হেমন্তের ধানগন্ধী 888sport sign up bonus

পথে পথে শুকনো পাতার ঘুমভাঙা ঘুম

বাতাস যেন 888sport sign up bonusর পালকবাড়ি –

ছুঁয়ে যায় হৃদয়ের সবুজ কোটর।

ভোরের শিশির এক কবির নীরব চিঠি

ধানের ছায়ায় শীতের প্রথম স্পর্শ জাগে,

বাঁশবনে পাখির ডাকে মেঘের নীরবতা ভাঙে,

সন্ধ্যার কুয়াশা হয়ে যায় বিরহী বংশীধ্বনি।

পুকুরের জলে অস্থির নক্ষত্রেরা টুপটাপ ঝরে –

একটি অসমাপ্ত গান হারিয়ে যায় কালের তলে,

হেমন্ত আসে আগন্তুকের মতো –

পায়ের শব্দে মাটি ফেটে ওঠে সোনার ধানের লহরী

হেমন্ত যেন এক চিরকালীন প্রতিশ্রুতির আবাহন,

প্রতিটি হারানো মুহূর্ত ফিরে ধানগন্ধী 888sport sign up bonusতে।