তমিজ উদ্দীন লোদী
ভালো বাসতে বাসতে মরে যাবার কথা থাকলেও তুমি মরে
যাওনি
বরং আমি চলে যাবার পর তুমি আবারো প্রেমে জড়িয়েছো
তুমি আবারো বলছো ভালো বাসতে বাসতে মরে যাবে!
এখানে শূন্যতা যদিও, তবে কোনো হাহাকার নেই।
এখানে অবয়বহীনতা, তবে কোনো দুর্বোধ্যতা নেই।
এখানে ধূসর যদিও, তবে কোনো অবিমৃষ্যকারিতা নেই।
প্রবহমান সরল বাতাস, কোনো চালিয়াতি নেই,
এখানে বস্তুতপক্ষে কোনো ভান নেই, ভণিতা নেই, শুধু
পেঁজা তুলোর মতো আটকে আছে সুন্দর।
স্বপ্নপথ বেয়ে নেমে আসে আনন্দের সূচিমুখ
888sport live chatীর রেখা টানার মতো অনুষঙ্গ, ঘুম
মনে হয় মৃত্যুর পর পুনর্বিবেচিত আমি
অহেতুক খোলস ছেড়ে ঠিকঠাক মানুষ হয়েছি।

Leave a Reply
You must be logged in to post a comment.