888sport app download apk latest version 888sport live footballে গুরুত্ব দিন

আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। কালি ও কলম প্রথম 888sport free bet-প্রকাশে আপনাদের আন্তরিক সদিচ্ছা এর প্রতিটি পাতায়ই পরিদৃষ্ট। প্রতিটি যুগেই যখন মহান 888sport live footballিক ও দার্শনিকরা আপন মেধাকে বিকশিত করেছেন তখনই কোনো-না-কোনো তৎকালীন 888sport live footballপত্রিকাকে তাঁরা অবলম্বন করেছেন তাঁদের সাধনার মাধ্যম হিসেবে। তৎকালীন পত্রিকাগুলোর কর্তাব্যক্তিরাও নিজের নাম উজ্জ্বল করার চেয়ে প্রতিভা-বিকাশে ও কালজয়ী 888sport live football ও দর্শন-সৃষ্টিতে অধিকতর মনোযোগী ছিলেন। অপরকে বড় করতে গিয়ে তাঁরা নিজেরাও মহীয়ান হয়েছেন। কিন্তু আজকের এ-সময়ে 888sport live football-পত্রিকাগুলো কোনোটিতেই এ-ধরনের প্রচেষ্টা পরিলক্ষিত হয় না। 888sport live footballপত্রিকাগুলোর কর্তাব্যক্তিরা একধরনের আত্মশ্লাঘায় ভোগেন। তাঁদের ভাবটি এমন যে, আমি এক বিশাল বৃক্ষ তো রয়েছিই, তো আমার আশেপাশে ছোটখাটো দু-একটি চারাগাছ বাড়তে সাহায্য করতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো গাছই আমাকে ছাড়িয়ে যেতে পারবে না। আমাদের বর্তমান 888sport live footballজগতের রথী-মহারথীরা এ-ধরনের সংকীর্ণ মানসিকতার কারণেই – আজ তাঁরা যতই সম্মানিত হোন, সমাজের যতই মর্যাদাবান ব্যক্তিতে পরিণত হোন না কেন – একসময় ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। এ-প্রচলিত ধ্যান-ধারণা ও মানসিকতার বিরুদ্ধে কি কালি ও কলম দাঁড়াতে পারবে? হতে পারবে কি কোনো নতুন যুগের সাক্ষী? এ তো বড় কঠিন পথ, তিক্ত পথ, কিন্তু বড় মধুর এর গন্তব্য।

আমাদের বর্তমান তরুণ 888sport live chatস্রষ্টাদের ভেতরে সাধনার আকুতি তত তীব্র নয় যতটা তাড়াতাড়ি সেলিব্রেটি হওয়ার আকুতি। তাদের সৃষ্টি তাদের সাধনার ফসল নয়, অহমের ফসল। বর্তমান 888sport live footballপত্রিকাগুলো এদের উৎসাহিত করার নামে ছাইপাশ সব লেখা ছাপিয়ে এদের মেধার বিকাশকে বাধাগ্রস্ত করছে। মনে রাখতে হবে, এরা রবীন্দ্রনাথের মতো সাধক নয়, যিনি নোবেল 888sport app download bd পাওয়ার পরও তাঁর সাধনা বন্ধ করেননি। কোনোরূপ আত্মশ্লাঘা তাঁকে স্পর্শ করেনি। বরং তাঁর অধিকতর মহৎ 888sport live footballগুলো সৃষ্টি হয়েছে নোবেল 888sport app download bd পাওয়ার পর। তাই কালি ও কলমের প্রতি অনুরোধ কেবল লেখা ছাপানো বা 888sport live chat-উপস্থাপনই নয় যুগসৃষ্টির প্রয়োজনে যুগোপযোগী, গভীর চিন্তাযুক্ত ও প্রজ্ঞাসম্পন্ন দিকনির্দেশনা। আমাদের দেশে এখনো অহংকারী, কূপমণ্ডুক 888sport live footballিক, দার্শনিকদের পাশে রয়েছেন হাতে গোনা কিছু নিভৃতচারী প্রজ্ঞাসম্পন্ন যুগনির্দেশক। তাঁদের খুঁজে বের করা, আলোয় নিয়ে আসা এবং নব রেনেসাঁস সৃষ্টিতে কালি ও কলম একটি ভূমিকা পালন করবে, আশা করি।

আমাদের দেশের বর্তমান 888sport live footballচর্চায় 888sport app download apk latest version 888sport live football সম্ভবত সবচাইতে অবহেলিত। আজকাল প্রায় অধিকাংশ মহৎ 888sport live footballই বাংলায় 888sport app download apk latest version হচ্ছে। কিন্তু এর পুরোটিই ব্যাবসাবুদ্ধি থেকে আহুত। অদক্ষ, অর্ধশিক্ষিত 888sport app download apk latest versionক কর্তৃক অনূদিত। 888sport live footballের মূলরস এতে একেবারেই অনুপস্থিত। তাছাড়া এসবের পাঠকরাও মূলত মহৎ 888sport live footballরস আস্বাদনের চেয়ে এগুলো পাঠে একধরনের আত্মতৃপ্তির প্রয়াসী হয়। কালি ও কলমের প্রতি বিশেষ অনুরোধ, আমাদের দেশে এখনো যে অল্পসংখ্যক, হাতে গোনা, মহান 888sport app download apk latest versionক ব্যক্তিত্ব রয়েছেন, তাঁদের মাধ্যমে 888sport app download apk latest version 888sport live footballকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রয়াসী হবেন। কালি ও কলম-এর প্রথম 888sport free betতেই 888sport apk-সম্পর্কিত লেখা প্রকাশ হওয়া অত্যন্ত আশা-জাগানিয়া। আজকাল 888sport apkের প্রতিটি নতুন তত্ত্ব বা আবিষ্কারেই চযরষড়ংড়ঢ়যরপধষ ধংঢ়বপঃ বিবেচনা করা হয়। 888sport apkের এ-দার্শনিক দিকটি নিঃসন্দেহে নতুন প্রজন্মের ভাবনার খোরাক যোগাবে। কালি ও কলম এর গভীরে প্রবেশ করুক, এ-আশাই করি।

পরিশেষে এ-কথাই শুধু বলবার যে, আমরা এ-জাতি এক মহান ঐতিহ্যের উত্তরাধিকার। একটি বিশেষ গোষ্ঠী আমাদের এ-পরিচয়টাই ভুলিয়ে দিতে চায়, কারণ পরিচয়হীন মানুষ কখনো দৃঢ় পায়ে আপন মেরুদণ্ডের উপর সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু আমরা বিশ্বাস করি, ধ্বংস¯তূপ থেকে আমাদের পুনরুত্থান ঘটবেই। কল্যাণের ছায়া শান্ত করুক সমস্ত উত্তাপকে।

বাণীদূত

বুয়েট, 888sport app।