনে করি, সমকালীন 888sport app download apkর প্রচলিত বাঁধুনি থেকে বেরিয়ে পড়তে চাইলে বিষয় চিন্তার সামগ্রিক ধারণাটিই পাল্টে ফেলতে হবে। মানবজাতির প্রগতিশীলতার প্রচলিত ধ্যান-ধারণা সম্বন্ধে প্রশ্ন তুলতে হবে। … 888sport promo codeকে জবরদখলেও যে প্রেমের পরিচয়  – ওইসব রক্তারক্তি ও হিংসাবৃত্তিকেও প্রেমের 888sport app download apk অভিধায় চিহ্নিত করার সাহস কবিকে অর্জন করতে হবে। ত্যাগ, প্রেম, বিরহ ও আত্মদানের মহিমায় সতেজ মহাকাব্য হয়ে উঠতে পারে। হয়ে উঠতে পারে অতীতের মহাকাব্যগুলির সগোত্র। প্রতিহিংসা ও মানবিকতায় অবিনশ্বর।’

888sport app download apkকর্ম এবং গদ্যকর্মের মধ্য দিয়ে আপনার মূল অনুসন্ধান কী – এমন প্রশ্নে তিনি বলেন, ‘অদৃশ্য ও অব্যক্তকে অনুভব করতে চাই। যেসব মহৎ কবি আমার আগে পৃথিবীতে বাস করে গেছেন তাঁদের সর্বশেষ অনুসন্ধান ছিল তাঁদের আত্মার পরবর্তী বিচরণভূমি। এঁরা সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আমাকেও করতে হবে। জীবন তখনই অর্থবহ মনে হয় যখন ভাবি আমার প্রিয়জনকে আবার  কোথাও ফিরে পাবো। কোনো মেঘস্তরের আড়ালে আমার জন্য অপেক্ষা করে আছে এমন কোনো আনন্দ যা আমি আমার মানবিক কল্পনার মধ্যে আনতে পারিনি। আমার 888sport app download apk সেই সুন্দরের জন্য অপেক্ষা করছে।’

আধুনিকতা বলতেই সাধারণ্যে বোঝানো হয় নাগরিক শব্দাবলি এবং এর বহিরাঙ্গিক শোভামুগ্ধতা – যা নাকি আদতেই আধুনিকতার সঙ্গে সম্পর্কিত নয়। আধুনিকতা বলতে আপনি কি বোঝাতে চান – এমন প্রশ্নে আল মাহমুদের উত্তর, ‘আমি আধুনিকতা বলতে একটি জাতির বিশ্ববীক্ষা ও মানসিক অবস্থাকে বুঝি। তৃতীয় বিশ্বের দেশগুলোর সহবর্তী হয়ে আমাদের বেঁচে থাকার অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইটাও আধুনিক মানস গঠনে আমাদের জনগণকে সহায়তা করে। তবে 888sport live footballে আধুনিকতা হলো ব্যক্তির অস্তিত্বের স্বাধীনতাকে উপলব্ধি ও কার্যকর করা। মানসিক সম্বন্ধসূত্রগুলো আবিষ্কার করতে গিয়ে মানুষে মানুষে যে সংঘাতের জন্ম হয় কিংবা মিলনের ক্ষেত্র তৈরি হয় তার ব্যাখ্যা দেওয়াও হলো এক ধরনের আধুনিকতা।’

গদ্য888sport app download apkর ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গদ্য 888sport app download apkর ভবিষ্যৎ ছন্দের 888sport app download apkর ভবিষ্যতের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। ছন্দের কাছ থেকে ক্ষণমুক্তির জন্যেই আমার প্রবহমান গদ্যের দিকে আসা, যা মিশ্রবৃত্তের আত্মীয়তাকে শোষণ করে নিতে পারে। ব্যক্তিগতভাবে আমি ছন্দের 888sport app download apkরই সমর্থক। তবে ছন্দের বাহুল্যকে অতিক্রম করার মতো বিষয় থাকলে গদ্য 888sport app download apkও দিগি¦জয়ী হতে পারে বলে আমার আস্থা আছে। এটা সর্বতোভাবেই কবির প্রতিভার ওপর নির্ভরশীল।’

অদ্যাবধি 888sport appsে কোনো কাব্যান্দোলন সংঘটিত হয়নি। এই আন্দোলনহীনতা কি আমাদের চিন্তা-ভাবনার মৌলিকত্বের অভাবজনিত কারণেই নয় – এমন প্রশ্নে আল মাহমুদ বলেন, ‘একেবারেই কোনো কাব্যান্দোলন দানা বাঁধেনি একথা বোধ হয় সঠিক নয়। পঞ্চাশ দশকে তো কাব্যের একটি আন্দোলন তরঙ্গ সৃষ্টিতে সমর্থ হয়েছিল। বলতে পারেন সেই আন্দোলনকে সমালোচনায় ও সমকালীন 888sport live footballের ইতিহাসে ঠিকমতো উপস্থাপন করার মতো যোগ্য লোক আমাদের একজনও ছিল না। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক দৃষ্টিভঙ্গিও এ ব্যাপারে নিস্পৃহ ছিল। স্বীকার করতে দ্বিধা নেই এটা মৌলিকত্বেরই অভাব।’১

শীর্ষস্থানীয় 888sport live football পত্রিকা কালি ও কলমে (নভেম্বর ২০০৫) প্রকাশিত এক সাক্ষাৎকারে আল মাহমুদকে প্রশ্ন করা হয়, 888sport app download apkয় যা লেখা যায় না, গদ্যে সেটা বিশদভাবে লেখা সম্ভব। সেই গদ্যে রয়েছে আপনার অসাধারণ দক্ষতা। আপনার গদ্য সম্পর্কে কিছু জানতে চাই। উত্তরে আল মাহমুদ বলেন, ‘গদ্য লেখা 888sport app download apkর মতো কঠিন নয়। বসলেই গদ্য লেখা যায় পৃষ্ঠার পর পৃষ্ঠা। তবে এটাও ঠিক, এখানে অভিজ্ঞতা দিয়ে চরিত্র সৃষ্টি, আঙ্গিক নির্মাণ এবং উপস্থাপনার মুনশিয়ানা থাকতে হয়। আমি আমার 888sport app download apkগুলিই আমাদের এখানে বেশি আলোচিত হতে দেখি। কিন্তু আমি আমার গদ্য নিয়ে যথেষ্ট আশাবাদী। সেখানেও আমি যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করেছি। আমার কিছু গল্প পরবর্তীকালে বড় গল্পসমগ্র হিসেবে বের হয়েছে। এতে আমার বেশকিছু অন্যরকম কাজ আছে।’

