সুজন হাজারী
হাঁটু গেড়ে বসেছি জয়েসের হাটসভায়
নিমগ্ন পাঠ শেষে গল্পের প্লট খুঁজি
তাঁতঘরে মাকু টানি 888sport live chatকারখানায়
স্টিফেন ডিডেলাস তুলিতে আঁকে
একজন ফরাসি নতজানু প্রার্থনায়
ঈশ্বর নেমে আসে পাশে
শ্রমিকেরা প্রিয় স্বদেশ ছেড়ে
পাড়ি দেয় অজানা অভিবাসে
পাপের দরজা পেরিয়ে
গির্জা ত্যাগ করে মহান যিশু
অনুশোচনায় বেথেলহামে পুনঃপ্রবেশ করে
মাতা মরিয়ম
সৃষ্টির যাতনায় সূর্যের আগুনে পোড়ে
আদিপিতা ঈশ্বরের সন্তানেরা
আগুনপাখি বিলুপ্ত ডিডেলাসের
বাচ্চাকে উড়াল শেখায়।

Leave a Reply
You must be logged in to post a comment.