সৈয়দ মনজুরুল ইসলাম

দূরগামী উড়োজাহাজের ভেতর সময় এবং

ঘুম ঘনিয়ে আসে

আর স্বপ্নরা মিলেমিশে একাকার হয়ে যায়

কথায় 888sport app download apkয়

পৃথিবীর মানে শুধু মাটি নয়

পানি নয়

হাওয়া নয়

অপার অনিকেত শূন্যতাও নয় অনাত্মীয়

প্রতিবেশী বেদনাকে আশৈশব চিনি আমি

অভিন্ন নদীর টানে

মানুষ যেখানে মানুষের হয়ে কথা বলে বসুধায়

সেখানে আমার গ্রাম

সেই গাঁয়ে একবার অতিথি হয়ে আসেন

সৈয়দ মনজুরুল ইসলাম