তাঁকে প্রশ্ন করা হয়, আপনার গদ্য এমন যে, এতে 888sport app download apkর কাজ দেখা যায়, এটা কীভাবে হয়? আল মাহমুদের উত্তর : ‘আমার সব লেখায় 888sport app download apkর কারুকাজ ঢুকে যায়। আমি প্রথমত একজন কবি। 888sport app download apkই আমার ধ্যান-জ্ঞান, এর প্রভাব তো গদ্যে থাকবে। আমি যখন কোনো কিছুর বর্ণনা দিই, তখন একজন কবির অন্তর্দৃষ্টি কাজ করে।’

প্রশ্ন ছিল, 888sport alternative linkেও এনেছেন বিষয়বৈচিত্র্য – এ-বিষয়ে কিছু জানতে চাই। আল মাহমুদের উত্তর : ‘‘আগুনের মেয়ে’র গল্পটি জাদুবাস্তবতা নিয়ে। একটি জিন, সে মানুষের প্রেমে পড়ে যাচ্ছে। সে মনে করে আমি বড় সুন্দর, আগুনের মেয়ে আমি অনেক রূপসী। আর নায়ক কেন ওরকম কুৎসিত একটি মেয়ের প্রেমে পড়ছে। এই যে দ্বন্দ্ব, এটা আমি এ গল্পে এনেছি। অ্যারাবিয়ান নাইটস এখনো সারা পৃথিবীকে মাতিয়ে রেখেছে। এরকম জাদুবাস্তবতাকে এখনো কেউ ছাপিয়ে যেতে পারেনি। আবার গ্রিকদের এরকম ‘সোনার গাধা’ গল্পও আছে। এটা আমি আমাদের 888sport live footballে রাখতে চেষ্টা করেছি।

আরেকটি বিষয় আমার ‘মরু-মূষিকের উপত্যকা’ গল্পে আমি একটি ভিন্ন কাজ করেছি। এই যে প্রযুক্তির যুগ, কত কিছু কম্পিউটারে বিস্তারিত করছে, এতে মানুষ মজাও পাচ্ছে। আমি এই অ্যানিমেশনের কাজ 888sport live footballে করেছি। যখন কোনো কথা আমার পাত্রপাত্রী দিয়ে বলাতে পারছি না, তখন আমি সেটা পশুর মুখ দিয়ে বলিয়েছি। দেখা গেল যে, একটি গরু শিং নেড়ে হাম্বা রব তুলে মানুষের ভাষা বলছে। এই স্টাইলটা আমি আমাদের আদি পুঁথি থেকে নিয়েছি। মনসার ভাষা থেকে এর পরিবেশ বর্ণনার কায়দাটা নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি এটা আধুনিকভাবে উপস্থাপন করেছি।’২

মাসিক পি 888sport app ডাইজেস্ট-এর এক সাক্ষাৎকারে (ফেব্রুয়ারি ১৯৭৬) প্রশ্ন ছিল, আপনার 888sport app download apkয় কিংবা গদ্যে আঞ্চলিক শব্দের সুনিপুণ বুনন অনেককে মুগ্ধ করে আবার কেউ কেউ একে ‘ম্যানারিজম’ আখ্যা দেয়। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই।

উত্তরে তিনি বলেন, ‘আমি বহুবার বহু আলোচনায় এবং 888sport liveাদিতে বলেছি যে, আধুনিক বাংলা 888sport app download apkর জন্য একটি উপযোগী ভাষার দরকার। রবীন্দ্রনাথ-প্রতিষ্ঠিত আধুনিক বাংলা ভাষা বহু কবির বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে। তিরিশ, চল্লিশ থেকে শুরু করে সত্তর দশক পর্যন্ত কবিরা যে শব্দরাজি তাঁদের কাব্যে ব্যবহার করে এসেছেন তা মূলত রবীন্দ্রনাথেরই। জীবনানন্দ দাশ সমস্যাটা উপলব্ধি করে কিছু আঞ্চলিক শব্দে তাঁর 888sport app download apkর শরীর নির্মাণ করলেও এ ব্যাপারে তাঁর খুব বেশি কোনো সচেতন প্রয়াস ছিল না। আমি বাংলা একাডেমি-প্রকাশিত আঞ্চলিক ভাষার বৃহদাকার দু’খানি অভিধান দেখে প্রথমে অভিভূত হয়েছিলাম। কারণ আঞ্চলিক ভাষা মানেই হলো জীবন্ত ভাষা। আমি ভেবেছিলাম, যদি আধুনিক বাংলা ভাষার স্ট্রাকচারের মধ্যে প্রচুর আঞ্চলিক শব্দ উপযুক্ত মর্যাদায় ব্যবহার করা যায় তাতে আমাদের 888sport live football গতিময় হয়ে উঠবে। আমি ঠকিনি। যারা আমার এ প্রচেষ্টাকে ম্যানারিজম বলছেন তাদের জানা উচিত যে, আধুনিক বাংলা ভাষাও সাধু ভাষার জীর্ণাবস্থায় আঞ্চলিক ভাষারূপে আত্মপ্রকাশ করেছিল। এ প্রচেষ্টার জন্য টেকচাঁদ ঠাকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরীকেও বহু গঞ্জনা সহ্য করতে হয়েছে।’

