এখানে একদা এক নদীর জীবন ছিল
প্রিয় নাম, হেমকুড়া! সরলা মাতৃময়ী
বুকে তার জমা রেখে আমার শৈশব
প্রগতি বিশে^র পথে কত ক্রোশ পেরিয়ে এলাম!…
শিকড় উপড়ে নিয়ে শহরে এসেছি যেদিন
মনে পড়ে
পোড়া ডিজেলের ভুরভুর গন্ধ এসে বিঁধেছিল নাকে
এখন নিঃসাড় চেতনা যাপনের নষ্ট অভ্যাসে
প্রতিবাদহীন
সেই থেকে ত্রিসন্ধ্যা সয়েছি পতন দূষণের
নিত্য উৎসব
দিবসের ভ্রষ্ট আলো নিভে এলে
মাঝেমধ্যে জেগে ওঠে প্রবল সন্তাপ –
স্বচ্ছ প্রাণের রেখা – হৃদয়ে ঢেউয়ের শ্রবণ
হেমকুড়া – কোল ঘেঁষে অপত্য ডুমুরিয়া
আমার শৈশবভূমি
একদার মাটিলগ্ন প্রিয় দুটি নাম
আজ ক্লিষ্ট আত্মার ভিতর
নিরাশ্রয় পাখি হয়ে ওড়ে
অফুরান অন্তহীন শূন্যের তলে …

Leave a Reply
You must be logged in to post a comment.