যে যাবার তাকে যেতে দাও
জলে ভেসে যাক যত পাপ
যত অভিশাপ। একাকী মুখ
ও মুখোশ অভিযোজনের
দৈর্ঘ্যরে মধ্যে সম্ভাব্য সূত্র
খুঁজতে খুঁজতে দিশেহারা
যাকে ভালোবাসতে চাও
সে বহুকাল ধরে বহুগামী
হয়ে ছলনার বিষজাল ধরে
অধিক হয়ে মধ্যগগনে
উড়িয়ে দিয়েছে মন। চেয়ে
দ্যাখো চারপাশে তুমি ছাড়া
কেউ নেই। একাকী আয়নায়
নাচতে থাকে বায়োস্কোপ
স্বপ্নের রূপ ধরে যে প্রেম
ভাসিয়েছিল বেহুলার ভেলা
তা আজ অন্ধ অন্ধকারে
অদৃশ্য হয়ে গ্যাছে গভীর
নির্জনতায়। এখন হাতের
তালুতে ছেঁড়া পাতা আর
স্তব্ধতার গান। অতঃপর
ভাবতে ভাবতে বহুদূর
অপূর্ণতা ও ব্যর্থতা ডিঙিয়ে
অস্তিত্ববাদের মুখোমুখি
উপলব্ধি ও বিনির্মাণ …

Leave a Reply
You must be logged in to post a comment.