সুবর্ণ প্রভাতে

বিবর্ণ বিস্বাদ আজ আমাদের প্রগাঢ় নিশ্বাস

কালি আজ হয়ে গেছে দূরান্বয়ী নিবিড় কালিমা

আমাদের সুঁচালো কলম আজ একান্ত বঙ্কিম

রশিতে যায় না বাঁধা চিন্তাময় প্রান্তরের সীমা।

কত যে স্বপ্ন আর রাশিরাশি ফলন্ত বাগান

নিমেষে গুঁড়িয়ে দেয় বাত্যাহত অনাত্মীয় ঝড়

টুনটুনি চিত হয়ে শুয়ে যেন দু-পায়ে ঠেকায়

আকাশের ভেঙে-পড়া, সেই দশা দেখি অতঃপর।

আকাশ পড়ে না হেলে, মহাশূন্যে থাকে স্থির শুয়ে

প্রকৃতির প্রতিশোধ হামেশাই ঘটে আর দেখি

বাতাস কেবলি ছোটে উল্টো গ্রামে মারমুখী ঢেউ!

পরিশ্রমী উপার্জন সব কিছু হয়ে যাবে মেকি!

স্বপ্ন দেখি কুললক্ষ্মী দেখা দেয় সুবর্ণ প্রভাতে –

আবার সকলে মিলে ভাত খাই নুন মেখে ভাতে।