প্রশ্ন ছিল, আপনার সাম্প্রতিকতম কিছু 888sport app download apkয় অনাড়ম্বর পদ্যভঙ্গির প্রয়াস লক্ষ করা গেছে এবং এতে 888sport app download apkর শরীরের দৈর্ঘ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে না কি? কবি উত্তরে বলেন, ‘সমিল, গীতিধর্মী 888sport app download apkই আমার এতদিনের ফসল। পয়ারে, মাত্রাবৃত্তে আমি প্রচুর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। অন্যকেও চালাতে উৎসাহ দিয়েছি। সম্প্রতি আমি নিরাভরণ গদ্যে বক্তব্যকে প্রাধান্য দিয়ে কিছু 888sport app download apk লিখতে চাইছি। এতে উপমা প্রায় কাহিনীর চুম্বক নিয়ে উপস্থাপিত হচ্ছে। যুদ্ধোত্তর গদ্য 888sport app download apk আর আমার দীর্ঘ 888sport app download apkর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। এ ধরনের পরীক্ষা সার্থক হলে ভালো, না হলেও কিছু আসে যায় না। বড়ো 888sport app download apk লেখার আমার বড়ো সাধ ছিল।’৩

888sport app download apkপত্র কিছুধ্বনি (নভেম্বর ১৯৯৩) এক সাক্ষাৎকারে প্রশ্ন রাখে, একটা সময়ে – রবীন্দ্র পরবর্তীকালে – 888sport app download apk latest version চর্চার মাধ্যমে বিশ্ব888sport live footballের সঙ্গে বাংলা 888sport live footballের একটি সম্পর্ক স্থাপিত হয়েছিল। আন্তর্জাতিক 888sport live footballের সঙ্গে এই যোগাযোগকে অনেকেই আধুনিকতার নির্ণায়ক প্রান্ত বলে চিহ্নিত করে থাকেন। প্রশ্নটা হলো, আজকের এই সময়েও 888sport appsের তরুণ-প্রবীণ অনেকেই 888sport app download apk latest version করছেন বিদেশি 888sport live football, কিন্তু তবু আমাদের 888sport app download apk ও 888sport live footballের দীনতা দিন দিন বাড়ছে কেন? 888sport app download apk latest version হচ্ছে, আন্তর্জাতিক 888sport live chat 888sport live footballের সঙ্গে যোগাযোগও ব্যাপক। তবু 888sport live football আমাদের আধুনিক হচ্ছে না কেন?

আল মাহমুদের উত্তর : ‘রবীন্দ্র-পরবর্তীকালে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং বিষ্ণু দের কবি কীর্তির একটা প্রধান দিক হলো বিদেশি কবিদের 888sport app download apkর 888sport app download apk latest version। শুধু 888sport app download apkর 888sport app download apk latest versionের মাধ্যমে আন্তর্জাতিক 888sport live footballের সঙ্গে ব্যাপক যোগ স্থাপিত হয় না। জানি না কারা একথা বলেন। কেবল 888sport app download apkর মাধ্যমে কি করে বিশ্বের আধুনিক 888sport live footballের সঙ্গে যোগ স্থাপন সম্ভব? তবে তিরিশের কবিরা আন্তর্জাতিক কাব্যভাণ্ডার থেকে 888sport app download apk latest versionের মাধ্যমে তাঁদের নিজস্ব রুচি অনুযায়ী কিছু 888sport app download apk 888sport app download apk latest version করে বাংলা 888sport app download apkর রুচি বদলে খানিকটা সাহায্য করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে একে ‘আধুনিকতা নির্ণায়ক প্রান্ত’ বলে চিহ্নিত করা যাবে কি না তা সন্দেহ। কই তাঁরা তো সমসাময়িক বিশ্ব888sport live footballের কোনো মহৎ 888sport alternative link, নতুন দর্শন ও সৌন্দর্যতত্ত্বের উদ্গাতা কোনো চিন্তানায়কের একটি অখণ্ড গ্রন্থও বাংলায় 888sport app download apk latest version করে বাংলা ভাষার পাঠকের চিন্তার দুয়ার খুলে দিতে এগিয়ে আসেননি! বরং 888sport app download apk 888sport app download apk latest version করে তাঁরা আন্তর্জাতিক কাব্যালয়ে তাঁদের কৃতিত্বপূর্ণ বিচরণের স্বাক্ষর রাখতে চেয়েছিলেন। তা তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গেই করেছিলেন। এতে আধুনিকতার একটা আভাসমাত্র পাওয়া সম্ভব হয়েছিল বটে। তবে আন্তর্জাতিক মানববুদ্ধির আধুনিকতম বিকাশধারা এখনো আমাদের বাংলা ভাষার জন্য অপেক্ষমাণ। এ কেবল 888sport app download apkর 888sport app download apk latest version দ্বারা সম্ভবপর বলে আমি ভাবি না। 888sport appsে যাঁরা বিদেশি 888sport live football 888sport app download apk latest versionে নিষ্ঠা নিয়ে হাত দিয়েছেন তাঁদের 888sport free bet একেবারেই নগণ্য। অনেকেই 888sport app download apk latest version করেছেন কথাটা বোধ হয় সঠিক নয়। আর হয়ে থাকলেও আমার বিদ্যার দৌড় অতিশয় অল্প বলে আমি সেসবের নাগাল পাইনি। 888sport live footballের দীনতা কেবল বিদেশি 888sport live football পড়ে কিংবা 888sport app download apk latest version করে কোনো জাতি দূর করতে পারেনি। এর জন্য দরকার নিজস্ব কল্পনাশক্তি, দেশপ্রেম, পরিচ্ছন্ন ইতিহাস জ্ঞান, ঐতিহ্য চেতনা এবং জাতিগত বীরত্ববোধ। কেবল আন্তর্জাতিক 888sport live football পড়ে এবং 888sport app download apk latest version করে এতগুলো অভাব পূরণ করা যায় না।’

আল মাহমুদের কাছে আরো প্রশ্ন ছিল, বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে বোঝা যায় সাম্প্রতিক কাব্যভাষা দূষিত, এর উপমাপরম্পরা পুনরাবৃত্ত ও তাৎপর্য প্রকাশে ব্যর্থ, এবং এখনকার 888sport app download apkয়, সরল অর্থে যাকে প্রেরণা বলে, তা নেই। এইরকম পরিস্থিতিতে বাংলা 888sport app download apkর ভবিষ্যৎ কি?

