অবনত চোখ জানে

অহ নওরোজ

কী তোমাকে খুশি করে – মাথার নিকটে

অথবা বিভাব রাখে – অথবা কখনো

পেয়ারা গাছের পাশে নরম বিকেলে

পড়ে থাকা মৃদু আওয়াজের ভেতর

তোমাকে আমাকে বারবার নিয়ে যায় –

অথবা কীভাবে চির হরিয়াল রঙে

অগণন রোদে তরুণ পাতার ভেতর

তোমাকে পাওয়া যায় নিবিড় মেজাজে –

সেসবের ইতিহাস বহু দিন আগে

হাওয়ার পিঠে চড়ে ভেসেছে বিভ্রমে –

অথবা চলার পথে অবনত চোখে

কখনো তাকালে : পাতা আর ছায়াদের

ঘন যাতায়াত দেখে মনে পড়ে যায়

যা কিছু আছে আচক্রবাল বিস্তারে –