আত্মমুক্তি

মৃত্যু আজ আত্মমুক্তি দিচ্ছে!

জীবনের নামে আর এক 888sport live chatরীতি তৈরি হয়

প্যালেস্টাইন কিংবা ইরাকে,

জীবন ও মৃত্যু দুটোই সেখানে আত্মবিকাশের শক্তি।

আপাতমধুর প্রলোভনে টেনে নিয়ে যায় কারা?

প্রাণপাখি নিয়ে-

পৃথিবীতে আমরা দৈত্যের জঠরেই বাস করছি।

জীবনের জন্য প্রস্ফুটন : অথচ শুধুই আজ

জন্ম-কান্নার বদলে মড়াকান্না তৈরি করে কারা?

অশ্রুজল আর কাতরধ্বনির মধ্যে

ভণ্ড বাকচাতুরীতে শুধুই লুণ্ঠিত হয়ে

আত্মশক্তি হারিয়ে শুধুই দেহধারণে কী লাভ?

এর চেয়ে স্বেচ্ছামৃত্যু শ্রেয়

স্বেচ্ছামৃত্যু আত্মমুক্তি দেয়।

জীবন ও মৃত্যু আজ হাত ধরাধরি করে চলে

যেন উদে-কুসে দুই ভাই!

জন্মতিথি ও স্বেচ্ছামৃত্যুর লগ্ন আজ এক হয়ে

সংবেদনশীলতা ও বোধশক্তি নিয়ে

পরিস্রাবণের ভেতর দিয়ে জীবনের লাবণ্য ফিরে পেতে

আত্মবিকাশের সংস্কৃতি গড়ে ওঠে।

দানবেরা বিকৃত-দেহজ কামনায় শুধু আত্মপূজা করে

জীবনচক্রের নামে আমাদের কোনখানে নিয়ে যেতে চায়?

জিয়নকাঠি কি শুধু তাদেরই হাতে?