মারুফুল ইসলাম
পার্থিব সন্ধ্যায় আমি তাঁর নেমন্তন্ন পাই
অনুভবের ছায়ায় বসে থাকি পাশে
আমাদের অপার্থিব গান শোনান অপত্যস্নেহে
রবীন্দ্রনাথ ঠাকুর
যে-বাতাস কাউকেই মানে না
সেও প্রিয় পাখি হয়ে মূর্ছনা ছড়ায় চিম্বুক-চুড়োয়
কোথা থেকে আলো আসে? এতো আলো
কে তবে উপুড় করে সুরভির শিশি
মধ্যরাতে মাঝপথে রেলগাড়ি থামে
খুব কাছে কে যেন আবৃত্তি করে
পুরনো গদ্যের আবিষ্কৃত কথামালা
সুস্পষ্ট জ্যোৎস্নায় এই কণ্ঠ একবার মাত্র পায়
বহুবাচনিক এ-পৃথিবী
দুচোখের জানালায় 888sport cricket BPL rate আর একাত্তরের
সোনালি রোদ্দুর
কালিদাসের উত্তর-মেঘ তাঁকে চিঠি লেখে
চ-ীদাস পাঠান বৃষ্টির বার্তা
তাঁর স্পর্শে মানুষের ভেতর জেগে থাকে মানুষ
তাঁকে নিয়ে চিরায়ত উৎসব লালসবুজ অববাহিকায়

Leave a Reply
You must be logged in to post a comment.