উত্তাপ বাড়ে

তুমি বাউল হলে ফাঁকা থাকে চৌকাঠ, সুখেনের ঘর

বড় একা একা লাগে। সবাই পর পর ভাবে।

উৎসুক মুখ মলিন হলে –

হেমন্তের হাওয়ায় আরো উত্তাপ বাড়ে

মনের ভেতর কেমন ধুকপুক করে

                 তুমি বাউল হলে সন্ধানে নামে কেউ

কোথায় একতারা, বাউলানির ধ্যান

যা কিছু দেখি নতুন লাগে

                      আরো নতুন লাগে অচেনা রাত

মাঠঘাট, হাটবাজার, উল্লাসে নাচনকোদন

কত গাজন, পাঁচালি, সারি, মর্শিয়া বেমানান লাগে

আত্মার মানুষ দূরে দূরে থাকলে ক্ষুধা মিটে না তাতে

আখড়া ফাঁকা হলে বেঁকে বসে তপ্ত আগুন

          আসছে শীতে পাশে থেকো মনের বাউল।