আল মাহমুদের উত্তর : ‘এটি একটি অতিশয় অযথার্থ প্রশ্ন। একটু পাণ্ডিত্যপূর্ণ। আপনি যাদের বিশেষজ্ঞ বলছেন তারা যদি কাব্যভাষা দূষিত বলে মন্তব্য করে থাকেন তবে আপনাকে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে সমাজে উচ্চারিত সমগ্র ভাষা ও ইঙ্গিতসমূহই দূষিত। এর একটা অর্থ কিন্তু ভাষায় উচ্চারিত শব্দসমষ্টি প্রকৃতপক্ষে আর কোনো প্রচলিত অর্থই ব্যক্ত করার শক্তি হারিয়ে ফেলেছে। এটা ভাষা 888sport apkের সম্পূর্ণ বিরোধী বক্তব্য। একই উপমা পুনরাবৃত্ত হলে ধরে নিতে হবে এই ভাষায় এখন আর নতুন উদ্ভাবনাপ্রবণ প্রতিভাবান কবি নেই। আর প্রেরণা সম্বন্ধে আমার ধারণা, কল্পনাশক্তি ও জ্ঞানের ব্যাপকতার সংমিশ্রণের নামই হলো প্রেরণা। সব মানুষের মধ্যে কল্পনাশক্তির প্রাবল্য থাকে না। তারা বাস্তবের অসহনীয়তাকে স্বপ্নে রূপান্তরিত করতে পারে না। যারা পারেন তারা জন্মগতভাবেই পারেন। তাদেরই আমরা সমাজ সংসারের 888sport app বাস্তববুদ্ধিসম্পন্ন মানুষ থেকে একটু আলাদা করে কবি বলে সম্বোধন করি। 888sport appsে এ ধরনের কল্পনাপ্রবণ, স্বপ্নসঞ্চারী মানুষের 888sport free bet অপেক্ষাকৃত কম ধরে নিলেও একেবারে আকাল ঘটেনি। কোনো পরিস্থিতির জন্যই ভাষার নির্যাস নিংড়ানোর কাজটা বন্ধ হয়ে যাবে বলে মনে হয় না। বাংলা 888sport app download apkর ভবিষ্যৎ আধুনিক আন্তর্জাতিক মানবভাষার উত্থান-পতনের তরঙ্গের সঙ্গেই জড়িত। অতো হতাশা ব্যক্ত করার মতো এখনো কিছু ঘটেনি। আপনার বর্ণিত অনুরূপ পরিস্থিতিতে 888sport app ভাষার 888sport app download apkর ইতিহাসে যা ঘটেছে আমাদেরও তাই ঘটবে। অর্থাৎ 888sport app download apk বিদ্বানদের যাতনার হাত থেকে নিজেকে বাঁচার জন্য কবিকে বন্য হবার দিকে উদ্বুদ্ধ করতে থাকবে। ফরাসি 888sport app download apkর পুনঃপৌনিকতা যেমন র্যাঁবোকে বিরক্ত ও বন্য হতে উদ্বুদ্ধ করেছিল। এমন কি যে স্বেচ্ছাবৃত্তির টানে ভেরলেনের মতো প্রাজ্ঞ এবং হিসেবি মানুষও ভেসে যেতে বাধ্য হয়েছিলেন। বাংলা 888sport live footballে রবীন্দ্রবলয়ে ঘুরপাক খাওয়া পুনঃপৌনিকতা ভাঙার জন্য একজন বন্য বিদ্রোহীর আবির্ভাবের কথা আমাদের সকলেরই জানা। নজরুলের আবির্ভাব না ঘটলে তিরিশের আধুনিক কাব্যভাষা কী করে দানা বাঁধতো? নজরুল বাংলা ভাষার বুকে সাহস সঞ্চারে সহায়ক হয়েছিলেন।’

আরো প্রশ্ন : নতুন কবিদের প্রতি গত দু-দশক ধরে একটাই উপদেশ বর্ষিত হচ্ছে। ছন্দে ফেরা দরকার, ছন্দোবদ্ধ 888sport app download apk লেখা দরকার। সেই পরামর্শ মেনে অনেকেই ছন্দে লিখছেন; কিন্তু তবু কোনো 888sport app download for androidীয় সৃষ্টি আজ পর্যন্ত ফলেনি, এর কারণ কী?

তাঁর উত্তর : ‘ছন্দবদ্ধ বাক্যই যে 888sport app download apk নয় তা যেমন সত্য, তেমনি গদ্যকে 888sport app download apk করে তোলাও অত্যন্ত দুরূহ কাজ। কারো পরামর্শে কিছু হয় না। তবুও বলবো ছন্দ ও মিল কবির বাক্য ও উপমাকে দীর্ঘস্থায়ী মহিমা দিতে পারে। রিলকে এক তরুণ কবিকে লেখা চিঠিতে বলেছিলেন, আগে ভাবুন আপনি শেষ পর্যন্ত 888sport app download apkই লিখবেন কি-না। যদি আপনার প্রতিজ্ঞা হয় আপনি 888sport app download apkই লিখবেন, তাহলে ওইসব ছন্দ পরিহার করুন যে ছন্দে আপনার পূর্ববর্তী কবিদের শ্রেষ্ঠ 888sport app download apkগুলি লেখা হয়ে গেছে। রিলকে প্রচলিত ছন্দ পরিহারের পরামর্শ দিলেও নিজে সনেট আঙ্গিক পরিহার করেননি। বরং বৈচিত্র্য সৃষ্টির চেষ্টায় সনেট আঙ্গিকের সম্ভাবনাকে বহুদূর বাড়িয়ে দিয়েছিলেন। আমি নিজে ছন্দে লিখতে চাই। এখনো মনে করি 888sport app download apkর জন্য গদ্যের বিপরীত ভাষা দরকার। তরঙ্গময় শব্দের অনুপ্রাস দরকার। ব্যাকরণের বেড়াজাল সদাসর্বদা যার নাগাল পায় না তেমন ঢেউ গদ্যের বুকে যদি কারো তোলার কবিত্বশক্তি থাকে তবে তিনি গদ্যেই লিখুন। 888sport app download for androidীয় সৃষ্টির জন্য এখন দরকার কবিত্বশক্তির। কিছুই হচ্ছে না এমন তো মনে হয় না।’

