সৌভিক রেজা
অধ্যাপক অশোক সেন মনে করতেন যে, ‘নানা গরমিলে শিক্ষিতজনের আগাপাশতলায় স্ববিরোধের অভাব নেই।’ কথাটি খুবই সত্যি বলে মনে হয়। সেই অশোক সেনই বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, ‘V idyasagar loved his ego responsibly, conceived of it as a social task, and was greedless in its pursuance; such were his bonafides.’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘দয়ার সাগর’ নামেও পরিচিত ছিলেন। মধুসূদন দত্ত যে লিখেছিলেন –
বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে।
করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে,
দীন যে, দীনের বন্ধু! উজ্জ্বল জগতে
হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে।
কথাগুলো কবির আবেগ থেকে উচ্চারিত হলেও এর নিহিত সত্যটাকে আমরা অস্বীকার করতে পারি না। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘জ্ঞান ও মনীষার জন্য ‘বিদ্যাসাগর’ উপাধি তিনি তাঁর শিক্ষকদের কাছ থেকে পেয়েছিলেন। কিন্তু তাঁর সাধারণ দেশবাসী তাঁকে আরেকটি উপাধিতে ভূষিত করেছিল। সাধারণ মানুষের কাছে তিনি ‘দয়ার সাগর’ নামেই পরিচিত।’ এই উপাধি যে নিছকই শুধু উপাধি নয়, সেটি ব্যাখ্যা করতে গিয়ে সুনীতিকুমার জানিয়েছিলেন, ‘এই একটি উপাধির মধ্য দিয়ে তাঁর চরিত্রের মস্ত বড় একটি দিক উদ্ঘাটিত হয়েছে। একদিকে তিনি সুপণ্ডিত ও শিক্ষাব্রতী, তাঁর যুক্তিবাদী মননের ঔজ্জ্বল্যে ঊনবিংশ শতাব্দীর প্রত্যেকটি আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়িয়েছেন, অন্যদিকে তাঁর হৃদয় দুঃস্থ মানবতার জন্য করুণায় বিগলিত।’ সেইসঙ্গে বিদ্যাসাগরের অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘তাঁর দেশবাসীর জন্য শিক্ষার ক্ষেত্রে এবং সমাজের উন্নতির জন্য বিশেষত এদেশের 888sport promo codeদের জন্য তিনি যা করেছিলেন, তার তুলনা নেই।’ শুধু এইটুকুনই বলে ক্ষান্ত হননি সুনীতিবাবু। সেইসঙ্গে এটিও যোগ করে তাঁকে বলতে হয়েছে – ‘বিদ্যাসাগরের একটি মহৎ হৃদয় ছিল, যা আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল; কখনও কোনো অন্যায়, দম্ভ বা ঔদ্ধত্যের কাছে সে মাথা নমিত হয়নি। এমনকি শাসক ব্রিটিশ রাজপুরুষও তাঁকে অবহেলা করতে পারেনি।’ তার ফলে আমরা দেখতে পাই, সুনীতিবাবুর ভাষায়, ‘তাঁর প্রবল সততার সঙ্গে যুক্ত হয়েছিল সাহস ও সদিচ্ছা। এইসকল গুণের সমন্বয়ে তাঁর যে প্রবল ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, তাঁকে কেউই কখনও অস্বীকার করতে পারেনি।’কেন অস্বীকার করা যায়নি, সেটির কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, ঈশ্বরচন্দ্র ‘একদিকে আদর্শ সন্তান হিসেবে তাঁর জনকজননীর প্রতি 888sport apk download apk latest versionয় ও ভালবাসায় যেমন আপ্লুত ছিলেন, অন্যদিকে দীন থেকে দীনতম ব্যক্তির সেবায় তিনি নিজেকে উত্তীর্ণ করে এক নিঃস্বার্থ ব্যক্তিসত্তায় বিরাজ করেছেন। আমাদের ব্যক্তিজীবনে নিঃসন্দেহে তিনি আদর্শ পুরুষ।’ এ-কথা নিশ্চিতভাবেই বলা যায়, বিদ্যাসাগরের এই আদর্শবাদিতার সঙ্গে তাঁর প্রতিভার একটি যোগসূত্র রয়েছে।
২
প্রতিভা’ সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ আমাদের সবিস্তারে জানিয়েছেন, ‘প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশমাত্র। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো; আর, মনুষ্যত্ব চরিত্রের দিবালোক, তাহা সর্বত্রব্যাপী ও স্থির।’ এসবের পাশাপাশি তিনি এটিও মনে করতেন যে, ‘প্রতিভা মানুষের সর্বশ্রেষ্ঠ অংশ; আর, মনুষ্যত্ব জীবনের সকল মুহূর্তেই সকল কার্যেই আপনাকে ব্যক্ত করিতে থাকে। প্রতিভা অনেক সময়ে বিদ্যুতের ন্যায় আপনার আংশকিতাবশতই লোকচক্ষে তীব্রতররূপে আঘাত করে এবং চরিত্রমহত্ত্ব আপনার ব্যাপকতাগুণেই প্রতিভা অপেক্ষা ম্লানতর বলিয়া প্রতীয়মান হয়। কিন্তু চরিত্রের শ্রেষ্ঠতাই যে যথার্থ শ্রেষ্ঠতা, ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না।’ এ-বিষয়ে আর যাঁরই হোক রবীন্দ্রনাথের যে কোনো সংশয় ছিল না সেটি তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ এটিও মানতেন যে, ‘এই চরিত্ররচনার প্রতিভা কোনো সাম্প্রদায়িক শাস্ত্র মানিয়া চলে না।’ কেন তা মেনে চলে না – সে-বিষয়ে রবীন্দ্রনাথ উদাহরণ দিয়ে জানিয়েছেন, ‘প্রকৃত কবির কবিত্ব যেমন অলংকারশাস্ত্রের অতীত, অথচ বিশ্বহৃদয়ের মধ্যে বিরচিত নিগূঢ়নিহিত এক অলিখিত অলংকারশাস্ত্রের কোনো নিয়মের সহিত তাহার স্বভাবত কোনো বিরোধ হয় না; তেমনি যাঁহারা যথার্থ মনুষ্য তাঁহাদের শাস্ত্র তাঁহাদের অন্তরের মধ্যে, অথচ বিশ্বব্যাপী মনুষ্যত্বের সমস্ত নিত্যবিধানগুলির সঙ্গে সে শাস্ত্র আপনি মিলিয়া যায়। অতএব, 888sport app প্রতিভায় যেমন ‘ওরিজিন্যালিটি’ অর্থাৎ অনন্যতন্ত্রতা প্রকাশ পায়, মহচ্চরিত্রবিকাশেও সেইরূপ অনন্যতন্ত্রতার প্রয়োজন হয়।’
এই ‘অনন্যতন্ত্রতার’ প্রকাশ তিনি দেখতে পেয়েছিলেন বিদ্যাসাগরের প্রতিভার মধ্যে, তাঁর চরিত্রের মধ্যে, তাঁর অসাম্প্রদায়িক মানবিক চেতনার মধ্যে। যে-কারণে রবীন্দ্রনাথকে বলতে দেখি, ‘অনেকে বিদ্যাসাগরের অনন্যতন্ত্র প্রতিভা ছিল না বলিয়া আভাস দিয়া থাকেন; তাঁহারা জানেন, অনন্যতন্ত্রত্ব কেবল 888sport live footballে এবং 888sport live chatে, 888sport apkে এবং দর্শনেই প্রকাশ পাইয়া থাকে। বিদ্যাসাগর এই অকৃতকীর্তি অকিঞ্চিৎকর বঙ্গসমাজের মধ্যে নিজের চরিত্রকে মনুষ্যত্বের আদর্শরূপে প্রস্ফুট করিয়া যে এক অসামান্য অনন্যতন্ত্রত্ব প্রকাশ করিয়াছেন তাহা বাংলার ইতিহাসে অতিশয় বিরল।’ এ-প্রসঙ্গে রবীন্দ্রনাথ আরেকজন মাত্র বাঙালির নাম উল্লেখ করেন, তিনি হলেন রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ মনে করতেন, ‘অন্তরস্থ মনুষ্যত্বের স্বাধীনতার নামই নিজত্ব। এই নিজত্ব ব্যক্তভাবে ব্যক্তিবিশেষের, কিন্তু নিগূঢ়ভাবে সমস্ত মানবের। মহৎ ব্যক্তিরা এই নিজত্বপ্রভাবে একদিকে স্বতন্ত্র, একক, অন্যদিকে সমস্ত মানবজাতির সবর্ণ, সহোদর।’ বিদ্যাসাগরের মধ্যে আমরা সেইটির নিদর্শনও দেখতে পাই। রবীন্দ্রনাথের ভাষ্যমতে, ‘আমাদের দেশে রামমোহন রায় এবং বিদ্যাসাগর উভয়েরই জীবনে ইহার পরিচয় পাওয়া যায়। একদিকে যেমন তাঁহারা ভারতবর্ষীয়, তেমনি অপর দিকে য়ুরোপীয় প্রকৃতির সহিত তাঁহাদের চরিত্রের বিস্তর নিকট-সাদৃশ্য দেখিতে পাই। অথচ তাহা অনুকরণগত সাদৃশ্য নহে। বেশভূষায় আচার-ব্যবহারে তাঁহারা সম্পূর্ণ বাঙালি ছিলেন; স্বজাতির শাস্ত্রজ্ঞানে তাঁহাদের সমতুল্য কেহ ছিল না; স্বজাতিকে মাতৃভাষায় শিক্ষাদানের মূলপত্তন তাঁহারাই করিয়া গিয়াছেন – অথচ নির্ভীক বলিষ্ঠতা, সত্যচারিতা, লোকহিতৈষা, দৃঢ়প্রতিজ্ঞা এবং আত্মনির্ভরতায় তাঁহারা বিশেষরূপে য়ুরোপীয় মহাজনদের সহিত তুলনীয় ছিলেন।’ রবীন্দ্রনাথ তাঁর এই মন্তব্যের সঙ্গে আরো যোগ করে বলেছেন, ‘য়ুরোপীয় কেন, সরল সত্যপ্রিয় সাঁওতালেরাও যে অংশে মনুষ্যত্বে ভূষিত, সেই অংশ বিদ্যাসাগর তাঁহার স্বজাতীয় বাঙালির অপেক্ষা সাঁওতালের সহিত আপনার অন্তরের যথার্থ ঐক্য অনুভব করিতেন।’ এখানে রবীন্দ্রনাথ গুরুত্ব দিয়েছেন ঈশ্বরচন্দ্রের চারিত্রিক দৃঢ়তার ওপর, যা ইউরোপিয়ানদের একার সম্পত্তি নয়। তিনি ঈশ্বরচেন্দ্রর চরিত্রের গড়নের মধ্যে তাঁর পূর্বপুরুষদের ‘মহত্ত্বের উপকরণ’গুলোর গুরুত্ব অস্বীকার করেননি। সে-কারণেই বলেছিলেন, ‘বিদ্যাসাগরের চরিত্রসৃষ্টিও রহস্যাবৃত – কিন্তু ইহা দেখা যায়, সে চরিত্রের ছাঁচ ভালো। ঈশ্বরচন্দ্রের পূর্বপুরুষের মধ্যে মহত্ত্বের উপকরণ প্রচুর পরিমাণে সঞ্চিত ছিল।’ রবীন্দ্রনাথ দেখিয়েছেন কীভাবে পূর্বপুরুষদের চরিত্রের ছাঁচ বিদ্যসাগরের চরিত্র গঠনে কাজে লেগেছিল – পিতামহ রামজয় তর্কভূষণের কাছ থেকে তিনি পেয়েছিলেন এক ‘অনন্যসাধারণ’ ব্যক্তিত্বের ধরন। পিতামহী দুর্গাদেবীর স্বভাবের মধ্যে যে-‘মহত্ত্ব’ ছিল, সেটিও তিনি ধারণ করেছিলেন। পিতা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় খুব ‘অনন্যসাধারণ ব্যক্তিত্ব’ না হলেও একেবারে কিন্তু সাধারণ লোক ছিলেন না। আর তাঁর মাতা ভগবতী দেবী ছিলেন সবদিক থেকেই এক ‘অসামান্য’ রমণী।
ভগবতী দেবী সম্পর্কে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, ‘দয়াবৃত্তি আরও অনেক রমণীর মধ্যে দেখা যায়, কিন্তু ভগবতী দেবীর দয়ার মধ্যে একটি অসাধারণত্ব ছিল, তাহা কোনোপ্রকার সংকীর্ণ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না।’ সেই সূত্র ধরেই রবীন্দ্রনাথ আরো একটু অগ্রসর হয়ে বলেছেন, ‘এ কথা … স্থির জানিবেন, এখানে জননীর চরিতে এবং পুত্রের চরিতে বিশেষ প্রভেদ নাই, তাঁহারা যেন পরস্পরের পুনরাবৃত্তি।’ আর ‘পুনরাবৃত্তি’ বলেই মাতার ‘দয়াবৃত্তি’ বিদ্যাসাগরের মধ্যে দিয়ে যেন পরিপূর্ণতা লাভ করেছিল। যার দৃষ্টান্ত দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ‘তাঁহার (বিদ্যাসাগর) মতো দরিদ্রাবস্থার লোকের পক্ষে দান করা, দয়া করা বড়ো কঠিন, কিন্তু তিনি যখন যে অবস্থাতেই পড়িয়াছেন, নিজের কোনোপ্রকার অসচ্ছলতায় তাঁহাকে পরের উপকার হইতে বিরত করিতে পারে নাই, এবং অনেক মহৈশ্বর্যশালী রাজা রায়বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ করিতে পারে নাই, এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই ‘দয়ার সাগর’ নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হইয়া রহিলেন।’ খুব কঠিন সাধনার ব্যাপার ছিল এর মধ্যে।
৩
বিদ্যায়তনিক লেখাপড়া সমাপ্ত করে ১৮৪১ সালে বিদ্যাসাগর প্রথমে ফোর্ট উইলিয়ম কলেজের ‘প্রধান পণ্ডিতে’র পদে নিযুক্ত হন। এখানে তিনি ইউরোপীয় রাজকর্মচারীদের বাংলা ভাষা শেখাতেন। এর বছর পাঁচেক পরে তিনি সংস্কৃত কলেজের ‘সহকারী সেক্রেটারি’র পদে নিযুক্ত হন। ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি জে. টি. মার্শাল তাঁর এক সুপারিশপত্রে বিদ্যাসাগর সম্বন্ধে বলেছিলেন, ‘তিনি ইংরেজি ভাষায় উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করেছেন। … আমার ধারণা এঁর মধ্যে অসাধারণ পরিমাণে, ব্যাপক ধরনের জ্ঞান, বুদ্ধিমত্তা, শ্রমশীলতা, সুন্দর স্বভাব এবং অত্যন্ত 888sport apk download apk latest versionর যোগ্য নৈতিক চরিত্রের একত্র সম্মিলন ঘটেছে।’ রবীন্দ্রনাথ সংগত কারণেই বলেছিলেন, এই কার্যোপলক্ষে বিদ্যাসাগর, ‘যে-সকল ইংরেজ প্রধান কর্মচারীদের সংস্রবে আসিয়াছিলেন, সকলেরই পরম 888sport apk download apk latest version ও প্রীতিভাজন হইয়াছিলেন।’ সেইসঙ্গে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মসম্মানবোধের নমুনার একটা বিবরণ দিতেও ভোলেননি। রবীন্দ্রনাথ বলেছেন, ‘আমাদের দেশে প্রায় অনেকেই নিজের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করিয়া ইংরেজের অনুগ্রহ লাভ করেন। কিন্তু বিদ্যাসাগর সাহেবের হস্ত হইতে শিরোপা লইবার জন্য কখনও মাথা নত করেন নাই; তিনি আমাদের দেশের ইংরেজ প্রসাদগর্বিত সাহেবানুজীবীদের মতো আত্মাবমাননার মূল্যে বিক্রীত সম্মান ক্রয় করিতে চেষ্টা করেন নাই।’ এ-থেকে তাঁর ব্যক্তিত্বের একটি আদল আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
৩.২
888sport promo code-জাতির প্রতি বিদ্যাসাগরের যে-888sport apk download apk latest version-ভালোবাসা-সহমর্মিতা, তার কোনো তুলনাই হয় না। 888sport promo codeদের প্রতি সমাজের পীড়ন, অবহেলা তাঁর দৃষ্টি এড়ায়নি। আর এটা শুধু তাঁর ব্যক্তিগত হা-হুতাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রবীন্দ্রনাথ জানিয়েছেন, ‘বিদ্যাসাগর প্রথমত বেথুন-সাহেবের সহায়তা করিয়া বঙ্গদেশে স্ত্রীশিক্ষার সূচনা ও বিস্তার করিয়া দেন। অবশেষে যখন তিনি বালবিধবাদের দুঃখে ব্যথিত হইয়া বিধবাবিবাহ-প্রচলনের চেষ্টা করেন তখন দেশের মধ্যে সংস্কৃত শ্লোক ও বাংলা গালি মিশ্রিত এক তুমুল কলকোলাহল উত্থিত হইল। সেই মুষলধারে শাস্ত্র ও গালি-বর্ষণের মধ্যে এই ব্রাহ্মণবীর বিজয়ী হইয়া বিধবাবিবাহ শাস্ত্রসম্মত প্রমাণ করিলেন এবং তাহা রাজবিধিসম্মত করিয়া লইলেন।’ ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্নকে লেখা চিঠিতে বিদ্যাসাগর বলেছিলেন, ‘বিধবাবিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। এ জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনও সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই।’
শুধুই এইটুকুনই নয়, রবীন্দ্রনাথের ভাষায়, ‘বিদ্যাসাগর এই সময়ে আরো একটি ক্ষুদ্র সামাজিক যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন। … তখন সংস্কৃত কলেজে কেবল ব্রাহ্মণেরই প্রবেশ ছিল, সেখানে শূদ্রেরা সংস্কৃত পড়িতে পাইত না। বিদ্যাসাগর সকল বাধা অতিক্রম করিয়া শূদ্রদিগকে সংস্কৃত কলেজে বিদ্যাশিক্ষার অধিকার দান করেন।’ প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথ এটিও জানাতে দ্বিধা করেননি যে, ‘সংস্কৃত কলেজের কর্ম ছাড়িয়া দিবার পর বিদ্যাসাগরের প্রধান কীর্তি মেট্রোপলিটন ইনস্টিটুশ্যন। বাঙালির নিজের চেষ্টায় এবং নিজের অধীনে উচ্চতর শিক্ষার কলেজ স্থাপন এই প্রথম।’
