আত্মস্থ সরলরেখায়

অসুন্দর সরলরেখায়

আপনি কখনো ছিলেন না

বিন্দু থেকে সরলরেখায় কোনো জটিলতা নেই

আপনার সমুদ্র থেকে অনায়াসে আমরা পেতাম

মধুর নির্যাস

আলোকের ঝর্নাধারায় নিজেকে চিনতে গিয়ে

যখন খুঁজে ফিরি নানা জিজ্ঞাসা

বিন্দু থেকে সরলরেখায় দাগ পড়ে গিয়ে

আলোকের বিপরীতে অর্ধসত্য জনারণ্যে ঘোরে

তখন আপনি এসে বিভাজিত সরলরেখাটি

উল্টে দিয়ে স্পষ্ট করে তুলে

বলে দেন – এইবার রেখাকে আত্মস্থ করো।