আরেক প্রশ্ন ছিল, 888sport app download apkর ক্ষেত্রে নিরীক্ষা বলতে আপনি কী বোঝেন? কবির উত্তর ছিল : ‘তেমন সাংঘাতিক কিছু তো বুঝি না। 888sport app download apkটি সার্থক হলে বলি কবির রচনাটি চমৎকার; কিভাবে চমৎকারিত্ব সাধিত হলো সে খোঁজ নিয়ে কী হবে। নিরীক্ষার নামে অ888sport app download apkকে কেউ আজ পর্যন্ত গ্রাহ্য করাতে পারেননি।’৪

গল্পপত্রিকা রূপম (মার্চ ১৯৯৩) এক সাক্ষাৎকারে কবিকে প্রশ্ন করে : যাকে আমরা ছোট অর্থে নিরীক্ষা বলি, তা আপনি করেননি কখনো। গল্পেও নয় 888sport app download apkয় নয়; তবু আপনার লেখা সজীব, সপ্রাণ, নিজ; গল্পের ক্ষেত্রে আমরা দেখি আপনি ‘পানকৌড়ির রক্ত’ কিংবা ‘সৌরভের কাছে পরাজিত’ পর্যায়ে ভাষাগত মৌলিক প্রতাপ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাছাড়া কোথায় যেন আপনি বলেছেন, ‘কবিরা ভাষা শিক্ষক’ – গল্প লিখতে গেলেন কি এই শিক্ষকতার অভিপ্রায়ে – এমনকি দিন দিন আপনার কথা888sport live footballিক অভিলাষ বেড়েই চলেছে লক্ষ করছি।

কবির উত্তর : ‘এই শব্দটি অর্থাৎ আপনারা যাকে গালভরা নাম দিয়েছেন নিরীক্ষা, আমি এসবে বিশ্বাস করি না। 888sport live footballে অসার্থকতার নামই হলো নিরীক্ষাধর্মী রচনা। 888sport live footballে নিরীক্ষা জিনিসটা কী – তা আজ পর্যন্ত আমাকে স্পষ্টভাবে কেউ বুঝিয়ে দিতে পারেনি। 888sport app download apk বা কথা888sport live footballে কারো যদি নতুন কোনো উদ্ভাবনা থাকে আর সেটা যদি হয় পাঠকের কাছে চিন্তনীয় বিষয় এবং পাঠকের অন্তরে সায় পাওয়ার মতো রসযুক্ত, তদুপরি লেখকের রচনার মৌলিকতা যদি মুহূর্তের মধ্যেই অন্যের হৃদয়ে সঞ্চারিত হওয়ার মতো উপাদানে বৈশিষ্ট্যপূর্ণ থাকে, তবে সেই লেখাটিকে আমি সার্থক গল্প-888sport app download apk বলে চিহ্নিত করি। আমি 888sport app download apk, গল্প উভয় ক্ষেত্রেই চেষ্টা করেছি নিজস্ব উদ্ভাবনাশক্তির পরিচয় দিতে। হ্যাঁ, আমি একবার বলেছিলাম বটে কবিরাই ভাষার শিক্ষক। তবে একথায় এটা বোঝাতে চাইনি যে, কবিরা ভাষাটাকে উত্তমরূপে জানেন বলে 888sport app download apk রচনার ক্ষেত্রেও পণ্ডিতি ফলাতে গিয়ে  ভাষাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। আমি বলতে চেয়েছি, কবিরা ভাষার স্বভাবটা 888sport app মানুষের চেয়ে অধিক উপলব্ধি করেন। না, গল্প লিখতে গিয়ে আমি মাস্টারি ফলানোর পক্ষপাতি নই। আমার কথা888sport live footballিক হওয়ার অভিলাষ বাড়ছে কথাটা বোধহয় ঠিক নয়। বরং বলুন আমি গল্প-888sport alternative linkও লিখতে চাইছি। আমি তো আগেই বলেছি, এটা কবিদেরই গদ্য লেখার যুগ।’

প্রশ্ন করা হয়, আপনি বলেছিলেন গদ্যভাষার সহজতা সৃষ্টি হলেও তাতে জীবনবোধ সঞ্চারিত হয়নি। কারণ এর নানা গল্প ও 888sport alternative link রচয়িতাদের জীবনের বহু তরঙ্গভঙ্গে আছাড়িপিছাড়ি খেতে হয়। এসব কথার পর প্রায় একযুগ কেটে গেছে। আমাদের কথা888sport live chatীরা জীবন888sport live chatী হয়ে উঠেছেন তো?

আল মাহমুদের উত্তর ছিল, ‘আমি সহজতার কথা বলেছিলাম এই ভেবে যে আগে আমাদের লেখকগণ কলকাত্তাইয়া গদ্য ঢংটাকেই বাংলা গদ্যের পরাকাষ্ঠা ধরে নিয়ে গল্প-888sport alternative link লিখতেন। এ ঢং বা স্টাইলে যে ভালো লেখা হয়নি এমনও নয়। কিন্তু 888sport app download apk ও নাটকে যখন 888sport appsের কথ্য স্টাইলটা নির্দ্বিধায় ঢুকে পড়তে লাগলো তখন এর সংক্রাম স্বাভাবিকভাবেই গল্প-888sport alternative link লেখকদের মধ্যেও সহজেই সঞ্চারিত হলো। যেমন ধরুন, আখতারুজ্জামান ইলিয়াসের ‘দোজখের ওম’ গল্পটি। আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সেলিনা হোসেনের সৃজনশীল রচনার গদ্যভাষার সঙ্গে শওকত ওসমানের গদ্যভাষায় যে মৌলিক পার্থক্য রয়েছে সেটাই আমি আপনাকে ধরিয়ে দিতে চাইছি। ধরিয়ে দিতে চাইছি শাহেদ আলীর ‘জিবরাইলের ডানা’র সঙ্গে শওকত ওসমানের ‘পিঁজরাপোলে’র গল্পগুলোর উপস্থাপন কৌশলের পার্থক্য। মনে রাখতে হবে সৈয়দ ওয়ালিউল্লাহর ইউরোপীয় সাজসজ্জার নিচে পূর্ববঙ্গীয় কিষান আত্মাটি বেশ সতেজভাবেই ধুকপুক করতো। আর অভিজ্ঞতার ইঙ্গিতটা দিয়েছিলাম আমাদের লেখকদের জীবনযাপন, ঐতিহাসিক ঘটনাপ্রবাহের উত্থানপতনে তাদের নিরাপত্তাহীনতা ও জীবিকার অনিশ্চয়তার কথা ভেবে। আমি মনে করি আঙ্গিকগত দুর্বলতার দিকটা অতো খুঁটিয়ে খুঁটিয়ে বিচার না করলে আমাদের কথা888sport live chatীরা নিঃসন্দেহে জীবন 888sport live chatীর অন্তর্দৃষ্টি আয়ত্ত করেছেন। এদের সকলেরই রাজনৈতিক আদর্শ আছে। আছে সামাজিক কমিটমেন্ট। যে কমিটমেন্ট বা আদর্শের সাথে আমার গুরুতর মতপার্থক্যের কথা আজকাল সকলেরই প্রায় জানা হয়ে গেছে। তবুও রচ888sport promo codeতি ও 888sport live footballিক আন্তরিকতায় যে রচনা উত্তীর্ণ হয় সেটা স্বীকার করে নিতে আমার বাধে না।’৫

