অন্তহীন সবুজের হাতছানি
আর ডাকে মাটির মমতা
স্বপ্নের ডানায় ভর দিয়ে
উড়ে উড়ে
ভেদ করে মেঘের রহস্য
অনন্তের লাল-নীলে পালক ভিজিয়ে
আমি এসে নামলাম
বোধিবৃক্ষে ফুটে আছে
888sport free betতীত ফুলের প্রতীক
ডালে ডালে নানান রঙের আলো
জ্বলে সারাক্ষণ
সাগরের তীরে নীল অশ্ব
দেখায় দাপট
জলরঙে আঁকবো ইমেজ
ঢেউয়ের বিচূর্ণ সাদা
ফণার ধরন
দ্বীপের দিগন্তঘেঁষা পাহাড়ের নির্জন সন্ন্যাস
হিমহিম হাওয়ার নাচন আর ওড়াউড়ি
ধরবো তুলিতে
জাদুঘর খুলে দেবে নিজের দরোজা
ধরা দেবে সোনালি অতীত
বলবে একান্ত কথা কানে কানে আপন ভাষায় শোনাবে গৌরবগাথা কালের কবিরা

Leave a Reply
You must be logged in to post a comment.