শুভাশিস সিনহা
স্বপ্নময় বলে যারা ডাকে, তাদের কখনো আমি দেখি নাই
তারা প্রত্যেকেই থোকা থোকা অন্ধকার, ভারি ভারি নিশ্বাসের
কালে পাশে থাকে, কেবলই গোঙায়, নখে বা আঁচড় কাটে, আমি
সারা অঙ্গ ক্ষত নিয়ে জ্বলি দূর মিথ্যাকাশ, নীল প্রহেলিকা
আমারই রক্তের স্বাদ ঠোঁটে নিয়ে পরীরা মাটিতে নামে, ডাকে
হাত বাড়িয়ে বনে, তাদের জিভের নিচে শুয়ে থাকা মৌনহিমে
এ-দেহ মরণসুখ পেয়েছিল, আরক্তিম অঙ্গার-বাসনা
ব্যর্থ ফসলের ভা– থেকে থেকে জ্বেলেছে আগুন, বহুদিন
স্বপ্নময় স্বপ্নময় বলে তবু ডাকে, তারা জানে না বধির
আমি বহুদিন, কেবল চিলের ডাক ছাড়া অশ্রম্নতিসম্ভব
বিহঙ্গের গান, গাথাগল্প, মধুশ^াস, ফিসফিসানো প্রেমস্বর
সারারাত্রি রং ঝরে আলেয়ার শরীরের থেকে, অবিরল
ঘোরে প্রেত888sport promo code, অধররঞ্জনী থরোথর, আমি রাঙা হই
ডেকে চলে ভেঙেচুরে ধাওয়া ঈপ্সা এক, স্বপ্নময়, হা কপাল!

Leave a Reply
You must be logged in to post a comment.