সাপ্তাহিক বিচিত্রা কবি আল মাহমুদের একটি সাক্ষাৎকার প্রকাশ করে (৮ সেপ্টেম্বর ১৯৯৫)। এতে তাঁকে প্রশ্ন করা হয়, এতোকাল আমরা দেখেছি, লোকজ বাংলার লোকভাষা অবলীলায় ব্যবহার করে আধুনিক বাংলা 888sport app download apkয় যে গণধারা নির্মাণ করেছিলেন, এ পর্যায়ে এসে তা ধর্মাধর্মবোধ, ঐতিহ্যানুসরণ, পৌরাণিকীর ব্যবহারে প্রাণ পাচ্ছে। লোক জীবনের পরিপ্রেক্ষিতের সঙ্গে পৌরাণিক জীবনাচরণের দৃষ্টিস্নাত ধারা কেমন করে মিথস্ক্রিয়া করছে?

উত্তরে আল মাহমুদ বলেন, ‘আমার কাব্যে ব্যাপক লোক-অভ্যেস, পরিশীলিত ভাষার দ্বারা অননুমোদিত লোকজ শব্দ, গ্রাম্য বাকভঙ্গির চারণসুলভ গোয়ার্তুমি আছে বলে আমার সমসাময়িক আধুনিক কবিরা বলতেন। এখন এই সব বদ-অভ্যেসগুলোকে আমি কিভাবে আমার এখনকার 888sport app download apkয় মিলিয়ে দিতে পারছি কিংবা আদৌ পারছি কিনা! এখানে একটা কথা জানিয়ে দেয়া ভালো যে আমার সমসাময়িক যে সব কবিবন্ধু 888sport appয় বসে ‘আরবান’ 888sport app download apk লিখতেন কিংবা নিজেদের আধুনিক কবি বলে আত্মপ্রসাদ লাভ করতেন, এদের কেউ কেউ ছিলেন 888sport appsের গ্রাম না-দেখা গ্রাম্যলোক। এদের এক আধজন এদেশের শহরেই জন্মেছিলেন, কিন্তু ধার করা আধুনিকতা তাদের রচনাকে আধুনিক করেনি। আমি এ-ব্যাপারে বেশি বলতে চাই না। অন্যের 888sport app download apkর দ্বারা প্রাণিত হয়ে 888sport app download apk লেখাটা এ যুগের প্রেরণার একটি উৎস। এই উৎসের সার্থক ব্যবহার তারাই করতে পারেন যারা প্রকৃত কবি। কিন্তু যারা অন্যের 888sport app download apkর নিছক 888sport app download apk latest versionকে নিজের 888sport app download apk বলে চালিয়ে দেন, কেবল দরিদ্র জাতির 888sport live footballই এদের কবি বলে স্বীকার করে নেয়। আধুনিক বাংলা 888sport app download apkর তিরিশ দশকও এই ভিক্ষা গৌরব থেকে মুক্ত নয়। যাহোক, এবার আমার রচনার মাত্রাজ্ঞান সম্বন্ধে কিছু বলি। আমার ধারার মাত্রাটি বিচার করতে হবে টেক্সট বা আধেয় দিয়ে। আমার 888sport app download apkর আধেয় বা বিষয় হলো রহস্য সৃষ্টি। শেষ পর্যন্ত সুন্দর শব্দের নিগূঢ় রহস্য নির্মাণই আমার 888sport app download apk। এ স্বভাব বলা বাহুল্য লোককবি গাঁথা রচয়িতাদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছি এবং আয়ত্ত করেছি। আমি লোকভাষা উত্তমরূপে না জানলেও এর ইঙ্গিতময় ভঙ্গি ও রহস্যময় শব্দরাজি আধুনিক বাংলা ভাষার তৈরি করা জমিতে অবলীলায় বুনে দিয়ে মজা দেখতে চেয়েছিলাম। ফল মন্দ হয়নি। তবে চাষাগিরি এখন আর ভালো লাগছে না। এখন আমার হাতে শব্দের যে শংকর বীজ জমা হয়েছে তা অন্য উদ্দেশ্যে বুনতে চাই। সে ফসলের নাম হোক রহস্যময় বিশ্বাসের শস্য। এই বীজ বুনতে কোনো তৈরি জমি লাগে না। আকাশে, বাতাসে, নদীতে, সমুদ্রে যেখানে খুশি এই রহস্যের বীজ উপ্ত হতে পারে। সোজা কথায় লৌকিক রহস্যকে অলৌকিকতায় মিশিয়ে দিতে চাই।’৬

888sport live football-সংস্কৃতি বিষয়ক পত্রিকা পরিলেখ (১৯৯৭) প্রশ্ন করে, কমার্শিয়াল লিটারেচারের যে-ধারা – এটাকে 888sport appsে দুইভাবে দেখা হচ্ছে। এক, যারা সৃজনশীল 888sport live footballে বিশ^াসী, তারা এটাকে পাত্তা দিতে চাচ্ছে না। আরেকদল আছে যারা এটাকে মনে করেছে, তারা অন্তত একট কাজ করছে, 888sport appsে বই ব্যবসায়ে যে সাম্রাজ্যবাদ – এটাকে ঠেকানোর একটা কাজ তারা করছে। আপনার বক্তব্য কী?

