আমি চলে যাচ্ছি

অনাগত 888sport app download apkগুলির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি

তাদের লিখতে পারলাম না বলে।

না-দেখা স্বপ্নগুলির কাছে

আমার দুঃখ প্রকাশ এই ভাবে

তাদের দেখতে পারলাম না আমি।

তারা থাক গোলাপ কলির কাছে

মেঠোপথের সুরের বাঁকে

পাখিদের ঝাঁকে ঝাঁকে

চাঁদ সূর্যের বুনে যাওয়া

কিরণ কলমের আঁকে।

এখনো অনেক পথ ছিল যাওয়ার

ক্ষমা চেয়ে নিচ্ছি পথগুলির কাছে

যেতে পারলাম না বলে।

অন্য পায়ের শব্দে শব্দে

তোমরা ভালো থেকো ভাই।

যে-নদীটা আমার প্রিয় ছিল – যে-জানালাটা

ক্ষমা চেয়ে নিচ্ছি – ক্ষমা করে দিও

তোমাদের দেওয়া চোখভর্তি ঢেউয়ে

আমি এখনো মুগ্ধতা পেতাম বহু।

চোখের মনের চুক্তিটা বাতিল করে দিচ্ছি –

তোমাদের সাথে আর দেখা হবে না

আমি চলে যাচ্ছি।