আবুল হাসনাতের 888sport sign up bonusর উদ্দেশে

বাংলা ভেঙে দু-টুকরো হয়ে গেছে

কিন্তু বাঙালির মন পুরোপুরি

দু-টুকরো হতে পারেনি।

বাঙালির মনকেও ভেঙে

দু-টুকরো করার জন্য আকাশে

পতাকা তোলা হচ্ছে।

ভয়াবহ সব ধর্মপতাকা।

সেইসব অগণিত ভাঙনের পতাকার নিচে দাঁড়িয়ে

যাঁরা হাহা করে বিদ্রূপের হাসি

হেসেছেন

আপনি ছিলেন তাঁদের একজন।

আপনার পতাকার নাম ছিল

কালি ও কলম। পতাকাটি চিরদিন উড়বে …