আল মাহমুদ উত্তর দেন, ‘আমি ওটাকে বড় করে দেখছি না। আমি দেখছি যে আমাদের মধ্যবিত্ত সমাজ এসেছে যে সব পটভূমিকায়, প্রেম এসেছে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রেম করছে। এই প্রেম, আবেগ, স্বপ্ন – এটাকে সে কাজে লাগিয়েছে। এটা একটা বড় কাজ বলে আমি মনে করি 888sport live footballে। এখন শরৎচন্দ্র কিন্তু কেউ পড়ে না। শরৎ তাঁর সময়ের বড় একটা দাবি পূরণ করেছেন। হুমায়ুন একটা কাজ করেছেন, যাতে আমাদের পাঠকরা পড়তে শিখেছে। এই বইগুলো পড়ে হঠাৎ যখন কাবিলের বোন, খোঁয়ারী বা এসব 888sport alternative linkে আসবে তখন একটা ধাক্কা খাবে। কিন্তু পাঠের অভ্যাস যদি আমি না গড়ে তুলি, তাহলে তারা পড়বে কিভাবে? ইন্টেলেকচুয়ালি তারা তৈরি হয়ে গেছে। তারা এখন হজম করতে শিখছে। এটা একটা বড় কাজ হয়েছে। আমি হুমায়ুনকে নিন্দা করি না। আমি এটা বলি না যে এটা কিছুই না। গদ্য লেখকদের অবশ্যই পপুলার লেখক হতে হবে। এটা কি কম কথা নাকি যে আমাদের দেশে একজন লেখককে এক লাখ টাকা অ্যাডভান্স করে দেয়? এটা কি কম? এটা কল্পনাতীত ব্যাপার। এটা হুমায়ুন করেছে। এটা নতুন ধারা সৃষ্টি করেছে। মুসলমান মধ্যবিত্তের মধ্যে একটা নতুন ব্যাপার।’

প্রশ্ন ছিল, গ্রামে পরিবর্তন আসছে। খুব ব্যাপক পরিবর্তন না হলেও, অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। নতুন এই যে পরিবর্তন, যারা গ্রাম নিয়ে গল্প লিখেছেন, তাতে কিছু নাই, সেই ৪০-৫০ বছর আগের প্রেক্ষাপট। এ-বিষয়ে কিছু বলুন।

আল মাহমুদ বলেন, ‘হ্যাঁ, আমি এর ঘোর বিরোধী। আমি কবি জসীম উদ্দীনের 888sport app download apk পরীক্ষা করে দেখেছি। জসীম উদ্্দীন যেসব 888sport app download apk, যেমন নকসীকাঁথার মাঠ লিখেছেন, রাধিকা, রাধা-কৃষ্ণের প্রেম-এর আদলে। কিন্তু যেহেতু তিনি চরের মানুষ এবং মুসলমান, চাষী পরিবার থেকে এসেছেন, হঠাৎ উনি 888sport app download apk লিখলেন, গল্পের মতো – ‘রাত থমথম, স্তব্ধ নিঃঝুম, ঘন ঘোর আঁধিয়ার, নিঃশ^াস ফেলি তাও শোনা যায়, নাই কেউ সাড়া দেবার।’ এই যে মুসলিম চাষী পরিবারের পরিবেশ কিংবা … ‘ওরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি তুই এমনি একাই …।’ এটা কিন্তু বাঙালি মুসলমানের অবস্থার বর্ণনা। ‘ভাল করে দাও আল্লা রাসুল, ভাল করে দাও পীর’ – এই চিত্র প্রথম জসীম উদ্্দীনই নিয়ে এসেছেন এর আগে অন্য কোথাও এটা পাওয়া যাবে না।’৭

কালের কণ্ঠে (২২ ফেব্রুয়ারি ২০১৯) প্রকাশিত এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, এখন পর্যন্ত আপনার সবচেয়ে আলোচিত গ্রন্থ বলে ধরা হয় সোনালী কাবিনকে। এটি স্নাতক পর্যায়েও পঠিত হচ্ছে। আপনি পঞ্চাশের দশকে বাংলা 888sport app download apkয় এক নতুন ধারা সৃষ্টি করেন। তা হলো লিরিকধর্মিতা। যা আপনার 888sport app download apkকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছে। এ বিষয়ে মন্তব্য কী? উত্তরে আল মাহমুদ বলেন, ‘আমি মনে করি যে মানুষের জীবন তো লিরিক্যাল, মানে গীতিময়তায় আচ্ছাদিত। সেখানে গীতিময়তার যে অভ্যাস বাংলা 888sport app download apkর ভেতরে রয়েছে, সেটা অব্যাহত থাকবে। 888sport app download apkর মধ্যে গীতপ্রবণতা, মিল, অন্ত্যমিল, অনুপ্রাস – এগুলো মানুষ পছন্দ করে। এটা হলো বাংলা 888sport app download apkর আধুনিক অবস্থান। এটাকে আরো পরিশ্রুত করে বইতে দেয়া উচিত। এতে বাংলা 888sport app download apkর উন্নতি হবে।’৮

বাংলা ট্রিবিউনের (১১ জুলাই ২০১৬) প্রশ্ন ছিল, 888sport alternative linkে আঙ্গিক ও ভাষার সঙ্গে এটাও জানতে চাই যে, বর্ণনা এবং বক্তব্যের যে সম্মিলন করা হয় এটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এ বিষয়ে আল মাহমুদ বলেন, ‘888sport alternative link সৃষ্টি করতে হলে – আমি যেটা বলতে চাই – সেটা হয়তো অনেকেই মানবেন না। আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি লেখায় মানুষের সৃজন ক্ষমতাকে। এই জন্য একটা আঙ্গিক দরকার হয়। আমার 888sport alternative linkে আমি যে-আঙ্গিক ব্যবহার করেছি সেটা আধুনিকতম আঙ্গিক বলে আমি মনে করি। যেই আধুনিক কৌশল আমাদের দেশে প্রচলিত ছিল সেই সময়ে আমি তাই ব্যবহার করেছি।’

