দু’পাশে রাইফেল ছিল

          যদি লক্ষ ভেদ করতে হয়,

গুলিভর্তি পিস্তলও ছিল

যদি আত্মঘাত হয় সহজ উপায়।

কিন্তু এ সব তাকে করালো না কিছু –

ক’মাস ইঁদুর-গর্তে নির্বাসনে থেকে

দাড়ি গজিয়েছে আর ভুলে গেছে

         কোন লক্ষ্যে বাঁচা।

ধন্য আমেরিকা।

হিরোশিমা নাগাসাকি ভিয়েতনাম

              আরও আরও আরও

ভয়ংকর সন্ত্রাস পেরিয়ে

এখন ইরাকে পৌঁছে শিখেছ অনেক।

শুধুই বুশকে দেখে ক্ষুব্ধ মানুষ

এখন দেখছে এক দাড়িঅলা অসহায় মুখ :

চোখের দৃষ্টিতে নেই অতীত কী বর্তমান,

           কোনও স্বপ্ন, কোনও সম্ভাবনা।

সন্ত্রাসবাদীরা জানে কোন মুখ দেখালে মিডিয়া

সব পাপ 888sport app পড়ে যায়।

ইঁদুর-গর্ত থেকে সাদ্দামকে খুঁজে বের করার পর ইরাকের প্রথম সাংবাদিক সম্মেলনে আমেরিকান সৈন্যপ্রধান উল্লাসে ফেটে পড়ে প্রথম বাক্যটি উচ্চারণ করেন : ‘উই গট হিম’!