রবীন্দ্রনাথের সঙ্গে সহমত প্রকাশ করে বলা যায়, ‘বিদ্যাসাগর বঙ্গদেশে তাঁহার অক্ষয় ‘দয়া’র জন্য বিখ্যাত। কারণ, দয়াবৃত্তি আমাদের অশ্রুপাতপ্রবণ বাঙালিহৃদয়কে যত শীঘ্র প্রশংসায় বিচলিত করতে পারে, এমন আর কিছুই নহে।’ কিন্তু এখানেও গড়পড়তা বাঙালির সঙ্গে বিদ্যাসাগরের বিরাট পার্থক্য আমরা দেখতে পাই। কী সেই পার্থক্য? রবীন্দ্রনাথ বলেছেন, ‘বিদ্যাসাগরের দয়ায় কেবল যে বাঙালিজনসুলভ হৃদয়ের কোমলতা প্রকাশ পায় তাহা নহে, তাহাতে বাঙালিদুর্লভ চরিত্রের বলশালিতারও পরিচয় পাওয়া যায়। তাঁহার দয়া কেবল একটা প্রবৃত্তির ক্ষণিক উত্তেজনা নহে, তাহার মধ্যে একটা সচেষ্ট আত্মশক্তির অচল কর্তৃত্ব সর্বদা বিরাজ করিত বলিয়াই তাহা এমন মহিমশালিনী।’ বিদ্যাসাগরের সমস্ত কাজের মধ্যে আত্মশক্তির যে প্রাবল্য দেখতে পাওয়া যায়, সেটি রবীন্দ্রনাথের দৃষ্টি এড়ায়নি। সে-কারণেই তিনি বলতে পেরেছিলেন, ‘বিদ্যাসাগরের কারুণ্য বলিষ্ঠ – পুরুষোচিত। এইজন্য তাহা সরল এবং নির্বিকার।’ তাঁর এই মন্তব্যটিও বিদ্যাসাগর-সম্পর্কে আমাদের দৃষ্টি-উন্মুক্ত করে দেয় যে, ‘তাঁহার কারুণ্যের মধ্যে … পৌরুষের লক্ষণ ছিল।’ শুধুই তা-ই নয়, রবীন্দ্রনাথই প্রথম দৃঢ়তার সঙ্গে বলতে পেরেছিলেন, ‘বিদ্যাসাগরের হৃদয়বৃত্তির মধ্যে যে বলিষ্ঠতা দেখা যায়, তাঁহার বুদ্ধিবৃত্তির মধ্যেও তাহার পরিপূর্ণ প্রভাব প্রকাশ পায়।’ আর সে-কারণেই ‘যাহাকে বলে কাণ্ডজ্ঞান সেটা তাঁহার যথেষ্ট ছিল। এই কাণ্ডজ্ঞানটি যদি না থাকিত, তবে যিনি একসময় ছোলা ও বাতাসা জলপান করিয়া পাঠশিক্ষা করিয়াছিলেন, তিনি অকুতোভয়ে চাকরি ছাড়িয়া দিয়া স্বাধীন জীবিকা অবলম্বন করিয়া জীবনের মধ্যপথে সচ্ছলস্বচ্ছন্দাবস্থায় উত্তীর্ণ হইতে পারিতেন না।’ তাঁর কথার স্বপক্ষে উদাহরণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের একক প্রচেষ্টায় গঠিত ‘মেট্রোপলিটন’ প্রতিষ্ঠানটির কথা নানাভাবে 888sport app download for android করেছিলেন। তিনি বলেছেন, ‘মেট্রোপলিটন-বিদ্যালয়কে তিনি … একাকী সর্বপ্রকার বিঘ্নবিপত্তি হইতে রক্ষা করিয়া তাহাকে সগৌরবে বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত করিয়া দিলেন – ইহাতে বিদ্যাসাগরের কেবল লোকহিতৈষা ও অধ্যবসায় নহে, তাঁহার সজাগ ও সহজ কর্মবুদ্ধি প্রকাশ পায়।’
৩.৩
বিদ্যাসাগরের স্বভাববৈশিষ্ট্যের মধ্যে রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন ‘যেমন কর্মবুদ্ধি তেমনি ধর্মবুদ্ধির মধ্যেও একটা সবল কাণ্ডজ্ঞান’। যে-কারণে তিনি 888sport promo codeশিক্ষার প্রচলনের পাশাপাশি বিধবাবিবাহের প্রচলন, বহুবিবাহ রদ – এই সামাজিক আন্দোলন হিসেবে সমাজের কাছে উত্থাপন করতে সমর্থ হয়েছিলেন। রবীন্দ্রনাথের ভাষায়, ‘বিদ্যাসাগর বালবিধবাবিবাহের ঔচিত্য সম্বন্ধে যে প্রস্তাব করিয়াছেন তাহাও অত্যন্ত সহজ, তাহার মধ্যে কোনো নূতনত্বের অসামান্য নৈপুণ্য নাই। তিনি প্রত্যক্ষ ব্যাপারকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া এক অমূলক কল্পনালোক সৃজন করিতে আপনার শক্তির অপব্যয় করেন নাই।’ এই বিষয়ে বিদ্যাসাগরের কৃতিত্বের বিবরণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ‘রমণীর দেবীত্ব ও বালিকার ব্রহ্মচর্যমাহাত্ম্যের সম্বন্ধে বিদ্যাসাগর আকাশগামী ভাবুকতার ভূরিপরিমাণ সজল বাষ্প সৃষ্টি করিতে বসেন নাই; তিনি তাঁহার পরিষ্কার সবল বুদ্ধি ও সরল সহৃদয়তা লইয়া সমাজের যথার্থ অবস্থা ও প্রকৃত বেদনার সকরুণ হস্তক্ষেপ করিয়াছেন। কেবলমাত্র মধুর বাক্যরসে চিঁড়াকে সরস করিতে সে-ই চায় যাহার দধি নাই।’ বিদ্যাসাগরের কর্মপন্থার অভিনবত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের বয়ান এ-রকম, ‘বিদ্যাসাগর স্পষ্ট দেখিতেছেন যে, প্রকৃত সংসারে বিধবা হইবামাত্র বালিকা হঠাৎ দেবী হইয়া উঠে না, এবং আমরাও নিষ্কলঙ্ক দেবলোক সৃষ্টি করিয়া বসিয়া নাই; এমন অবস্থায় সে-ও দুঃখ পায়, সমাজের রাশি রাশি অমঙ্গল ঘটে, ইহা প্রতিদিনের প্রত্যক্ষ সত্য। সেই দুঃখ, সেই অকল্যাণ নিবারণের উপযুক্ত উপায় অবলম্বন না করিয়া বিদ্যাসাগর থাকিতে পারেন নাই।’
তাঁর চারিত্রিক শক্তির সবলতার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, ‘যথার্থ সবলতার সঙ্গে সঙ্গেই একটা সুবৃহৎ সরলতা থাকে।’ – এই হলেন যথার্থ বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ প্রচলিত ধারণার বিপক্ষে গিয়ে বলেছিলেন, ‘আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি’, কিন্তু এই মহৎ 888sport live footballিকের সেদিন মনে হয়েছিল যে, ‘দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গৌরব তাঁহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষ্যত্ব।’ আর তার সঙ্গে-সঙ্গে এই বিষয়টিও পুনরুচ্চারণ করতে দ্বিধা করেননি, ‘দুর্বিষহ দারিদ্র্যও মুহূর্তকালের জন্য তাঁহার আত্মসম্মান আচ্ছন্ন করিতে পারে নাই।’
বিদ্যাসাগরের সত্যিকারের 888sport apk download apk latest versionতর্পণই বলি আর 888sport sign up bonusতর্পণই বলি, সার্থকভাবে রবীন্দ্রনাথের মাধ্যমেই সেটি সর্বপ্রথমে সম্ভবপর হয়ে উঠেছিল।
৪
ঈশ্বরচন্দ্রের ধীরে-ধীরে ‘বিদ্যাসাগর’ হিসেবে গড়ে ওঠার পেছনে গবেষক বিনয় ঘোষ ঐতিহাসিক মূল্য-চেতনার কথা আমাদের 888sport app download for android করিয়ে দিতে চেয়েছেন। এ-বিষয়ে তাঁর মন্তব্য হচ্ছে, ‘ইতিহাস কোনো একটি স্থানের সীমানার মধ্যে, অথবা কোনো একজন ব্যক্তির জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈশ্বরচন্দ্রের জীবনেতিহাসও নয়। কালের যাত্রাই হল ইতিহাস। একই সময়ে, একই কালে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির জীবনের উপর দিয়ে ইতিহাসের স্রোত বয়ে যায় – কালস্রোত ও ঘটনাস্রোত। ঈশ্বরচন্দ্রের বাল্যকালেও গেছে। সেই স্রোতের তরঙ্গের তারতম্য থাকে, দেশভেদে, স্থানভেদে ও পাত্রভেদে সাদৃশ্যও থাকে। সেইসব তারতম্য ও সাদৃশ্য বিচার করে, সব কিছু নিয়ে সমগ্র ইতিহাসের যাত্রাপথ আঁকা-বাঁকা উঁচু-নিচু গতিরেখায় রূপায়িত হয়ে ওঠে।’ আমরা জানি, লেখাপড়া করে ‘মানুষ’ হবার এক প্রত্যয় নিয়ে ১৮২৮ সালের নভেম্বর মাসে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসেন। সেটা কোন কলকাতা? বিনয় ঘোষ জানিয়েছেন, সে-কলকাতা শুধু ‘নাচ-গান-পান-মশগুল’ কলকাতা নয়। সেইসঙ্গে ‘নবযুগের নতুন শিক্ষা-সংস্কৃতিকেন্দ্র, নতুন ভাবসংঘাতকেন্দ্র কলকাতা।’ তাঁর ওই মন্তব্যের যাথার্থ্য প্রমাণ করতে গিয়ে বিনয় ঘোষ জানিয়েছেন, ‘ঈশ্বরচন্দ্রের যখন কলকাতায় আসার কথা হল, তখন ইংরেজি শিক্ষার অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। দশ বছরের বেশি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। শুধু হিন্দু কলেজ নয়, রামমোহন রায়-প্রতিষ্ঠিত হেদুয়ায় ইংরেজি স্কুল, ভবানীপুরের জগমোহন বসুর ইউনিয়ন স্কুল প্রভৃতি বিদ্যালয় থেকে যাঁরা ইংরেজিবিদ্যা শিক্ষা করেছিলেন, তাঁরাই হয়েছিলেন নবযুগের শিক্ষকশ্রেণী।’ দেওয়ান রামকমল সেনের প্রসঙ্গের সূত্র ধরেই আমরা জানতে পারি, ‘১৭৭৪ সালে আমাদের দেশে সুপ্রীম কোর্ট স্থাপিত হয়। এই সময় থেকে ইংরেজি ভাষা শিক্ষার ইচ্ছা জাগে ও আবশ্যকতা দেখা দেয়।’ বিনয় ঘোষের ভাষায়, ‘বেশ বোঝা যায়, জীবিকা ও পেশার তাগিদে ইংরেজি শিক্ষার শুরু হয়েছিল।’ সেইসঙ্গে আমরা আরো জানতে পারি, ‘চাকরিবাকরির প্রলোভন দেখিয়ে ইংরেজরা ইংরেজি শিক্ষার ব্যবহারিক প্রয়োজনের কথা বুঝিয়ে দিতে লাগলেন। ইংরেজি না জানলে ইংরেজদের সান্নিধ্যে আসা যায় না এবং ইংরেজদের সান্নিধ্যে না এলে কলকাতা শহরের নতুন সামাজিক আভিজাত্যের সিঁড়ির উচ্চধাপে ওঠাও সম্ভব নয়। সম্ভ্রান্ত ও ধনিক পরিবারের সন্তানেরা তাই গুরু-মুনশী বহাল রেখেও, ইংরেজি শিখতে আরম্ভ করলেন।’ প্রাসঙ্গিকভাবে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের উদাহরণ টেনে বিনয় ঘোষ বলেছিলেন, ‘ছেলেবেলায় ঈশ্বরচন্দ্র গোপালের মতো সুবোধ ছিলেন না, রাখালের মতো দুরন্ত ছিলেন। তা সত্ত্বেও অবশ্য তিনি লেখাপড়া শিখেছিলেন … লেখাপড়ায় তাঁর আগ্রহ ছিল খুব। এই একটি বিষয় ছাড়া, আর কোনো বিষয়ে গোপালের সঙ্গে তাঁর চরিত্রের মিল ছিল না।’ বিদ্যাসাগরের চরিত্রের আরেকটি দিক উন্মোচন করে বিনয় ঘোষ জানিয়েছিলেন, ‘মনে-মনে কিছু ঠিক করে ফেললে তাঁকে সেখান থেকে টলানো মুশকিল হতো। সিদ্ধান্তের ব্যাপারে চিরজীবনই তিনি অটল ছিলেন। বাল্যকালে তার সঙ্গে ছিল রাগ ও গোয়ার্তুমি।’ তাঁর এই একগুঁয়েমির জন্যে পিতা ঠাকুরদাস তাঁকে ‘ঘাড়কেঁদো’ বলে ডাকতেন।
৪.২
ছাত্রাবস্থার প্রসঙ্গ ধরেই বিনয় ঘোষ বলেছিলেন, ‘ছাত্রজীবনে তিনি দীর্ঘ বারো বছর ধরে রক্ষণশীল ও প্রগতিশীল দলের আন্দোলনের মধ্যে, ইংরেজিশিক্ষার পদ্ধতি ও ধারার মধ্যে, একদিকে এই অন্ধ গোঁড়ামি আর একদিকে প্রগতির নামে অবাধ উচ্ছৃঙ্খলতার তাণ্ডব দেখেছিলেন। তাই দুই পথের কোনোটিই তিনি কর্মজীবনে চলার জন্য বেছে নেননি।’ আমরা বুঝতে পারি, তিনি ছিলেন মধ্যমপথের সমর্থক। কলকাতায় পড়াশোনার পাশাপাশি নানা তরঙ্গ-ভঙ্গের অভিঘাত ঈশ্বরচন্দ্রের মানসগঠনে সহায়তা করেছে। সেখানে দ্বন্দ্ব যেমন ছিল, তেমনি ছিল সমন্বয়েরও একটা পরিবেশ। সেইসব পরিবেশ বিদ্যাসাগরের ব্যক্তিত্ব গঠনে নানাভাবে সহায়ক হয়ে উঠেছিল। বিনয় ঘোষ জানিয়েছেন, ‘ঈশ্বর সর্বপ্রথম এই চারিত্রিক নির্ভীকতা শিক্ষা করেছেন তাঁর শিক্ষকদের কাছ থেকে। দশ-এগারো বছরের বালক যখন তিনি, সতীদাহ ও সহমরণপ্রথা নিয়ে তখন সরকারী আইনের বিরুদ্ধে তুমুল আন্দোলন আরম্ভ হয়। ব্যাকরণশ্রেণীতে তখন তিনি পড়ছেন। … বাইরের এই প্রবল আন্দোলনের ঘাত-প্রতিঘাতে তাঁর কিশোর চিত্তে কোনো তরঙ্গেরই সৃষ্টি হয়নি, এমন কথা বলা যায় না।’
কলকাতার সে-সময়কার চালচিত্রের বিবরণ দিতে গিয়ে বিনয় ঘোষ বলেছেন, ‘একদিকে রামমোহন রায়ের দল, আর একদিকে রাধাকান্ত দেবের দল – কলকাতার সমাজ তখন এই দুটি প্রধান দলে বিভক্ত ছিল। দুই দলেই নতুন যুগের বাঙালী ধনিক ও সম্ভ্রান্ত ব্যক্তিরা নেতৃত্ব করতেন। ব্রাহ্মণ পণ্ডিতরাও দুই দলের সঙ্গেই যুক্ত ছিলেন। তাঁরা সকলেই যে রক্ষণশীলতার সমর্থক ছিলেন তা নয়, অনেকে প্রগতিশীল মতবাদও পোষণ করতেন।’ এসবের পাশাপাশি, বিনয় ঘোষ আরো জানিয়েছিলেন, ‘888sport live football 888sport apk দর্শন সমাজ শিক্ষা অর্থনীতি ইত্যাদি এমন কোনো যুগোপযোগী বিষয় ছিল না, যা নিয়ে এইসব সভা-সমিতিতে আলোচনা না হতো। বাংলার শিক্ষিতসমাজের এই আলোচনামুখর পরিবেশে ঈশ্বরচন্দ্রের ছাত্রজীবন কেটেছে। কিশোর বালক থেকে তিনি যুক্তিবাদী যুবক হয়ে উঠেছেন।’ আর তাই ঈশ্বরচন্দ্রের কর্মজীবন-প্রসঙ্গে, রবীন্দ্রনাথ থেকে সরে এসে বিনয় ঘোষ এই সিদ্ধান্তে উপনীত হন যে, ‘তাঁর কর্মজীবনের প্রেরণা তাঁর মাতৃভক্তি এবং কেবল ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে আসেনি। কেবল হৃদয়াবেগের বশীভূত হয়ে কর্মজীবনের কঠোর পথে এগিয়ে চলার পক্ষপাতী ঈশ্বরচন্দ্র কোনোকালেই ছিলেন না।’ তাহলে তাঁর কর্মজীবনের যে-প্রেরণার কথা আমরা নানাভাবে জোর দিয়ে বলতে চাইছি, তার রসদ কোথা থেকে সংগ্রহ করেছিলেন বিদ্যাসাগর? এ-প্রশ্নের জবাব দিতে গিয়ে বিনয় ঘোষ জানিয়েছেন, ‘কর্মজীবনের প্রেরণা তো বটেই, তার প্রত্যেকটি নীতি, পন্থা ও পরিকল্পনা পর্যন্ত ঈশ্বরচন্দ্র তাঁর সমসাময়িক সমাজ-জীবন থেকে সংগ্রহ করেছিলেন। শিক্ষার ক্ষেত্রেই হোক, আর সমাজসংস্কারের ক্ষেত্রেই হোক, কোনো ক্ষেত্রে কোনো আন্দোলনই তিনি কেবল আত্মোপলব্ধির প্রেরণায় করতে প্রবৃত্ত হননি।’ ব্যক্তির মানস-গঠনে সমাজের এই পারিপার্শ্বিকতার প্রভাব আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারি না।
৪.৩
বিদ্যাসাগরের কর্মজীবনের একটি হিসাব দিতে গিয়ে বিনয় ঘোষ জানিয়েছিলেন, ‘১৮৪১ থেকে ১৮৫০ সাল পর্যন্ত তাঁর কর্মজীবনের প্রস্তুতির পর্ব বলা যায়। এর মধ্যে ১৮৪১ সালের ডিসেম্বর মাস থেকে ১৮৪৬ সালের এপ্রিল পর্যন্ত প্রায় চার বছর চার মাস কাল তিনি ফোর্ট উইলিয়ম কলেজে একটানা সেরেস্তাগিরি করেন। তারপর প্রায় এক বছর তিন মাস, ৬ এপ্রিল ১৮৪৬ থেকে ১৬ জুলাই ১৮৪৭ পর্যন্ত, সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের কাজ করেন। পরে আবার প্রায় এক বছর নয় মাস, ১ মার্চ ১৮৪৯ থেকে ৪ ডিসেম্বর ১৮৫০ পর্যন্ত ফোর্ট উইলিয়ম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষের কাজ করেন।’ সেইসঙ্গে তিনি এ-ও জানিয়েছেন, ‘একবার ফোর্ট উইলিয়ম কলেজ, একবার সংস্কৃত কলেজ, এইভাবে তাঁর প্রথম কর্মজীবন প্রধানত চাকরির টানাটানিতেই কেটে যায়। অবশেষে ১৮৫০ সালের ৫ ডিসেম্বর তিনি সংস্কৃত কলেজের 888sport live footballের অধ্যাপক নিযুক্ত হন এবং তার একমাস কয়েকদিন পরেই (২২ জানুয়ারি, ১৮৫১) কলেজের অধ্যক্ষপদ লাভ করেন। তখন তাঁর বয়স একত্রিশ বছর। এই সময় থেকেই তাঁর কর্মজীবনের মধ্যাহ্নের শুরু।’ মাঝখানের অন্তর্বর্তী সময়কাল সম্পর্কে বিনয় ঘোষের পর্যালোচনা এ-রকম – ‘মধ্যের 888sport cricket BPL rate থেকে একত্রিশ বছর পর্যন্ত দশটি মূল্যবান বছর তিনি যে কেবল সরকারী চাকরি করে অপচয় করেছেন, তা নয়। বাইরের বৃহত্তর সমাজের পাঠশালায় তিনি তাঁর কর্মজীবনের শিক্ষানবীশি করেছিলেন। গোলদিঘির কলেজের শিক্ষার পরে লালদিঘির এ-শিক্ষার গুরুত্ব অল্প নয়।’তৎকালীন সামাজিক গঠন প্রক্রিয়ার প্রতিক্রিয়া বিদ্যাসাগরের মানস-গঠনে একটা প্রভাব ফেলেছিল, যার কথা আমরা পূর্বেই বলেছি। বিনয় ঘোষ এ-বিষয়ে সবিস্তারে গিয়ে জানিয়েছেন, ‘ধর্মান্দোলনের প্রতি ঈশ্বরচন্দ্রের আস্থা ছিল না। বরং তিনি মনে করতেন, ধর্মান্দোলনে সামাজিক আন্দোলন ব্যাহত হয়।’ আর সে-কারণেই ‘এইরকম ধারণার বশবর্তী হয়ে বিদ্যাসাগর তাঁর কর্মজীবনের উদ্যোগপর্বে, উনিশ শতকের চতুর্থ দশকে, ‘তত্ত্ববোধিনী’ সভা ও পত্রিকার প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন। ধারণা তাঁর মিথ্যা হয়নি। তাতে তিনি নিজেও উপকৃত হয়েছিলেন এবং তাঁর সান্নিধ্যে 888sport app সহকর্মীরাও লাভবান হয়েছিলেন। সভার মধ্যে থেকে তিনি তার ধর্মপ্রবণতার ও গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তত্ত্ববোধিনীর নবীন সভ্যদের মধ্যে সকলেই প্রায় তাঁর সহযোদ্ধা ছিলেন। অক্ষয়কুমার দত্ত ছিলেন তাঁর একান্ত অনুরাগী ও বিশ্বস্ত সেনানায়ক।’ এইসময়কার বিদ্যাসাগরের মানসিক প্রস্তুতি গ্রহণের কথা বলতে গিয়ে বিনয় ঘোষ আরো জানিয়েছেন, ‘এই সংস্কারোন্মুখ সামাজিক পরিবেশের মধ্যে বিদ্যাসাগর তাঁর মানসিক প্রস্তুতির সুযোগ পেয়েছিলেন। সমাজের নতুন প্রাণশক্তির বন্যাস্রোতের মধ্যে তিনি তাঁর কর্মজীবনের লক্ষ্য স্থির করেছিলেন। শহরের নতুন অভিজাতশ্রেণী ও মধ্যবিত্ত ‘বাবুদের’ বুলবুলির লড়াই, মেড়ার লড়াই আর ঘোড়দৌড় দেখে, বাইজি-বিলাস দেখে, তিনি হতাশ হননি এবং তাকেই সামাজিক সত্যের সবটুকু বলে গ্রহণ করেননি।’ সামাজিক সত্যের এরকম মুখোমুখি হতে পারার সক্ষমতা তাঁর ছিল বলেই – বিনয় ঘোষের মতে – ‘মধুসূদনের ধর্মান্তর, দেবেন্দ্রনাথের ব্রাহ্মধর্ম গ্রহণ, নব্যশিক্ষিত বাঙালীদের খ্রীস্টধর্মপ্রীতি ও ব্রাহ্মধর্মানুরাগ, প্রধানত ধর্মকেন্দ্রিক বিদ্রোহ ও সংস্কারচেতনার প্রকাশ হলেও, তা দেখে বিদ্যাসাগর বিচলিত অথবা বিভ্রান্ত হননি।’ বরং এসব ঘটনা ভেতরে-ভেতরে তাঁকে মানসিক শক্তি জুগিয়েছিল। বিনয় ঘোষের মতে, ‘সমাজসংস্কারের যে চেতনা ক্রমেই শিক্ষিত মধ্যবিত্ত জনস্তরে প্রবল হয়ে উঠছিল, যুগোপযোগী শিক্ষার জন্য যে ব্যাকুলতা তাঁদের মধ্যে প্রকাশ পাচ্ছিল, বিভিন্ন পত্র-পত্রিকা ও সভা-সমিতির স্বাধীন আলোচনার মধ্যে ধ্বনিত হয়ে উঠছিল, বিদ্যাসাগর তার ভিতর থেকেই তাঁর চলার শক্তিসঞ্চয় এবং লক্ষ্য স্থির করেছিলেন।’ বিদ্যাসাগরের কর্মময় জীবনের পরিধি অনেক দূর বিস্তৃত হলেও এসবের প্রভাবে ‘চাকরিজীবনকে তিনি শেষ পর্যন্ত চার-দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে পারেননি। ধীরে ধীরে সামাজিক কর্মজীবনে তাকে রূপান্তরিত করেছেন।’ সেইদিক থেকে বিচার করলে বলা যায়, পাঠ্যবিষয়ের সংস্কার তাঁর অন্যতম একটি সুবিবেচনাসম্মত পদক্ষেপ। পাঠ্যবিষয়ের সংস্কার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়েছিল যে পাঠ্যবিষয়ের আমূল সংস্কার করতে না পারলে বিদ্যালয়ের উন্নতি সম্ভব হবে না।’ আর এরপর থেকেই তিনি তাঁর নিজস্ব উপলব্ধির জগৎকে নির্মাণ করতে যেয়ে তৎকালীন বহির্জগতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন। বিনয় ঘোষ বলছেন, ‘বিদ্যাসাগরের কর্মজীবনের প্রথম সংঘাত শুরু হল এইখানে। শুরু হল কিন্তু শেষ হল না। কারণ এ সংঘাত স্বার্থের সংঘাত নয়, আদর্শের সংঘাত। স্বার্থের সংঘাতের শুরুও আছে, শেষও আছে। আদর্শের সংঘাতের শুরু আছে, শেষ নেই।’
বিদ্যাসাগর প্রসঙ্গে এইটি বিশেষভাবে মনে রাখা চাই যে ব্যক্তি বা সমাজের সঙ্গে তাঁর যে সংঘাত, সেটি কখনোই স্বার্থের সংঘাত ছিল না, সংঘাত ছিল তাঁর আদর্শের। আর এইখানে তিনি কখনোই পিছপা হননি। যে-কারণে দৃঢ়তার সঙ্গে আলু-পটোল বিক্রি করে খেটে খেয়ে নিজের আত্মমর্যাদাবোধ টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করতে পেরেছিলেন। এ-সম্পর্কে বিনয় ঘোষ বলেছেন, আলু-পটোল বেচে খাওয়ার কথা বললেও ‘বিদ্যাসাগরের মূলধন ছিল বিদ্যা। বিদ্যাই তাঁর স্বোপার্জিত মূলধন, তিনি ছিলেন বিদ্যার ব্যাপারী। কিন্তু বিত্তের সঙ্গে বিদ্যার সাদৃশ্য কোথায়, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে? বিত্ত দান করলে কমে যায়, বিদ্যা যত দান করা যায় তত বাড়তে থাকে। বিত্ত অপহরণ করা যায়, কিন্তু বিদ্যা করা যায় না। বিত্তের মূলধন বাণিজ্যে খাটালে মুনাফার আকারে তা বাড়তে থাকে, কিন্তু বিদ্যার মূলধনে বাণিজ্যের মুনাফা কি?’ মুনাফা যে ছিল, বিদ্যাসাগর অন্তত যুগের হাওয়ায় সেটি বুঝতে পেরেছিলেন। বিনয় ঘোষের মতে, ‘ধনতান্ত্রিক নবজাগরণের যুগের মূলমন্ত্র হল অবাধ বাণিজ্য এবং তার প্রধান মূলধন বিত্ত ও বিদ্যা দুইই। ধনতান্ত্রিক নবযুগ কেবল পণ্যবণিকের যুগ নয়, বিদ্যাবণিকেরও যুগ। নবযুগের বণিকের ব্যক্তিগত উদ্যম ও স্বাতন্ত্র্যবোধ বিদ্যাসাগরের পর্যাপ্ত পরিমাণে ছিল। সুতরাং বিদ্যার মূলধন নিয়োগ করে তিনি বিদ্যাবণিক হওয়াই বাঞ্ছনীয় মনে করলেন। তিনি মুদ্রক, প্রকাশক ও গ্রন্থাকার হলেন।’ এবার নিজেই নিজের রুটি-রুজির পথ-নির্মাণে অগ্রসর হতে সচেষ্ট হলেন। বিনয় ঘোষের সূত্রে আমরা জানতে পারি, ‘সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের কাজ ছাড়বার আগেই বোধহয় বিদ্যাসাগর ‘সংস্কৃত প্রেস’ ও ‘ডিপোজিটারি’ প্রতিষ্ঠা করেছিলেন। … বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের পদে নিযুক্ত ছিলেন, তখন মদনমোহন ছিলেন 888sport live footballের অধ্যাপক। মনে হয় দুই বন্ধু মিলে ছাপাখানা ও বইয়ের ব্যবসা তখনই আরম্ভ করেছিলেন।’
৪.৪
শামসুর রাহমানের নিজ বাসভূমে কাব্যে আমরা পড়ি –
নক্ষত্রপুঞ্জের মতো জ্বলজ্বলে পতাকা
উড়িয়ে আছো আমার সত্তায়।
মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা
তোমাকে নিবিড়
ঘিরে রয় সর্বদাই। কালো রাত
পোহানোর পরের প্রহরে
শিউলিশৈশবে ‘পাখী সব করে রব’
বলে মদনমোহন
তর্কালঙ্কার কী ধীরোদাত্ত স্বরে প্রত্যেহ
দিতেন ডাক। তুমি আর আমি,
অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন,
ঘুরেছি কাননে তাঁর নেচে নেচে, যেখানে
কুসুম-কলি সবই
ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে।
(‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’)
মদনমোহন তর্কালঙ্কারকে এইভাবেই একদিন 888sport apk download apk latest version জানিয়েছিলেন আমাদের এই কবি। বিনয় ঘোষের ভাষায় বলতে পারি, ‘বিদ্যাসাগর ও মদনমোহন ছিলেন এক বৃন্তের দুই ফুল। বৃহত্তর সমাজজীবন থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে, পারিবারিক জীবনে বন্দী হয়ে ছিলেন বলে, মদনমোহনের প্রতিভা বাইরে তেমন স্বীকৃতি পায়নি।
