সৃষ্টির আনন্দে

চঞ্চল শাহরিয়ার

সৃষ্টির আনন্দে মেতে থাকি পুরোবৃষ্টির বিকেল

গরম কফির কাপে ধোঁয়া ওড়ে 888sport app download apkর মতো।

জীবনের দুর্বল মুহূর্তগুলোর ছুটি দিয়ে দিই

অনুগতচিত্তে রংধনু আনে দুরন্ত প্রহর।

 

ভাঙনের পর নতুন জীবন আর দেখি নাই

কতোকাল হলো সফলতা থেকে ছিটকে পড়েছি।

সাধারণে মিশে আরো সাধারণ হয়ে গেছি কবে

চাঁদের আলোর মতো স্নিগ্ধ দিন ভুলে গেছে তিথি।

 

এইসব দুঃখ ব্যথা, এইসব মোহের প্লাবন

অবসাদ থেকে নিয়ে যায় 888sport sign up bonusর কার্নিশ।

সেইখানে বর্ষা ঋতু সেইখানে মুগ্ধ গৃহস্থালি

সেইখানে আলোর ঝিলিক আনে অভিলাষী মন।