প্রশ্ন ছিল :  আপনি একবার বলেছিলেন – ‘কবি হতে গেলে সারা জীবন উৎসর্গ করতে হয়’। এ-বিষয়ে আল মাহমুদ বলেন, ‘হ্যাঁ, একটা জীবন দিতে হয়। এটা কোনো পার্ট-টাইম জব নয়। একটা পুরো জীবন দিয়ে দিতে হয়। ফিরতে পারে না সে।’

প্রশ্ন ছিল, সুনীল গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন, ওই যে প্রথম একটা লেখা মাথার ভিতর ঢুকে গেছে, এখন যতই চেষ্টা করি ওই পথ থেকে বের হয়ে আসবো তা আর হয়ে ওঠে না। এ-বিষয়ে আল মাহমুদ জানালেন, ‘হ্যাঁ, সে তো আমার বন্ধু। আমার ধারণা, যদি মাথার ভিতর একটা উদ্দীপনা বা প্রেরণা উত্থাপিত হয়ে যায় – যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তা মাথা থেকে না নামানো যায় ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই। ওঃ রিষষ নঁৎহ ুড়ঁ. এটা তোমাকে পোড়াবে; তোমাকে জ্বালাবে, তোমাকে ক্ষতবিক্ষত করবে। যখন তুমি কলম নিয়ে বসবে সেটা গল্প হোক, 888sport app download apk হোক কিংবা 888sport alternative link হোক যখন তুমি লিখে ফেলবে তখন তুমি একটি সিগারেট জ্বালিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ফেলতে পারবে।’৯

কলকাতার 888sport app download apk প্রতিমাসে (জুলাই ২০০৫) প্রশ্ন করেছিল, লেখককে 888sport app download bd দেওয়ার ব্যাপারটি আপনি সমর্থন করেন? উত্তর ছিল : ‘অবশ্যই করি। তরুণ কবি তরুণ লেখকদের উৎসাহ দেবার জন্য 888sport app download bdের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। খুব কম বয়সে, যখন আমার মাত্র দুটি বই প্রকাশ হয়েছে, তখন আমাকে পুরস্কৃত করা হয়। যারা আমাকে 888sport app download bdের জন্য বেছে নিয়েছিলেন তাঁদের কেউই ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন না। এই 888sport app download bd অবশ্যই আমাকে উদ্বুদ্ধ করেছে।’

জানতে চাওয়া হয়, রবীন্দ্রনাথের পরে 888sport live footballে নোবেল 888sport app download bd পাননি কোনো বাঙালি লেখক। এই মুহূর্তে এমন কোনো বাঙালি লেখকের কথা আপনার মনে পড়ছে – যিনি এই 888sport app download bd পাবার যোগ্য? আল মাহমুদের উত্তর : ‘বাংলা 888sport live footballে রবীন্দ্রনাথের পরে কেউ নোবেল 888sport app download bd পাননি ঠিকই, তবে এই 888sport app download bd পাবার যোগ্যতা ছিল অনেকেরই। 888sport app download apkর ক্ষেত্রে এই 888sport app download bd পেতে পারতেন বিষ্ণু দে। অবশ্যই পেতে পারতেন সুধীন্দ্রনাথ দত্ত। পাঁচের দশকের কেউ কেউ পেতে পারতেন এই 888sport app download bd। কিন্তু পাননি। এখনো বাংলা 888sport live footballে সৃষ্টিশীল কাজে নিমগ্ন রয়েছেন এখন অনেকেই এই 888sport app download bd পাবার যোগ্য। কিন্তু নির্দিষ্টভাবে কোনো নাম উল্লেখ করতে চাইছি না আমি, হয়তো সমীচীনও হবে না।’১০

তথ্যসূত্র

১. আবিদ আজাদ, কবি (888sport live football পত্রিকা), মে ১৯৮৬, 888sport live chatতরু, 888sport app।

২, শানু মোস্তাফিজ, কালি ও কলম, সম্পাদক আবুল হাসনাত, দ্বিতীয় বর্ষ, দশম 888sport free bet, নভেম্বর ২০০৫, বেঙ্গল ফাউন্ডেশন, 888sport app।

৩. 888sport app ডাইজেস্ট (মাসিক ম্যাগাজিন), সম্পাদক ওবায়দুর রহমান, তৃতীয় বর্ষ, ১১শ 888sport free bet, ফেব্রুয়ারি ১৯৭৬, তোপখানা রোড, 888sport app।

৪. কিছুধ্বনি (888sport app download apkপত্র), সম্পাদক আন্ওয়ার আহমদ, ২৯ বছর, ২য় 888sport free bet, নভেম্বর ১৯৯৩, অগ্রহায়ণ ১৪০০, রূপম প্রকাশনী, নিউ ইস্কাটন রোড, 888sport app।

৫. সালাহউদ্দীন আইয়ুব, রূপম (গল্পপত্রিকা), সম্পাদক আন্ওয়ার আহমদ, ২৯ বর্ষ, প্রথম 888sport free bet, মার্চ ১৯৯৩।

৬. মাহবুব হাসান, সাপ্তাহিক বিচিত্রা, সম্পাদক শাহাদত চৌধুরী, ২৪ বর্ষ, ১৭ 888sport free bet, ৮ সেপ্টেম্বর ১৯৯৫, দৈনিক বাংলা ভবন, 888sport app।

৭. সরদার আবদুর রহমান, নাজিব ওয়াদুদ ও আশরাফ উদ্দীন আহমদ, ৭ এপ্রিল ১৯৯৭। পরিলেখ (888sport live football-সংস্কৃতি বিষয়ক পত্রিকা), তৃতীয় 888sport free bet, মাঘ-ফাল্গুন-চৈত্র, ১৪০৭।

৮. শ্যামল চন্দ্র নাথ, ৭ জুলাই ২০১৪, ‘শিলালিপি’, কালের কণ্ঠ, ২২ ফেব্রুয়ারি ২০১৯।

৯. শ্যামল চন্দ্র নাথ, বাংলা ট্রিবিউন, ১১ জুলাই ২০১৬।

১০. মউলি মিশ্র, 888sport app download apk প্রতিমাসে, সম্পাদক বীজেস সাহা (আল মাহমুদ 888sport free bet), প্রথম বর্ষ, তৃতীয় 888sport free bet, জুলাই ২০০৫, কলকাতা।