আমার কালি ও কলম, আমাদের কালি ও কলম

কালি ও কলম 888sport appsের শুদ্ধ 888sport live football ধারায় এক অনন্য প্রগতিশীল 888sport live footballপত্রিকার নাম। ২০০৪ সালে প্রথম কালি ও কলম 888sport live football, 888sport live chat, সংস্কৃতি বিষয়ক বাংলা মাসিক পত্রিকা হিসেবে যখন আমাদের হাতে এলো, যারপরনাই আনন্দে আমরা কবি-লেখক-888sport live chatী-888sport live footballিকবৃন্দ তুমুলভাবে অভিনন্দন জানিয়েছিলাম। আপ্লুত হয়েছিলাম একজন কবি হিসেবে, এই জন্যে যে, নতুন এক শুদ্ধতম পরিসর পেলাম, যেখানে নিজের সৃষ্টিশীল কাজ প্রকাশের অবারিত এক দিগন্ত খুলে গেল। সত্যিকার অর্থে নির্ভেজাল 888sport live footballপত্রিকার অভাব তো ছিলই। আজ অবধি মাসিক এই পত্রিকাটি 888sport live footballের আলাদা আভিজাত্যে, 888sport live chatসৌকর্যে এবং বিষয় ভাবনায় সমৃদ্ধ রচনা প্রকাশে তার স্বকীয়তা বজায় রেখে চলেছে।

মাসিক ভিত্তিতে প্রকাশিত বহুল সমাদৃত পত্রিকাটির প্রকাশক আবুল খায়ের এবং প্রতিষ্ঠাকালীন সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন বাংলা 888sport live footballের খ্যাতিমান জাতীয় অধ্যাপক ও 888sport app বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আনিসুজ্জামান স্যার। তাঁর অবর্তমানে দায়িত্ব পালন করছেন অপর শিক্ষাবিদ ও কথা888sport live footballিক 888sport app বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। একইভাবে প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও কবি আবুল হাসনাতের অবর্তমানে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কথা888sport live footballিক সুব্রত বড়ুয়া। ভাষা ও 888sport live footballে তাঁর অবদানের জন্য 888sport apps সরকার তাঁকে ২০১৮ সালে 888sport appsের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 888sport cricket BPL rateে পদকে ভূষিত করেছে।

ড. আনিসুজ্জামান এবং কবি আবুল হাসনাত – এই দুই মহৎপ্রাণ ব্যক্তিত্বকে হারিয়েছি আমরা বড় ক্রান্তিকালে। দুজনেই আত্মঘাতী করোনার রোষানলে পড়ে আর ফিরতে পারেননি। আমাদের ছেড়ে অনন্তবাসে অবস্থান নিয়েছেন তাঁরা দুজনেই। তাঁদের অভাব ও অবদান বাংলা 888sport live football অনুরাগী মাত্রই নিয়ত অনুভব করবে পলে পলে। এই দুই মহৎ আত্মার শান্তি কামনা করছি এই লেখার মাধ্যমে।

কালি ও কলমের আরো দুজন সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে কবি রুবী রহমান এবং লুভা নাহিদ চৌধুরী আমার প্রিয় ব্যক্তিদের অন্যতম। কবি রুবী রহমান ষাটের দশকে আমাদের অগ্রজ কবি, কবি রফিক আজাদের সতীর্থ বটে। পাশাপাশি আমাদেরও তিনি অগ্রজবন্ধু কবি হিসেবে তাঁর সস্নেহ আদর, ভালোবাসা, পরামর্শ যেমন পেয়েছি, তেমনি তাঁর পাশে থেকে অনুভব করেছি তাঁর সর্বস্ব হারানোর দুঃসহ দিনের একাকিত্বকে। স্বামী শ্রমিকনেতা নুরুল ইসলাম এবং পুত্র তমোহরকে হারিয়ে তাঁর যে বেদনার্ত একাকিত্ব এবং নিঃসঙ্গতা – তুলনাহীন তাঁর এই দহন ও কষ্টের কথা ভাষা পেয়েছে তমোহর শীর্ষক কাব্যগ্রন্থে। সংগীত888sport live chatী, লেখক এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদের কর্মক্ষেত্রের পরিসর অত্যন্ত ব্যাপক এবং নানা মাত্রায় বিস্তৃত। অসাধারণ তাঁর গায়কি, এক মৌন ব্যক্তিত্বের অধিকারিণী তিনি। তাঁর সংগীতের ভক্ত আমি।

