আমাকে দিয়েছিলে তুমি অসীম আকাশ।
আকাশটা পেয়েছিলাম আমি-আমরাই।
পিতামহের সেই সৌভাগ্য হয়নি।
আর পেয়েছিলাম অনেক অনেকের ত্যাগে আর সাধনায়।
পেয়েছিলাম
কেননা তুমিই চেয়েছিলে
আমাদের ঘাড় থেকে নেমে যাবে
দুঃখ অপমানের ভারি ভারি বোঝা
দু’চোখ থেকে দুঃস্বপ্নের দিনগুলো
রাতগুলো
চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে;
ক্ষুধা আর অভাব
আঁতিপাঁতি করে খুঁজলেও
এ দেশে আর পাওয়া যাবে না,
আবেগহীন শব্দ হয়ে
শুধু অভিধানেই থেকে যাবে।
পুনর্মুদ্রণ : দুই বাংলার 888sport app download apkয় বঙ্গবন্ধু
সম্পাদক আহমেদ সুবীর
শিশু888sport live football কেন্দ্র, ২০১৬

Leave a Reply
You must be logged in to post a comment.