হামেশাই শেষরাতে ভেঙে যাচ্ছে ঘুম। কোনিয়া থেকে কিছু বাঁশির সুর দিল কা দরগায় এসে ধাক্কা খাচ্ছে। কত কিছু করে ইনসান; সোনার চিরুণিতে প্রেয়সীর চুল মনে মনে আঁচড়ে দিতে হয় আবার গরমে ঘামে-ভেজা আন্ডারওয়্যার ভেদ করে চুলকাতে হয় পাছা। জীবনটাই শালা এলিজির আস্তানা আর ফেসবুকে 888sport app download apkর বাটখারা। চুপিচুপি সব কবি দেখে তো থাকে – সেও আছে কি না কারো পছন্দের তালিকায়! ভোরের ভাষা ততক্ষণে সে-ই অক‚লে বয়ে যায়, যেখান থেকে নিরায়াসে অ-ভাষার রাতে পৌঁছায়। কথা না বললেই যদি ফোটে কথার মঞ্জরি তবে কেন কথার ফুলঝুরি? আড়ালের পাগলের মাথায় পাগড়ি; তার সবুজ চুঁইয়ে চুঁইয়ে যে গাছের ক্রমবিকাশ, সে ভীষণ সংকোচনপ্রবণ। জোর করে কাঁহাতক রাখবে, নন্দনের কয়েদখানাতে। অলীক বাগানে যত কুসুম; তার পাপড়িতে পলাতক নাচিয়ে দরবেশের দুঃখ তোমার চোখের পানিতে কতটা আগুন হয়ে আছে – আপাতত সে-খোঁজ নাও। দামাস্কাসের গলি থেকে জেসমিনের রুহ মৃত কিছু কুকুরের ফেলে যাওয়া ঘেউ অনুসরণ করতে করতে সব গোপন শামসেত এদিকেই আসছে; আমার নবোদয় হাউজিংয়ের ঘুমজাগরূক বিছানার দরবারে, তীরবিদ্ধ যত তাবরেজির রক্তাতীত উদয় বিষাদের বস্তাপচা আনন্দে অস্ত যেতে থাকে, এই চন্দ্রসূর্যের চরাচরে

Leave a Reply
You must be logged in to post a comment.