আকাশপ্রদীপ

কালীকৃষ্ণ গুহ

 

‘ঢাকিরা ঢাক বাজায় খালেবিলে’ –

কেন বাজায় কেউ জানে না তা

কারা শোনে কে দেয় হাততালি?

উত্তর নেই – উড়ছে বটপাতা।

 

এই কথাটা নিয়ে কবির কবি

অনেক কথা ভেবেছিলেন মনে –

কতকালের অবাক-করা কথা

সময় বহন করছে নির্জনে।

 

মাঠের পাশে একলা একটা বুড়ি

চাটাই বোনে, এই শুধু কাজ তার

ডাকাত দলে হরণ করল মেয়ে

দুঃসহ সেই 888sport sign up bonusর অধিকার।

 

বুকফাটা এক দুঃখ আছে 888sport app

কথার মধ্যে ভাষার ছন্দ-মিলে

আকাশপ্রদীপ জ্বলছে দৃশ্যাতীতে

ঢাকিরা ঢাক বাজায় খালেবিলে।