ফুটিছে ফুল প্রতিদিন, মেলে দিচ্ছে
রক্তলাল পাপড়ি সুদূর উনিশশো কুড়ি থেকে
আমরা সবাই পতঙ্গ প্রজাপতি পোকামাকড়
ঘিরে আছি ওই ফুলের চারদিক।
ফুলদলে পড়েছিলো দৈত্যের থাবা
তাতে কী? ফুলকলি ফুটবে অনাদিকাল
888sport apps নামের উদ্যানব্যাপী।
তার সৌরভ ছড়িয়ে যায় মহাকালে,
কম্পিত হাতে জল ঢেলেছি গাছের গোড়ায়
ফুলঘ্রাণে আমাদের রক্তে অগ্নিকণা।
এই ফুল ছুঁয়েছে শতাব্দীর সীমানা
বাগানে আরো কত ফুল শত শত,
এই সেঞ্চুরি ফুলের মতো আর কোনোটি না
সৌরভে মেতেছি আমরা ষোলো কোটি।

Leave a Reply
You must be logged in to post a comment.