বহিরঙ্গে এবং অন্তরঙ্গে কালি ও কলম সর্বতোভাবে ব্যতিক্রম দৃষ্টান্ত 888sport live footballামোদীদের কাছে।

উল্লেখ্য যে, ২০০৮ সাল থেকে 888sport appsের নবীন কবি-লেখকদের 888sport live footballচর্চাকে অনুপ্রাণিত, গতিময় ও সৃজনধারাকে অধিকতর স্রোতস্বিনী করার লক্ষ্যে কালি ও কলম ‘তরুণ কবি ও লেখক 888sport app download bd’ প্রদানের উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগটি তরুণ কবি ও লেখকদের মনে এক ধরনের আশার পিদিম জ্বেলে দিয়েছে এবং সৃজনশীল ধারার লেখকদের রচনায় অধিক সচেতন মনোনিবেশ ও গভীর মননশীল 888sport live chatবৈচিত্র্যের দিকে আকৃষ্ট করেছে বলে আমার বিশ্বাস।

কাকতালীয়ভাবে বেশ কবার 888sport app download bd কমিটির প্রাথমিক বিচারক হিসেবে তরুণদের অনেক লেখা পাঠের সুযোগ হয়েছে আমার। উল্লেখ্য, পাঁচটি বিভাগ, যথা – 888sport app download apk, কথা888sport live football, 888sport live, মুক্তিযুদ্ধভিত্তিক  888sport live football ও শিশু-কিশোর 888sport live football – এই পাঁচটি বিভাগে 888sport app download bd প্রদান করা হয়ে থাকে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগটি সৃজনশীল বাংলা 888sport live footballের ধারাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করছে।

সালটি ঠিক মনে নেই, যে-বছর বিচারক ছিলাম সে-বছর কবি ওবায়েদ আকাশ 888sport app download apkয় প্রথম তরুণ কবি হিসেবে পুরস্কৃত হয়েছিল। আমিও তাকে সর্বোচ্চ নম্বর দিয়েছিলাম। সাইমন জাকারিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। লোকসংস্কৃতি গবেষক হিসেবে ২০০৮ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক 888sport app download bd’ পেয়েছে সে। তার ক্ষেত্রেও সর্বোচ্চ নম্বর দিয়েছিলাম আমি। আত্মতৃপ্তি  সেখানেই।

বাংলা একাডেমিতে সাইমন জাকারিয়া নিজের যথার্থ এক ক্যারিয়ার সৃষ্টি করতে পেরেছে। পাশাপাশি হাজার বছরের বাংলা 888sport app download apkর নিদর্শন চর্যাপদ নিয়ে তার গবেষণা এবং ব্যতিক্রমী উদ্ভাবনা ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষভাবে বৌদ্ধ সহজিয়াপন্থী ধর্মীয় সাধনসংগীত হিসেবে রচিত এই চর্যাপদ সাধিকাদের কণ্ঠে নতুনভাবে পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের হৃদয়ে। ধারণা করি, হারিয়ে যাওয়া চর্যাপদ নতুনভাবে তার মূলমন্ত্র নিয়ে শ্রোতা-দর্শককে আবিষ্ট করে তুলতে পেরেছে ইতোমধ্যে।

