লাঙল আর বলদের ছায়া খেয়ে খেয়ে
জীবন যায় কৃষকের,
পৃথিবীর উৎকণ্ঠিত ভিড়ে কৃষক নেই –
কৃষক জানে চাষবাসের কেরামতি।
কৃষক জানে শস্য ও ফলনের খবরাখবর।
সহিষ্ণু নিভৃতে থাকে কৃষক
এক-একজন কৃষক এক-একজন
নীরব লোক –
শস্যক্ষেত্রের পরমাত্মীয়।
বিলের আলাপি জলের সঙ্গে
কথা বলতে বলতে
মৎস্যশিকার করে যেজন –
একদিন এই মৎস্যশিকারি
হয়ে যায় বালুঘড়ি;
হয়ে যায় চুপচাপ।
কৃষক আর মৎস্যশিকারির মাথার উপর
কেউ ঢালে না ঝরনার জল,
খরায় কৃষক আর মৎস্যশিকারি
থাকে স্নানবিহীন।

Leave a Reply
You must be logged in to post a comment.