স্বীকৃতির চেয়েও বড় কথা হল, মদনমোহনের চরিত্রেও ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব হয়নি, পারিবারিক পরিবেশের সংকীর্ণতার মধ্যে। মদনমোহনের জীবনের সবচেয়ে বড় ট্রাজিডি এইখানে।’ বিনয় ঘোষ আরো বলেছেন, ‘চরিত্র ও প্রতিভার দিক থেকে তিনি তাঁর সতীর্থবন্ধু বিদ্যাসাগরের সমকক্ষ না হলেও, প্রায় সমতুল্য ছিলেন। কিন্তু দুঃখের বিষয় পারিবারিক জীবনের বদ্ধ চোরাগলিতে, সংকীর্ণ স্বার্থের অন্বেষণে তাঁর চরিত্রের ঐশ্বর্য চূর্ণরশ্মির মতো চারিত হয়ে গেছে, অগ্নিশিখার মতো বহির্জীবনে প্রজ্জ্বলিত হয়ে ওঠেনি। একবৃন্তে দুই ফুলের মধ্যে একটি তাই অনাঘ্রাত অবস্থায় মাটিতে ঝরে পড়ে গেছে।’ পরবর্তীকালে আমরা দেখবো, এই দুই বন্ধুর মধ্যে সৌহার্দ্যরে ধারা অক্ষুণ্ন থাকেনি। নানা কারণেই প্রীতির সম্পর্ক বিনষ্ট হয়েছিল। এ-সময়ে বিনয় ঘোষের অভিমত হচ্ছে, ‘অবশেষে বন্ধুবিচ্ছেদও হল, ছাপাখানা ও বইয়ের স্বত্ব নিয়ে। বিচ্ছেদ হল দুই বন্ধুর জন্য যতটা নয়, তার চেয়ে অনেক বেশি স্বার্থান্ধ আত্মীয়স্বজনদের জন্য।’
এ-প্রসঙ্গে কৃষ্ণকমল ভট্টাচার্য তাঁর 888sport sign up bonusকথায় বলেছিলেন, ‘মদনমোহন তর্কালঙ্কারের জন্য আমার বড় আপশোষ হয়। স্কুলে যতদিন শিক্ষক ছিলেন, সেই সময়েই তিনি বাঙ্গালা 888sport live footballচর্চা করিতেন, ডেপুটি ম্যাজিষ্ট্রেট হওয়ার পর আর সেদিকে নজর দেন নাই। তাঁহার অনন্যসাধারণ প্রতিভা তাঁহাকে যে স্বাতন্ত্র্যদান করিয়াছিল, সেই স্বাতন্ত্র্য বাঙ্গালা 888sport live footballের একটা অমূল্য জিনিষ। সেই স্বাতন্ত্র্যই বাঙ্গালা 888sport live footballকে বৈচিত্র্য দান করিতে পারিত, শুধু বিদ্যাসাগরের ভাষাই বাঙ্গালার একমাত্র উপকরণ হইয়া থাকিত না। কিন্তু তিনি সংস্কৃত কলেজের সঙ্গে সঙ্গেই বাঙ্গালা-888sport live footballচর্চ্চাও ছাড়িলেন। যিনি ‘বাসবদত্তা’র প্রণেতা তাঁহারই ‘শিশুশিক্ষা’ এখনও আমাদের ছেলেমেয়েদের উপভোগ্য জিনিষ।’
স্বপন বসুর মতে, এই দুই বন্ধুর মধ্যে ‘ঠিক কী কারণে সম্পর্কে চীড় ধরে, বলা মুশকিল।’ তবে তিনি বিদ্যাসাগরের প্রশংসা করে জানিয়েছেন, ‘বিষয়টিকে কেন্দ্র করে যত তিক্ত অভিজ্ঞতাই হোক, যত আঘাতই পান, তার আঁচ কিন্তু বিদ্যাসাগর মদনমোহনের অসহায় নিকটজনদের অনুভব করতে দেননি। এত তিক্ততার পরেও জীবনের শেষ ইচ্ছাপত্রে (৩১.৫.১৮৭৫) মদনমোহনের মা, মেয়ে ও বোনের জীবন নির্বাহের ব্যবস্থা করে যেতে তাই তিনি একটুও ইতস্তত করেননি।’
বাস্তবতাকে মেনে নিয়েই এবার বিদ্যাসাগর একাই তাঁর নিজের পথে চলতে আরম্ভ করলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতে, ‘বিদ্যাসাগরের উন্নত সুদৃঢ় চরিত্রে যাহা মেরুদণ্ড, সাধারণ বাঙালীর চরিত্রে তাহার একান্তই অভাব। মেরুদণ্ডের অস্তিত্ব প্রাণীর পক্ষে সামর্থ্যরে ও আত্মনির্ভরশক্তির প্রধান পরিচয়। বিদ্যাসাগর যে সামর্থ্য ও আত্মনির্ভরশক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন, সাধারণ বাঙালীর চরিত্রে তাহার তুলনা মেলে না।’ এইভাবেই একের-পর-এক প্রতিকূলতা অতিক্রম করে যেতে পেরেছিলেন ঈশ্বরচন্দ্র।
গোপাল হালদার সেইদিকটি খেয়াল রেখেই বলেছিলেন, ‘বিদ্যাসাগরকে প্রণাম! বাঙালীর জীবনে তিনি এক অভিনব আবির্ভাব – নবজাগরণের প্রদীপ্ত প্রকাশ।’ বিদ্যাসাগরের কৃতিত্বের কথা বলতে গিয়ে তিনি তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিলেন – শিক্ষা প্রসার, সমাজসংস্কার, 888sport live footballধর্মী গদ্যরীতির প্রবক্তা। বিদ্যাসাগরের জীবনাদর্শ ও কর্মজীবনের মধ্যে যোগসূত্র। সেইসঙ্গে তিনি এটিও আমাদের 888sport app download for android করিয়ে দিয়েছিলেন, ‘বাংলা ভাষার প্রথম 888sport live chatী যে বিদ্যাসাগর, তা আমরা দেখেছি। সেইসঙ্গেই দেখেছি – তাঁর চূড়ান্ত পরিচয় তাঁর অজেয় পৌরুষে, অখণ্ড মানবতায়। সবার উপরে মানুষ বিদ্যাসাগর সত্য। সর্বব্যাপারেই তা দেখতে পেয়েছি – যথা, বাস্তব কর্মক্ষেত্রে, শিক্ষায়, সমাজ-সংস্কারে।’ কথাগুলোর গভীরে এক প্রবল সত্য নিহিত ছিল। নিজের সম্পর্কে বিদ্যাসাগর বলেছিলেন, ‘আমি দেশাচারের দাস নহি; নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে তাহা করিব।’ – এটি বিদ্যাসাগরের আত্মসংকল্পে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের একটি নমুনা। গোপাল হালদারের মতে, ‘এ ব্যক্তিত্ব জ্ঞানে-প্রেমে-কর্মে যা একটি অখণ্ড মানবতা, অক্ষয় পৌরুষ। নিজের মধ্যে এই সত্য অনুভব করেছেন বলেই বিদ্যাসাগর সমাজের বিধিব্যবস্থাকে চূড়ান্ত বলে মানতে পারেননি।’ আবার এ-ও সত্যি যে, গোপাল হালদারের মতে, ‘সমাজকে তিনি কখনো অকারণে বা মূঢ়ের মতো আঘাত করতে যাননি – কিন্তু এই বৈজ্ঞানিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি তাঁর ছিল যে, সমাজ অনড়, স্থাণু বস্তু নয়; এবং তার চলতি পথে মূঢ়তা ও অন্ধতা জমে ওঠে; প্রয়োজনমত সেসব ছেঁটে তার পথ সুগম এবং সমাজের জীবনকে সুস্থ করে তোলাই সমাজধর্ম পালন; আর এরূপ সুচিন্তিত পথে সমাজসংস্কারই প্রকৃত সমাজসেবা।’
৪.৫
বিদ্যাসাগরের বর্ণপরিচয় কথা নানা কারণেই নানাভাবে আজকের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। শিবাজী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিদ্যাসাগরের “বর্ণপরিচয়”-এর প্রথম ও দ্বিতীয় ভাগে গোপাল ও রাখাল নানা নামে ফিরে ফিরে এসেছে; সুশীল ও যাদব, রাম ও ভুবন তাদেরই সগোত্র। আমরা স্বচ্ছন্দে ‘সুবোধ’ আদর্শ বালক গোপাল ও দুরন্ত ‘দুঃশীল’ রাখালকে একে অপরের পরিপূরক দুই আদিরূপের প্রতিনিধি হিসেবে ধরে নিতে পারি।’ তাঁর মতে, ‘ওই আদিরূপের সীমারেখা যেমন নির্দিষ্ট, বিভাজন তেমনি স্পষ্ট। যে-কারণে ‘‘বর্ণপরিচয়’-এর বালকদের জন্য একইসঙ্গে দুই জগতের স্থায়ী বাসিন্দা হওয়া একেবারেই অসম্ভব।’ কেন অসম্ভব সেটিও ব্যাখ্যা করেছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘কোন-কোন শর্তে কীভাবে চললে ভালো ছেলের শিরোপা পাওয়া যায় তা যেমন নিখুঁতভাবে ছকে দেওয়া আছে, তেমনি ভালোত্ব যাচাই করবার চূড়ান্ত অধিকারী কারা, তাও স্পষ্ট করে বলে দেওয়া আছে। প্রাথমিক ও প্রধান দুটি শর্ত হল : আদর্শ বালকদের একদিকে বাবা-মা অন্যদিকে শিক্ষকদের আস্থাভাজন হতে হবে; গুরুজনরা যা করেন তা ছোটদের মঙ্গলের জন্য – এই আপ্তবাক্য সম্বল করে অভিভাবকদের বুদ্ধি-বিবেচনা-বিবেকের ওপর ভরসা রেখে, চোখ-কান বুজে তাঁদের সমস্ত আদেশ-উপদেশ মেনে চলতে হবে।’ আর এই বিষয়ে তাঁর সিদ্ধান্তটি আমাদের জানিয়ে দিয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বিদ্যাসাগরের ‘গোপাল’ ও ‘রাখাল’রা কেবল ‘বর্ণপরিচয়’ নয়, গোটা বাংলা শিশু888sport live football ছেয়ে আছে : বিভিন্ন নামে, নানা বেশে, নানা চেহারায় তারা দেখা দিয়েছে। ওই দুটি আদিরূপের মধ্যে সংঘাত উনিশ, বিশেষ, বিশ শতকের বাংলা শিশু888sport live footballের অন্যতম প্রধান উপজীব্য, অন্যতম প্রধান প্রসঙ্গ।’ সেই সংঘাত এখনো চলছে, ভবিষ্যতে যে তার অভিঘাত দেখা দেবে, এ-কথা নিশ্চিত করেই বলা যায়।
