হাসনাতভাই যে এমন অকস্মাৎ না বলে-কয়ে চলে যাবেন, দুঃস্বপ্নেও ভাবিনি। খবরটা যেন বজ্রপাতের মতো এলো।
বেশ ক-বছর কালি ও কলমের সৌজন্যে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। অত্যন্ত সুভদ্র একজন মানুষ। দুই দেশের মধ্যে ছোটাছুটি করে বেশির ভাগ কাজই উনি সামলাতেন। আমি আর কতটুকু করতাম।
তারই মধ্যে 888sport apps গেলাম। সেখানে 888sport live footballসভা থেকে শুরু করে 888sport appই শাড়ির দোকান পর্যন্ত ব্যবস্থাপনায় আবুল হাসনাতভাই।
নানান সম্পাদকীয় সভা বসেছে কলকাতায়। আলোচনা হয়েছে 888sport live football নিয়ে। তাঁর খোলামেলা নিরপেক্ষ মতামত শুনে মানুষটি সম্পর্কে আমার যেটুকু জ্ঞান। ওঁর লেখা পড়বার সুযোগ আমার হয়নি। এই মুহূর্তে সেজন্যে আক্ষেপ হচ্ছে।
উনি খুব মুখচোরা মানুষও ছিলেন। নিজের লেখা আলাপ হলে সকলেই দিয়ে থাকেন। কিন্তু উনি কোনোদিন উল্লেখও করেননি। শুধু নিষ্ঠাভরে নিজের কাজটুকুই করে গেছেন। এ-রকম মানুষ শুধু আজ বলে নয়, চিরকালই হাতে গোনা। যেখানেই থাকুন, তাঁর আত্মার শান্তি ও ক্রমোন্নতি কামনা করি।


Leave a Reply
You must be logged in to post a comment.