সুরজিৎ দাশগুপ্ত
বাঁচাটাকে যারা গড়ে তুলেছিল মহৎ 888sport live chatকার্য
তারাও যখন চলে যায় সব দেখা-শোনা-ছোঁয়া ছাড়িয়ে
সত্যি কি তারা পৃথিবীর কাছে একেবারে যায় হারিয়ে?
এটাই তা হলে সত্যের শেষ ভাগ্যের দ্বারা ধার্য?
দিন পরে দিন বাঁচার লড়াই কষ্টের বড়ো নেহাতই।
এর চাকা থেকে মুক্তি কোথায় মস্ত একটা ভাবনা
উত্তর বহু মহাজন করেছেন কত সাধনা
খুঁজে অজানা শুধুই না-জানা থেকেছে, আঁধারে আবৃত নিবাতি।
বাঁচা শেষ হলে 888sport app download for androidই হয়তো মুক্তির শেষ নিশানা
তবু কারো কারো বাঁচাটাই যেন নতুন রকম মুক্তি
কষ্টের শেষ, অশেষ অথচ ভালোবাসা আর স্ফূর্তি
স্বপ্নও এসে থেমে যায়, মানে, এই তক তার সীমানা।
বাঁচাটাকে তারা উৎসব মেনে দু’হাতে করেছে পালন,
ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে বাঁচার প্রতিটি সময়,
বাঁচা মানে শুধু ভালোবাসা – এই একটাই শুধু বিষয়,
একটাই কাজে একটাই ব্রতে পুরোটা জীবন যাপন।

Leave a Reply
You must be logged in to post a comment.