৫
এতকিছুর পরেও বিদ্যাসাগর ছিলেন বাংলার সামাজিক ইতিহাসে একজন নিঃসঙ্গ পুরুষ। রামকৃষ্ণ ভট্টাচার্যের মতে, ‘সেই নিঃসঙ্গ মানুষটি বাঙালি জীবনে এখনও নিঃসঙ্গ হয়েই আছেন। হৃদয়বত্তা ও যুক্তিবত্তার মিলনে তাঁর ব্যক্তিত্ব যে আশ্চর্য প্রখরতা পেয়েছিল, আজ পর্যন্ত তার কোনো অনুবর্তন ঘটেনি।’ এসবের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রামকৃষ্ণ ভট্টাচার্য বলেছেন, ‘আমাদের রাজনীতি, জীবনচর্যা – সবই এখনও চলে অযুক্তিকে আশ্রয় করে, সর্বত্রই ঝোঁক থাকে শুধুই আবেগ উস্কে চটজলদি ফললাভের। সেই কারণেই বঙ্কিম-পরমহংসের ঐতিহ্য এখনও চালু আছে, বিদ্যাসাগরের উত্তরসূরিরা যথেষ্ট 888sport free betয় দেখা দেননি।’ এছাড়াও ঈশ্বরচন্দ্র ছিলেন ‘মানুষকেন্দ্রিক বিশ্ববীক্ষা’র একজন প্রবল সমর্থক। রামকৃষ্ণ ভট্টাচার্য জানিয়েছেন, ‘ঐহিক জীবনে অধিকার ও সুযোগ-সুবিধের সমতা, সৎভাবে স্বচ্ছন্দে বাঁচার ব্যবস্থা, বৈষম্য ও বঞ্চনার অবসান – মানুষকেন্দ্রিক বিশ্ববীক্ষার এ-ই হলো সারকথা। কোনো অতিলৌকিক সত্তার কাছে প্রার্থনা করে তা হওয়ার নয়। মানুষেরই তৈরি যাবতীয় অন্যায় বন্ধ করতে উদ্যোগ নিতে হবে মানুষকেই। বিদ্যাসাগরের জীবন তাই কর্মময়। আর, তার উলটো দিকে, বঙ্কিম বা পরমহংসের জীবন একান্তই বাঙ্ময় – বাণীসর্বস্ব বললেই ঠিক বলা হয়।’ বিদ্যাসাগরের কথা বলতে গিয়ে রামকৃষ্ণ ভট্টাচার্য আরো বলেছিলেন, ‘বিদ্যাসাগরের আসল কৃতিত্ব তিনি শুধু নিজেই প্রেরণায় উদ্বুদ্ধ হননি, অধ্যাপক ও ছাত্রদেরও উদ্বুদ্ধ করতে পেরেছিলেন।’ এই যে অন্যদেরকেও ‘মানুষকেন্দ্রিক বিশ্ববীক্ষা’য় উদ্বুদ্ধ করতে পারা, এটি আজকের দিনেও এক ‘কঠোর সংগ্রাম’ হিসেবে বিবেচিত। সংগ্রামের কঠোরতার সেই পথ ধরেই অগ্রসর হতে চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র।
বাঙালির বৈজ্ঞানিক মনন-চর্চার বিমুখতা লক্ষ করেই প্রাবন্ধিক আশীষ লাহিড়ী বলেছেন, ‘বহু শতাব্দী ধরে বৈজ্ঞানিক মননের চর্চা থেকে দূরে সরে থাকায় আধুনিক 888sport apk জিনিসটা বাঙালিদের কাছে নিতান্তই দূরের জিনিস হয়ে উঠেছিল।’ সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ‘পজিটিভিজম, ইউলিটেয়ারিয়ানিজম প্রভৃতি যে-তত্ত্বই তাঁরা পুঁথি পড়ে শিখে থাকুন, তাঁদের মনের স্বাভাবিক গতিটা ছিল আধুনিক বৈজ্ঞানিকতার বিপরীত মুখে। তাই প্রথম ধাক্কাতেই তাঁরা অনায়াসে মায়াবাদের দিকে ঢলে পড়তে পেরেছেন – কেউ আগে, কেউ পরে। বাস্তবিত, এই ঢলে-পড়ার প্রবণতাই শিক্ষিত হিন্দু প্রগতিপন্থী বাঙালির 888sport apkভাবনার প্রধান স্তম্ভ – আজও।’এই পরিপ্রেক্ষিতে ঈশ্বরচন্দ্র সম্পর্কে আশীষ লাহিড়ী বলেছেন, ‘এই পরিবেশে বড়ো বিস্ময় লাগে বিদ্যাসাগরের কথা ভাবলে। একদিকে তিনি চলনে বলনে অশনে ভূষণে কোনোভাবেই দেশের মানুষের জীবনধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি; অন্যদিকে তিনিই প্রথম আধুনিক বাঙালি যিনি পরিষ্কার করে বুঝেছিলেন যে বেদান্ত-আশ্রিত মায়াবাদী চিন্তাধারার মূল উপড়ে ফেলতে না পারলে, 888sport apkকে এদেশের সামগ্রিক সংস্কৃতির অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করতে না পারলে, জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’বিদ্যাসাগরের মনোজগতের সন্ধান দিতে গিয়ে আশীষ লাহিড়ী বলেছিলেন, ‘ডিরোজিয়ানদের মতো শিকড়হীন কালাপাহাড়ী হঠকারিতায় তাঁর সায় ছিল না, দুর্দান্ত ইংরেজিতে সভা কাঁপানো তাঁর ধাতে ছিল না, তাই পজিটিভিজমের নাস্তিক্য-নিন্দিত চূড়া থেকে একেবারে স্বদেশী হাঁচি-টিকটিকির কোলে ঢলে পড়ার মতো নাটকীয়তা তিনি অনায়াসে পরিহার করেছিলেন।’পরিহার করতে যে সমর্থ হয়েছিলেন তার একটি নমুনা হচ্ছে ‘বিদ্যাসাগর মশায় দেবেন্দ্রনাথ ও তত্ত্ববোধিনীর এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও কখনো ব্রাহ্ম সমাজে যোগ দেননি।’
শ্রদ্ধেয় মার্কসবাদী চিন্তাবিদ বদরুদ্দীন উমর এ-প্রসঙ্গে বলেছিলেন, ‘বিদ্যাসাগর বেদান্তকে ভ্রান্ত মনে করতেন এবং সেই ভ্রান্ত দর্শনের প্রভাব থেকে দেশ ও সমাজকে মুক্ত করার জন্যে তিনি তাঁর সর্বশক্তি নিয়োগ করেছিলেন। তিনি বিধবা-বিবাহ আন্দোলনের নেতা এবং বিধবা-বিবাহের প্রবর্তক ছিলেন। কিন্তু নিজের পারিবারিক জীবন ও ঘনিষ্ঠতম সমাজকে সেই সংস্কার আন্দোলনের বাইরে রেখে নিজের ‘সনাতন ধর্ম’ রক্ষা করতে চাননি।’ তাঁর এই মন্তব্যের সঙ্গে তিনি এটিও যোগ করতে ভোলেননি যে, ‘বিধবা-বিবাহ প্রচলনকে তিনি সৎকর্মই মনে করতেন, তাই নিজের পারিবারিক ও গ্রাম্য সমাজের আপত্তি সত্ত্বেও তিনি নিজের পুত্র সন্তানের বিধবা-বিবাহে আপত্তি তো করেনইনি, উপরন্তু তাতে গর্বই বোধ করেছিলেন।’ বদরুদ্দীন উমরের মতে, ‘সর্বপ্রকার ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে থাকার জন্যেই রামমোহন, কেশবচন্দ্রের পক্ষে যা সম্ভব হয়নি, তাঁর পক্ষে তা অনায়াসেই সম্ভব হয়েছিলো।’ রামকৃষ্ণ ভট্টাচার্য কিংবা আশীষ লাহিড়ীর মতো উমরও বলেছেন, ‘এ কথা সত্য যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ-সংস্কার আন্দোলন বৃহত্তর বাংলার জনজীবনকে প্রভাবিত করতে পারেনি, মধ্যশ্রেণীর মধ্যেই তার প্রভাব মোটামুটি সীমাবদ্ধ থেকেছে। কিন্তু এ কথাও আবার সত্য যে, সমাজ-সংস্কারকে ধর্ম-সংস্কারের আবর্তের মধ্যে নিক্ষেপ করে রক্ষণশীলতার পথকে বিদ্যাসাগর কখনও প্রশস্ত করেননি।’
৬
দেশ-সমাজ-মানুষের নিরন্তর সেবা করবার পরেও বিদ্যাসাগর ব্যক্তিগত জীবনে ছিলেন অনেকটাই একা – নিঃসঙ্গ। এর কারণ সম্পর্কে আলোকপাত করেছিলেন প্রখ্যাত প্রাবন্ধিক আশীষ লাহিড়ী। তিনি বলেছিলেন, ‘বিদ্যাসাগর প্রায় প্রথম থেকেই আপসহীনভাবে 888sport apkপন্থী ছিলেন, আর অক্ষয়কুমার আপসপন্থা থেকে ক্রমশ আপসহীনতায় উত্তীর্ণ হন। পরিণতিতে দুজনকেই বাঙালি শিক্ষিত সমাজ থেকে কার্যত একঘরে হতে হয়েছিল। ঘটনাটা দুঃখের হলেও খুব আশ্চর্যের কিছু নয়। স্রোতের বিরুদ্ধে যাঁরা সাঁতার কাটেন, তাৎক্ষণিক সাফল্য তাঁরা কখনোই পান না। মূল স্রোতের ভয়াবহ তীব্রতা তাঁদের একপাশে ফেলে দেবেই। এটাই নিয়ম।’ এ-কথার প্রমাণ পাই, প্রসন্নকুমার সর্বাধিকারীর কাছে লেখা বিদ্যাসাগরের একটি চিঠিতে। সেখানে অনেকটাই আক্ষেপ করে তিনি লিখেছিলেন : ‘আমার আত্মীয়েরা আমার প্রতি বড়ো নির্দ্দয়; সামান্য অপরাধ ধরিয়া অথবা অপরাধ কল্পনা করিয়া আমাকে নরকে নিক্ষেপ করিয়া থাকেন।’ (চিঠির তারিখ : ২৭শে জানুয়ারি, ১৮৮১)
