অপরপ্রান্তে 

এই পৃথিবীর অপর প্রান্তে তুমি,

হয়তো সেখানে রোদ্দুর করে খেলা,

রাত জেগে আঁকি আকাশের ক্যানভাসে 

তোমার চোখের তপ্ত সাগরবেলা!

কন্যা তোমার কী নাম দিয়েছি জানো?

জানবে না তুমি, জানবে না কোনোদিন! 

তোমার রয়েছে ছুটে চলবার তাড়া,

একলা আমার শুধু হৃদয়ের ঋণ।

তোমার শহরে আকাশ ভাসছে সুখে,

বৃষ্টি নামছে হয়তোবা ঝিরিঝিরি … 

আমার এখানে কেবলই অন্ধকার, 

কুয়াশা ঢেকেছে আকাশ ছোঁয়ার সিঁড়ি 

টুপটাপ ঝরে শিশিরের কণা বুঝি,

শীত নেমে আসে ধূসর চাদর গায়ে …

তোমার শহরে উষ্ণ হাওয়ারা খেলে,

আমি খুঁজে ফিরি শুধু এক কাপ চায়ে।

তুমি কি হাঁটছ ছায়াপথ ধরে একা,

পাশে আছে কেউ? আমার ছায়া কি নেই?

বুঝেছ কি মেয়ে তোমার হাতের ’পরে,

হাত রেখে আছি পরদেশি আমি এই।

পৃথিবী চলুক আপন কক্ষপথে,

তোমার শহর থাকুক আলোয় ভরে …

আঁধারযাত্রী প্রেমের প্রদীপ জ্বেলে,

আমি ঘুরে মরি তোমাকে কেন্দ্র করে।