আলোর প্রকৃতি

ভালোবাসা মানে তুমুল বৃষ্টিতে তোমাকে ভাবতে থাকা

আর অন্যমনস্কভাবে হুইস্কি পান করে যত গ্লানি জমে

থাকা ভুল ও অপেক্ষার ভেতরে পা ডুবিয়ে বসে থাকা

নয়! ভালোবাসা মানে এই ধুলো-বালির সংসারে বৃষ্টির

জলে অমানুষের যত লোভ ও যাতনা সহ্য করা নয়!

ভালোবাসা মানে অনন্তকাল মুখোমুখি বসে থাকা …

যারা দুঃসময়ে মুখ ফিরিয়ে নেয় তাদের গ্রীবা চিরকাল

বাঁকা হয়ে থাক! কে আছে এমন যে এনে দিতে পারে

আলোর প্রকৃতি, জলের নূপুর, মায়াবী ভোর …

এই তো গতকালই খুব উচ্ছ্বাসে যখন যশোর রোড ধরে

হাঁটছিলাম দিগন্ত অবধি কোনো বিক্ষুব্ধ বাতাস ছিল না!

কে কার জন্য উজাড় করে দেয় জাগরণের দৃশ্যসমূহ?

গুঞ্জরিত সন্ধ্যায় আলোর গোলক গড়িয়ে গড়িয়ে যায়

ভালোবাসার কোনো রং থাকে না পিপাসার্ত নদীর মতো

অপাঠ্য জলের কঙ্কাল পরাবাস্তব হাওয়ায় প্রশ্রয় খোঁজে!

অতএব কেউ কারো থাকে না! তুমুল সম্ভাবনার ওপর

যারা উত্তাপ ছড়িয়ে দেয় তারাও কখনো কারো ছিল না!

অতএব কোনো মুহূর্তেরই কোনো মূল্য নেই। অপেক্ষা

তীব্র বৈপরীত্য নিয়ে নিষিদ্ধ পথের দিকে প্রশ্নবোধক চিহ্ন

হয়ে দূরত্বের সন্ন্যাস রচনা করে! দেখা না হবার দিনগুলি

এমনই বেদনাসঞ্চারী গন্তব্যহীন চন্দ্রের রহস্যঘন মুখ!