আশীষ লাহিড়ী এ-ও বলেছেন, ‘বাস্তবিক, পারিবারিক ‘সুখ’ বলতে যা বোঝায়, তা কোনোদিনই পাননি তিনি। অল্পবয়স কেটেছে প্রচণ্ড আর্থিক সংকটে। তারপর সে সংকট যখন কেটে গেল, তখন দেখা গেল অন্তর্জীবনে তিনি চরম নিঃসঙ্গ।’ আশীষ লাহিড়ী আরো জানিয়েছেন, ‘বিদ্যাসাগর … পারিবারিক বিচ্ছিন্নতার যন্ত্রণা বরণ করে নিয়েছিলেন। মা, বাবা, পুত্র, জামাতা, আত্মীয়স্বজন সকলের সঙ্গেই তাঁর সম্পর্কে চিড় ধরেছিল। রক্ষণশীল সমাজ শুধু নয়, রক্ষণশীল পরিবার-পরিপার্শ্বও তাঁর কাছ থেকে ‘স্বাতন্ত্র্যে শেকুলকাঁটা’ হওয়ার মূল্য কড়ায় গণ্ডায় আদায় করে নিয়েছিল।’
স্ত্রী দিনময়ী দেবীর সঙ্গেও ঈশ্বরচন্দ্রের সম্পর্ক তেমন-একটা মধুর ছিল না। অমিয়কুমার সামন্ত জানিয়েছেন, পুত্র ‘নারায়ণকে নিয়েই বিদ্যাসাগরের সঙ্গে তাঁর মনান্তর হত। দিনময়ী দেবী পুত্রকে অর্থ সাহায্য করেছেন; হাতে টাকা না থাকলে লুকিয়ে গহনা বিক্রি করে টাকা দিয়েছেন। বিদ্যাসাগর যখন জানতে পেরেছেন তখন দুজনের মধ্যে বাদ-বিসংবাদ তীব্র হয়ে উঠেছে। বিদ্যাসাগরের অনমনীয়তা ও আপসহীনতার কাছে মাতৃহৃদয়ের নমনীয়তার আবেদন বারবার ব্যর্থ হয়েছে।’ পবিত্র ‘বাইবেলে’ যিশু খ্রিষ্ট বলেছিলেন, ‘A prophet is respected everywhere except in his hometown and by his own family.’ আমরা বলছি না যে, বিদ্যাসাগর সাধু-সন্ত কিংবা ঋষি-জাতীয় মানুষ ছিলেন, কিন্তু তারপরও যিশুর কথাটি তাঁর জীবনে অনেকটাই করুণ সত্যি হয়ে উঠেছিল।
৭
বিদ্যাসাগরের তৃতীয় কন্যা বিনোদিনীর দ্বিতীয় কন্যা ছিলেন সরযূবালা দেবী। তিনি তাঁর ডায়েরিতে লিখেছেন, ‘তাঁহার [ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর] নিকট কুটুম্ব বা আত্মীয়স্বজনের যে এরূপ কোনো উপকার করিয়াছেন তাহার একটি দৃষ্টান্তও দেখিতে পাওয়া যায় না। পরন্তু অনেকের যে বিশেষ অনিষ্টসাধন করিয়াছেন তাহার দৃষ্টান্তও বিরল নহে। এজন্য আমার মাতামহী [অর্থাৎ বিদ্যাসাগরের স্ত্রী দিনময়ী] তাঁহাকে ‘ঘর জ্বালানে’ ‘পর ভালানে’ এরূপ অপূর্ব্ব আখ্যায় আখ্যায়িত করতেন।’ সরযূবালা দেবীর পিতা সূর্যকুমার অধিকারীকে পছন্দ করতেন বলেই বিদ্যাসাগর তাঁকে ‘মেট্রোপলিটন কলেজ’ ও স্কুলগুলির সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন ১৮৮২ সালে। ১৮৮৮ সালের দিকে ‘হিসেবের খাতায় দু-তিন হাজার টাকার গরমিল দেখতে পেয়ে তৎক্ষণাৎ বরখাস্ত করেন’ সূর্যকুমার অধিকারীকে। আশীষ লাহিড়ী লিখেছেন, বিদ্যাসাগরের ‘তখন শেষ বয়স, শরীর ও মন অত্যন্ত অবসন্ন। তবু যেটা উচিত মনে করেছেন সেটা করতে পিছপা হননি। এমনকি নিজের মেয়ের অসুবিধে হতে পারে ভেবেও পিছিয়ে আসেননি। মহৎ হওয়ার মূল্য তিনি কড়ায় গণ্ডায় শোধ করেছিলেন, শুধু বাইরে নয়, ঘরেও। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে পরিবার তাঁকে ক্ষমা করেনি।’ শুধু বিদ্যাসাগরই নন, এসব ক্ষেত্রে পরিবার সম্ভবত কাউকেই ক্ষমা করে না।
৮
বিদ্যাসাগর সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে একটা মিশ্র অনুভূতি বরাবরই ছিল। বিদ্যাসাগরকে তিনি 888sport live footballিক কিংবা লেখক হিসেবে স্বীকৃতি দিতে একসময় নারাজ ছিলেন। তাঁর মতে ‘He is only a Prime-maker (তিনি খানকতক ছেলেদের বই লিখেছেন বই ত নয়।)।’ আবার এমনও মন্তব্য করেছেন যে, ‘বিদ্যাসাগর বড় বড় সংস্কৃত শব্দ প্রয়োগ করে বাঙলা ভাষার ধাতটা গোড়ায় খারাপ করে গেছেন।’ বিদ্যাসাগরের সীতার বনবাসকে বঙ্কিমচন্দ্র বলেছিলেন – ‘কান্নার জোলাপ।’ বঙ্কিমের বিষবৃক্ষ 888sport alternative linkে আমরা দেখি, সূর্যমুখী তাঁর চিঠিতে লিখেছে : ‘ঈশ্বর বিদ্যাসাগর নামে কলিকাতায় কে না কি বড় পণ্ডিত আছেন, তিনি আবার একখানি বিধবাবিবাহের বহি বাহির করিয়াছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয়, সে যদি পণ্ডিত, তবে মূর্খ কে?’ এসব থেকে বিদ্যাসাগর বিষয়ে বঙ্কিমের মনোভাব বেশ খানিকটা আমরা আঁচ করতে পারি। আবার এ-ও ঠিক যে পরবর্তী সময়ে বিদ্যাসাগর সম্বন্ধে বঙ্কিমের এই কঠোর মনোভাবের পরিবর্তন হয়েছিল। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিদ্যাসাগর মশায়ের রচিত ও গঠিত বাঙলা ভাষাই আমাদের মূলধন। তাঁরই উপার্জিত সম্পত্তি নিয়ে নাড়াচাড়া করছি।’ শুধুই এইটুকুনই নয়, বঙ্কিম আরো বলেছিলেন, ‘বিদ্যাসাগর মহাশয়ের ভাষা অতি সুমধুর ও মনোহর। তাঁহার পূর্ব্বে কেহই এরূপ সুমধুর বাঙ্গালা গদ্য লিখিতে পারে নাই, এবং তাঁহার পরেও কেহ পারে নাই।’ বিদ্যাসাগরের প্রতি তাঁর অকৃত্রিম 888sport apk download apk latest version জানিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ-ও পর্যন্ত বলেছিলেন, ‘আমরা বিদ্যাসাগর মহাশয়ের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। তিনি বিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, দেশহিতৈষী, এবং সুলেখক, ইহা আমরা বিস্মৃত হই নাই। বঙ্গদেশ তাঁহার নিকট অনেক ঋণে বদ্ধ। এ কথা যদি আমরা বিস্মৃত হই, তবে আমরা কৃতঘ্ন।’ বিদ্যাসাগর সম্পর্কে চরম সত্য কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই শেষ পর্যন্ত বলে গেছেন। এ-রকম সত্য বলার মানুষের অভাব এখনো আমরা প্রতি পদে-পদে অনুভব করি।
৯
গোপাল হালদার স্বীকার করেছিলেন, ‘সবার উপরে মানুষ বিদ্যাসাগর সত্য। সর্বব্যাপারেই তা দেখতে পেয়েছি।’ সেইসঙ্গে তিনি এটিও বলতে সামান্যতম দ্বিধাবোধ করেননি যে, ‘অনুভব করতে হয় – কাল এগিয়ে যাবে, বিদ্যাসাগরের কালও আমাদের দেশে আজ প্রায় শেষ হচ্ছে; কিন্তু ইতিহাসের যে পরিণতির ইঙ্গিত বহন করে বিদ্যাসাগর বাঙালী সামজে উদিত হন – সেই পরিণতি পূর্ণ থেকে পূর্ণতর হয়ে ওঠাও নিয়ম – সেই ‘বহমান কালগঙ্গা’র সঙ্গে বিদ্যাসাগরের যোগ মনে-প্রাণে-কর্মে অচ্ছেদ্য।’ এবং সে-কারণেই গোপাল হালদার মশায়ের মনে হয়েছে, ‘কাল যতই এগিয়ে যাক, বিদ্যাসাগরকে ছাড়িয়ে যাবে না। বিদ্যাসাগর থাকবেন আমাদের সঙ্গেই সহযাত্রী ও অভিযাত্রী।’ তাঁর জন্মের দুশো বছর বাদেও আমরা দেখতে পাচ্ছি, বিদ্যাসাগরের চিন্তার ও কর্মের তাৎপর্য এখনো আমাদের সমাজে ভীষণভাবে প্রাসঙ্গিক; আর সেজন্যই তাঁকে আমাদের কর্মের ‘সহযাত্রী ও অভিযাত্রী’ হিসেবে ভেবে নিতে দ্বিধা হয় না, আমরা অস্বস্তিও বোধ করি না।
১০
অশোক সেনের সঙ্গে সহমত পোষণ করে বলা যায় যে, ‘Vidyasagar boldly endeavoured to improve the fruits of enlightenment, … All his milestones had been elusive.’ যুক্তিবাদী মননের ঔজ্জ্বল্যে উদ্ভাসিত এবং মহত্তর এক করুণায় বিগলিত আত্মমর্যাদাসম্পন্ন এই মানুষটিকে – যিনি আবার একইসঙ্গে আত্মসচেতনও বটে – জানাই আমাদের অন্তস্তলের অন্তর্লীন 888sport apk download apk latest version।


Leave a Reply
You must be logged in to post a comment.