ওবায়েদ আকাশ আজ বাংলা 888sport app download apkর ধারায় উল্লেখযোগ্য ব্যতিক্রমী প্রতিভা। দৈনিক সংবাদ পত্রিকার বিখ্যাত 888sport live football সাময়িকীর মেধাবী সম্পাদক। ইতোমধ্যে বাংলা 888sport app download apkর ধারায় তার আলাদা কণ্ঠস্বরটি আমরা শনাক্ত করতে পেরেছি। তার সুলতানপুর শুধু তার নিজ জন্মভূমি নয় – পাঠকের হৃদয়ে হৃদয়ে বাস করে আজ সুলতানপুরের প্রাকৃত-পুরাণ। এছাড়া দীর্ঘ পঁচিশ বছর লিটল ম্যাগাজিন আন্দোলনের ধারাবাহিকতায় শালুক একটি বিশেষ নাম। কবি ওবায়েদ আকাশ শুধু নিজে কবি হিসেবে থাকেনি, অনেককে কবি করেছে সাপ্তাহিক রোববার পত্রিকার সম্পাদক এবং কবি রফিক আজাদের মতোই। পাশাপাশি একটি বিশেষ পাঠকগোষ্ঠী সৃষ্টি করতে পেরেছে – 888sport live footballের বর্তমান ধারায়।

বিচারক আসনে বসে বেশ কিছু অনন্যসাধারণ বই পেয়েছিলাম, যা 888sport app download bdযোগ্য। কিন্তু এত 888sport app download bd দেওয়া তো সম্ভব হয় না কোনো প্রতিষ্ঠানের পক্ষে। কাজেই বিশ্বাস করি সেসব বই কোনো না কোনো সময়ে পাঠকের দৃষ্টি কাড়বে।

বাংলা 888sport live footballের অধ্যাপক হিসেবে ধারণা করি, আমাকে বিচারক হিসেবে নির্বাচন করেছিলেন তৎকালীন বিখ্যাত সম্পাদক ও কবি আবুল হাসনাত। অথবা আরো কেউ থাকতে পারেন আমার সমর্থনে।

উল্লেখ না করলেই নয়, কিংবদন্তিতুল্য সম্পাদক কবি আবুল হাসনাত ভাইয়ের সঙ্গে আমার একটু কাজ করার সুযোগ হয়েছিল। মুক্তিযোদ্ধা ও কবি রফিক আজাদের প্রয়াণের পরে ২০১৭ সাল থেকে আমরা বেশ কজন কবি এবং সংস্কৃতিকর্মী মিলে কবি রফিক আজাদ 888sport sign up bonus পর্ষদ গঠন করেছিলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে হাসনাত ভাই এই পর্ষদের গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তাঁর পরামর্শে কবি রফিক আজাদ 888sport sign up bonus পর্ষদ ২০২১ সাল থেকে 888sport app download apkয় কিংবা মুক্তিযুদ্ধে কিংবা সাংবাদিকতায় একটি 888sport app download bd প্রদান করে যাচ্ছে। এই প্রক্রিয়ার নিয়মাবলি সব নিজ হাতে হাসনাত ভাই লিখে দিয়ে গেছেন। এই ঋণ কবি রফিক আজাদ 888sport sign up bonus পর্ষদের কেউ কখনো ভুলবে না। তাঁর অবদান চির888sport app download for androidীয় হয়ে থাকবে।

বর্তমান সহযোগী সম্পাদক স্নেহভাজন কবি আশফাক খানের অনুরোধেও বেশ কিছু গদ্য লিখেছি। বিশেষভাবে কবি শামসুর রাহমান, কবি আবুল হাসনাত 888sport app download for androidে দুটো উল্লেখযোগ্য লেখার কথা মনে পড়ছে। পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে 888sport app download apk তো লিখেই চলেছি।

রফিক আজাদের সর্বশেষ কাব্যগ্রন্থ যে আঁধার আলোর অধিক বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। সেজন্যে ধন্যবাদ জানাই এই সংস্থার কর্ণধার আবুল খায়ের সাহেবকে, যিনি 888sport live chat-সংস্কৃতি এবং প্রকাশনা 888sport live chatের উন্নয়নে নানাভাবে অবদান রেখে চলেছেন।

এই পত্রিকার সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আমার 888sport apk download apk latest version, ভালোবাসা ও মঙ্গলকামনা সতত।