তখন একটা নৌযান পানি ছেড়ে
মেঘে ভাসতে লাগলো
মেঘগুলো যেন দেবদূতের খোলা হাত
তাদের পাখাগুলো ঝুলে আছে রোদে
যেমন কাপড় শুকায়
সূর্য ছিল না তখন,
যখন ফিরে এলো –
মানুষগুলো দেখতে প্রথমে হলো পশু, তারপর প্রেতাত্মা।
যখন বৃষ্টি কবির প্রেমে পড়লো
কবি ভুলে গেল তার নাম, মনোভূমির সব নাম,
সে সময় কোনো কিছুর নাম ছিল না
খুব ভালো সময় ছিল সেটা।
মাটি স্পর্শ না করেই আমরা নতজানু হলাম
ঈশ^র মানুষের কাছে প্রার্থনা করলো
মানুষ হবার,
মনে হলো আমরা সময়ের অনেক আগে চলে এসেছি
এবার শুরু থেকে শুরু করতে হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.